নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুনিয়া বদলাবে না ৷তাই আমাকে ই বদলে যেতে হবে৷৷৷

নীল কান্না

সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান

নীল কান্না › বিস্তারিত পোস্টঃ

শিরনাম নাই

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

কতিপয় মুসলিম মদ খায়,গাঁজা খায় বলে ইসলাম খারাপ হতে পারে না....,
একটা মেয়ে সম্প্রদায়ের পতিতালয় আছে বলে তো পুরা মায়ের জাতটা খারাপ হয়ে যায় না...।
কোন হুজুর কোন সাইবার ক্যাফেতে গিয়ে সানি লিওনের সাইটে ঢুঁ মারছে...
কোন এক হুজুর মেমোরী কার্ডে সানির এক্স ভরে পকেটে লুকাই রাখছে...
তাই বলেই হুজুর সম্প্রদায় দেশে বেশ্যা সানির আগমন ঠেকাতে প্রতিবাদ করতে পারবে না...
এমন লেইম এক্সকিউজ গুলো শুনলে মরা মাইনষেরও হাসি পায়...।
ইন্ডিয়ান বাইকে চড়ে যখন "ইন্ডিয়ান পণ্য বর্জন করুন" স্লোগান তোলে তখন চুলকানি কই যায়...?
পাকিস্তানি চাদর গায়ে জড়িয়ে "দেশীয় পণ্য কিনে হোন ধন্য" স্লোগান বলে বেড়ালে তখন এক্সকিউজ কই যায়..?
কোন সানিরে জানি কারা আনতেছে...
সেই ১৫০০০ টাকা দামের সবকটি টিকেট হজম করা শেষে এখন ট্যাঁ ট্যাঁ শুরু হইছে...।
এই টিকেট তো একটাও সানির দেশে বিক্রি হয়নাই..,
আফ্রিকা,এন্টার্টিকাতেও যায়নাই...,
সব আমরাই হজম করছি....।
so..আগে ভিতর থেকে বদলে যাই....,
নিজে বদলে যাই...,নিজেরা বদলে যাই...
তাহলে বদলে যাবে জাতি.....।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.