![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান
কাঁদো বাঙালী কাঁদো...।
আসলেই কাঁদছি...,আর কতদিন কাঁদতে হবে
তারও দিন তারিখ জানা নাই...।
কাঁদছি কারণ আমরা কৃতঘ্ন..,
কাঁদছি কারন আমরা শুণ্যস্থান পূরণ করতে
পারিনি...।
নেতাকে দিয়ে রাজনীতি করতে
শিখেছে কিন্তু নেতার আদর্শ ধারণ করতে
পারিনি...।
শোক দিবসে পোস্টার ফেস্টুনে নিজেকে
প্রচার করেছি কিন্তু শোকের তাতপর্য্য
বুঝিনি..।
কাঁদছি আমরা...,
কাঁদতে হবে আরও...।
কারন আপনি যে নেতা এবং পিতার
দেখানো পথে রাজনীতি করছেন...
তিনি একজন রাজনীতিক ছিলেন,একজন
রাজনীতিকের চেয়ে বেশি কিছু
ছিলেন,তিনি বীর ছিলেন,তিনি মানবিক
ছিলেন....।
কিন্তু আপনাদের দিকে তাকালে আমরা শুধু
একজন রাজনীতিককেই দেখতে পাই....আর
বেশি কিছু নয়...।
তিনি সোনার বাংলার স্বপ্ন দেখতেন...
আর আপনারা দেখেন সোনার বাংলোর
স্বপ্ন...।
তিনি জনগনের চোখ দিয়ে এই বাংলাদেশ
দেখতেন...,
আর আপনারা বিদেশের ধার করা চোখে
দেখেন...।
তার স্বপ্ন ছিল সোনার বাংলা..,
কিন্তু আপনাদের স্বপ্ন সোনার গদি...।
তাহলে কি করে হবে এই সোনার
বাংলা..??
গদির স্বপ্নে তো সোনার বাংলা সম্ভব
না...।
আপনাদের নষ্ট রাজনীতির বেড়া জাল
থেকে নেতা মুজিব মুক্ত থাকুক...,
©somewhere in net ltd.