![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী ২১ ফেব্রুয়ারী শুক্রবার আমাদের খুলনার রক্তযোদ্ধা ভাই-বোনদের আহবানে আমি আর শাওন ভাই ঢাকা থেকে খুলনা যাচ্ছি বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা আর ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রামে। সেখানে প্রায় ৪০০ জন নতুন আগ্রহী রক্তদাতার রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। এবং প্রায় ২০ জন অফলাইন ভলান্টিয়ার তৈরি করা হবে ট্রেনিং এর মাধ্যমে, যারা পরবর্তীতে খুলনার আনাচে-কানাচে ছড়িয়ে পড়বে মানবতার মশাল নিয়ে।
আমরা চাই, সবাই একসাথে একযোগে কাজ করতে বিশাল শক্তি হয়ে।
#স্থান- খুলনার বই মেলায়
#সময়- সকাল থেকে সন্ধ্যা
উদ্দেশ্য একটাই- আমরা থাকতে রক্তের অভাবে অকালে ঝরে যাবে না আর একটি ও প্রাণ।
Nazrul -01617173992 / 01717173992, Shawon- 01915000070
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
স্বপ্নসমুদ্র বলেছেন: অভিনন্দন ভাই। চালায়া যান। সাফল্য আসবেই।