নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ করে
আর জনতার চোখে থাকবে প্রশ্নের আগুন।

সে দিনে ব্যালট হবে শুধু কাগজ নয়
হবে দীর্ঘ অপেক্ষার সাক্ষ্য
নীরব ক্ষোভের হিসাব
আর আশার শেষ প্রদীপ।

দেখা যাবে
কিছু মুখ হাসবে আত্মবিশ্বাসে
কিছু কণ্ঠ কাঁপবে অনিশ্চয়তায়
আর সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকবে
দুই ভয় আর এক স্বপ্নের মাঝখানে।

ভাগ্যলিপি বলে
এই নির্বাচন কোনো একক বিজয়ের গল্প হবে না
বরং হবে বার্তার নির্বাচন
জনতা জানিয়ে দেবে তারা কী চায় না
আর ইঙ্গিতে বলবে
তারা কী চায়, যদি কেউ শোনে।

রাষ্ট্রযন্ত্র কেঁপে উঠবে না হয়তো
কিন্তু চেতনার ভিতরে শুরু হবে
ধীর এক পুনর্গঠন।
পুরোনো ভাষণগুলো আর তত কাজ করবে না
নতুন প্রজন্ম চাইবে নতুন ব্যাকরণ।

ভবিষ্যৎবাণী আরও বলে
যদি সে দিন স্বচ্ছতা রক্ষা পায়
তবে পরাজয়ও হবে সম্মানজনক
আর জয়ও হবে দায়িত্বের ভারে নত।

কিন্তু যদি ছায়া নামে গণনার টেবিলে
তবে ১২ই ফেব্রুয়ারি শেষ হবে না সেদিন
তা টানবে দীর্ঘ প্রতিধ্বনি
পথে, চায়ের দোকানে,কিংবা রাজপথে।

সবশেষে লেখা আছে
বাংলাদেশের ভাগ্য বদলাবে না
শুধু এই একটি তারিখে
কিন্তু ১২ই ফেব্রুয়ারি ২০২৬
হতে পারে সেই আয়না
যেখানে জাতি নিজের মুখ
স্পষ্ট বা বিকৃত
যেভাবেই হোক দেখবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৩:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হতে পারে সেই আয়না,যেখানে জাতি নিজের মুখ
স্পষ্ট বা বিকৃত, যেভাবেই হোক দেখবে।

.........................................................................
হতে পারে হতে পারে
একটা মল্ল যুদ্ধ,
নতূন আর পূরাতনের মাঝে
সাঝঁ সাঝঁ রব পড়ে গেছে সবখানে;
আশার প্রতীক হতে জ্বলবে প্রদীপ
অথবা নিভে যাবে দমকা বাতাসে;
তবুও আশার বাতি নিয়ে থাকে মাতৃভূমি
মা জননী,
খোকা আসবে বলে ... ... ... !

২২ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৪:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



হয়তো সেই আয়না
কেউ মুছবে, কেউ আবার
নিজের সুবিধেমতো দাগ আঁকবে।

হয়তো যুদ্ধই হবে
হয়ত সসস্র কিংবা অস্ত্রহীন,
শব্দের, প্রতিশ্রুতির,
আর পথখ্রস্টতার মল্লযুদ্ধ
নতুন আসবে পতাকা হাতে,
পুরোনো আসবে শেকড় দেখিয়ে।

ভর দুপুরেও রোদে ছায়া লম্বা হয়
কে আলো, কে অন্ধকার
চেনা দায়।
প্রদীপ জ্বলে
কখনো বিশ্বাসে
কখনো শুধুই অভ্যাসে।

তবু এই মাটির বুক
আশা ফেলতে শেখেনি
বাংলা মা জননী জানে
বারবার দেরি হলেও
খোকা একদিন আসবেই,
হয়তো ক্লান্ত
তবু খালি হাতে নয়
সচেতন চোখ নিয়ে।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.