নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার নাই I বললেই গুম, খুন, মামলা, জেল, না হয় দেশ ছাড়া I

নজরুল ইসলাম ভূইয়া

নজরুল ইসলাম ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

মুস্তাফিজকে নিয়া আমি আতঙ্কিত এবং হতবাক !!

০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪২

সবই যখন ক্ষনিকের খুশিতে গাভাসিয়ে দিচ্ছে, আমি তখন মুস্তাফিজের বাস্তব এবং ভবিষত নিয়া কিছু কথা বলব I আমি অভিষেক থেকে মুস্তাফিজের সবগুলো খেলা দেখছি কিন্তু আইপিএল এর একটা খেলা ছাড়া আর কোনো খেলাতেই আমি আমার মোস্তাফিজকে খুজে পাই নাই I আমি প্রতিদিন খেলা দেখার আগে যে আশা নিয়া খেলা দেখা শুরু করি তার শেষটা আমার বিষাদে ভরা থাকে I

এবার আশা যাক মুস্তাফিজের আইপিএল এর একটা বাস্তবসম্মত বিশ্লেয়্সনে I আপনারা যারা মুস্তাফিজের আইপিএলএর পূর্বের খেলা দেখছেন তারা নিশ্চই আমার মত আশাহত হয়েছেন কারণ আমার একটা আশা ছিল যে মুস্তাফিজ ম্যান অফ দি টুর্নামেন্ট না হলেও সবচেয়ে বেশি উইকেট শিকারী হবেন I খেলা শুরুর প্রথম দুই তিন দিন সব বিস্চ্লেষক মুস্তাফিজকে নিয়া যত আশাবাদী ছিলেন, খেলার পরের দিকে গিয়া কিন্তু অত বেশি উচ্ছাসিত ছিলেন না I আমার মত তারাও হয়ত আশাহত নিশ্চই !

এবার আমি আমার দৃষ্টিকোণ থেকে মুস্তাফিজের কাঙ্খিত ফলাফল না পাবার কারণ গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব I আমরা সবাই জানি মুস্তাফিজ কোনো ট্রনিং প্রাপ্ত বোলার না, মুস্তাফিজ আল্লাহ প্রদত্ত স্পেশাল বোলার যা বিরল I মুস্তাফিজের বেড়ে উঠা একটা অজো পারাগায়ে, যার জন্য মুস্তাফিজের সীমাবদ্ধতা অনেকের চাইতে বেশি I ক্রিকেট একটা ১১ জনের সমন্নিত খেলা, মুস্তাফিজ আইপিএল খেলছেন শুধু একা একা, আমরা যত কথাই বলি না কেন ক্রিকেটের ভাষা আছে এটা ওটা, আসলে এইগুলা বলার জন্য বলা, ৫৫ দিন মোস্তাফিজ ছিলেন অনেকটা বোবা, তাই একা একা খেলতেই গিয়া মুস্তাফিজের আসল খেলাটা হাড়িয়ে গেছে একাকিত্তর মাঝে I হোটেল, ট্রেনিং, খাবার-দাবার থেকে শুরু করে মাঠেও মুস্তাফিজ বোবা I ১৯ বছরের একটা বালকের পক্ষে এই ৫৫ দিন যুদ্ধ করাটা শেষ দিকে প্রায় অসম্ভব হয়ে উঠছিল বলে মুস্তাফিজের ছন্ধ পতন I আমি হলফ করে বলতে পারি, মুস্তাফিজ যদি এখন ঢাকাতে চলতি ক্রিকেটলিগ খেলা শুরু করেন, মুস্তাফিজ ফিরবেন স্বরুপে I

পত্রপত্রিকা গুলা শুধু এখন মুস্তাফিজের পাছে পাছে গুরছেন যা কিনা মুস্তাফিজের জীবন অনেকটা দুর্বিসহ হয়ে উঠছেন I ডেভিড ওয়ার্নার, বিরাট কহলিদের নিয়া তো এত মাতামাতি নাই, মুস্তাফিজের যে বয়স তাতে তার যে ধারণ ক্ষমতা তা আর কেউ না বুজুক বিসিবির তো বুজা উচিত ! বি সি বির উচিত স্থানীয় প্রশাসনকে দিয়া এখনি মুস্তাফিজকে সাংবাদিক মুক্ত করা, মুস্তাফিজকে তার মত করে থাকতে দেয়া Iমুস্তাফিজেরতো মাত্র শুরু, কিন্তু অতি বাড়াবাড়ি মুস্তাফিজের জন্য কাল হইয়া দাড়াক আমরা কেউতো তা চাই না ! মুস্তাফিজের স্বাভাবিক জীবনের চন্দপতন হলে, ক্ষতি একটু না, অনেকও হতে পারে I মুস্তাফিজ এক সময় ভালো খেলবেন আবার খারাপও খেলবেন, ইনজুরিতে পড়তে পারেন কিন্তু তখন এই বাড়াবাড়ি গুলা মোস্তাফিজের জন্য কাল ছাড়া আর কিছু হবে না I খ্যাতির বিরম্বনা মুজ্তাফিজের স্বাভাবিক বেড়ে উঠার কাটা হউক আমরা তা কেউ তা চাইনা I

মুস্তাফিজের এই বোবা আইপিএল আমাদের ক্রিকেট মহারথীদের কি কোনো কিছু শিক্ষা দিলেন ? আমার মনে হয় একেবারেই না I মুস্তাফিজ পুরস্কার নিতে গিয়া বাংলায় বলছেন এইজন্য আমাদের কত না খুশি কিন্তু এই যে সারা আইপিএল মুস্তাফিজের ভাষা নিয়া এত কথা হলো তাতে কি আমাদের শিক্ষা ব্যবস্থার হালচিত্র প্রকাশ পেল না ? ইংলিশ শিক্ষা আজকের এই গ্লোবাল যুগে কোনো ফ্যাশন না, এটা দৈনন্দিন জীবনের একটা অঙ্গ I ইস্ট ইউরোপের অনেক দেশে বড় বড় কর্পোরেট অফিসেই এখন সপ্তাহে দুই দিন ইংলিশ শিক্ষার ব্যবস্থা করছেন, অফিস ছুটির পর সবাই বসে পরেন ইংলিশ ক্লাস করতে I বিসিবির উচিত এখন যে হাই পারফরমেন্স টীম গঠন করছেন ট্রনিং এর জন্য, ওদের ২ মাস ইংলিশ শিক্ষা দেয়া যাতে ওরা মোটামোটি ইংলিশ বলতে পারে I

আর সবশেষ বলি, ইংল্যান্ড পাঠানোর আগে আবার ভাবা দরকার যে বোবা হয়ে কতটুকু ভালো করতে পারবেন ! ইংল্যান্ড পাঠাতে হলে মুস্তাফিজের ভাই বা অন্য কাউকে সাথে নিয়া যেতে পারলে হয়ত কিছুটা উপকার হবে আর না হলে না পাঠানোটাই বুধিমানের কাজ হবে I

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: এই বয়সেই অনেক কিছু পেয়েছে।
তার জন্য অনেক শুভকামনা।

২| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:২৭

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: যখন ফর্ম আছে, ফিজিও হালকা সমস্যা হলেই খেলা থেকে বিরত রাখছে, যত্ন নিচ্ছে। মোবাইল সহ নানা যোগাযোগের মাধ্যমও আছে। তখন তাকে আটোকে রাখাও ঠিক না। নানা পিচে না খেলতে শিখবে কি করে? পরিবর্তনের সাথে নিজেকে মানাবে কি করে? সাকিব কাউন্টী খেলার জনই সাকিবে পরিনত হয়েছে। আমার তো মনে হয় বাংলাদেশের চুক্তিভুক্ত ক্রিকেটাররা এমন অনে প্রথমসারির ক্রিকেট প্লেয়িং নেশনের চেয়েও বেশি যত্ন পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.