![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান
স্বীকৃত কোটা গুলোর বাইরে গিয়ে যখন এই জয় বাংলা স্লোগান ধরে শিক্ষক পিটানো লোক গুলোর জন্যই কিছু রিজার্ভ করা কোটা রেখে তাদেরকে ক্যাম্পাসে আর হলে স্থান দেওয়া হয়,
তখন তারা তো তাদের দ্বায়িত্ব পালন করবেই.....।
তারা তো অতটা দ্বায়িত্বহীন না,
এরা যে "চোর হলেও ঈমানদার" টাইপের লোক....।
ক্যাম্পাসে সবার কাজ পড়ালেখা না তো....,
কেউ কেউ শিক্ষকও পিটায়...।
আজকে ব্যাক্তি জাফর ইকবাল কেমন এই টপিকটা না হয় না'ই আনি..,
টপিক শুধুই শিক্ষক জাফর ইকবাল..।
নিজের ক্যাম্পাসেই যখন নিজের শিক্ষার্থীদের হাতে লাঞ্চিত হয়ে প্রিয় শিক্ষার্থীদেরকে সাক্ষী রেখে কোন শিক্ষক মরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে,
তখন বুঝতে হয় "জয় বাংলা" জাতি কেমন উন্নতির দিকে যাচ্ছে...।
পৃথিবীতে শিক্ষক পিটিয়ে কোন জাতি উন্নত হয়েছিল কিনা আমি আপাতত সেইটা খুঁজার চেষ্টা করছি...৷
কপি পোষ্ট from facebook
লেখা A.M. Kawsar ভাই
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
নীল কান্না বলেছেন: ধন্যবাদ৷ঠিক বলেছেন৷কতিপয় জাফর ইকবাল রা ই স্যার হয়েছেন৷বাকিরা বেনাম শিক্ষক হয়ে ই জীবন অতিবাহীত করে
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
অগ্নিবীণা! বলেছেন: ঐ প্যাদানি তে ষাড়ের স্ত্রী সন্তুষ্ট নয়!
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
নীল কান্না বলেছেন: তাহলে কি করনীয়?
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
ই হক মুরাদ বলেছেন: এখন কেন এই কান্না ? জাফর ইকবাল স্যার , তাই ? যখন জাহাংগীর নগর এ ছাত্রলীগ পিটিয়েছিল, য়খন রংপুর এ পিটাল এমনকি য়খন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা হয়েছিল তখন আমরা কোথায় ছিলাম ? তখন প্রতিবাদ কোথায় ছিল ? জাফর ইকবালই স্যার অন্যান্যরা আমাদের স্যার না ! আমরা ন্যায় অন্যায় কথা বলাটা এখন পক্ষপাতিত্ব করে বলি। মুষ্টিমেয় কত জন খারাপ হতে পারে কিন্তু আমাদের সমগ্র জাতি-ই কি খারাপ হয়ে গেল ? আমাদের ভবিষ্যৎ কি ? ভয় হচ্ছে . . . .