![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান
Iকথা হচ্ছে...
"জয় বাংলা" কাহারো পৈতৃক সম্পত্তি নহে....।
মুখে এই "জয় বাংলা" নিয়ে যখন কোন শিক্ষককে পিটাতে যাওয়া হয় তখন জাতি হিসেবে বাঙালীর মান ভূলুন্ঠিত হয়ে যায়..।
শুধু "জয়" বলে জয়ের সাথে অন্য কোন যা ইচ্ছে তা শব্দ বসিয়ে ব্যবহার করে আপনারাও যা ইচ্ছে তা করেন...,
আমরা কথা বলবো না....।
কিন্তু "জয়" এর সাথে "বাংলা" মিলিয়ে নয়...।
এই "জয় বাংলা" কথাটার পবিত্রতা মাপার যোগ্যতা এখনো আমাদের কারোই হয়নি...।
"জয়" এর সাথে "বাংলা" মিলে যে "জয় বাংলা"টা হয়েছে...
তার দাপটে শত্রুরা থর থর করে কেঁপেছে..,
এই স্লোগানে ভরে করে দেশে স্বাধীনতা এসেছে...,
এই স্লোগান এক সমুদ্র রক্ত দিয়ে ধুয়ে পবিত্র হয়েছে...।
এই স্লোগান মুখে নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে পিস্তল চালানো..,
শিক্ষক পেটানো....,
এই স্লোগানকে পুঁজি করে ক্যাম্পাসে ক্যাম্পাসে ধর্ষনের মিছিল
এই জাতি বরদাস্ত করবে না....।
এখন সিদ্ধান্ত আপনাদের,কাদের মুখে তোলে দিবেন এই স্লোগান...।
পবিত্র "জয় বাংলা"......।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
ইউনিভার্সিটির শিক্ষকেরা কখন শেষবার মার খেয়েছিলেন কে জানে, উহাদের মাঝে মাঝে ঠেংগানো দরকার, উহারা লাল,নীল, সাদা, কালো শিয়াল।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
নীল কান্না বলেছেন: ধন্যবাদ মন্তব্য প্রকাশের জন্য ৷কিন্তু আমি মনে করি,শিক্ষক যেমন ই হোক,তার গায়ে হাত দেয়া সঙ্গত নয়,যদিনা সে ব্যাভিচারী হয়
#চাঁদগাজী
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
আমি আবুলের বাপ বলেছেন: এই জাতিখন সবকিছুই বরদাস্ত করে।