নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুনিয়া বদলাবে না ৷তাই আমাকে ই বদলে যেতে হবে৷৷৷

নীল কান্না

সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান

নীল কান্না › বিস্তারিত পোস্টঃ

নষ্ট বীরের নষ্ট নীড়ে" …আখতারুজ্জামান আজাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

প্রিয় বাংলাদেশ,
আশা করি.............,
না,তুমি ভালো নেই,
তোমার ভালো থাকার কথা নয়,
তোমার ভালো থাকা উচিত নয়।
চল্লিশ--দেখতে দেখতে বয়স কম হয়নি,
বয়সের ভারে তুমি ডায়াবেটিসে
আক্রান্ত,
তোমার বীরেরাও আক্রান্ত
বেহায়াটিসে।
মায়ের কোল ছেড়ে যে খোকা গিয়েছিল
গেরিলাযুদ্ধে,
সে খোকা আজ ঘুমোয় রাজাকারের
কোলে,
বউয়ের আঁচল ছেড়ে যে মেজর গড়েছিল
জেডফোর্স,
সে মেজরবউ আজ পোলাও খায় আল-বদরের
ঝোলে।
আজ নষ্ট তোমার একাত্তর,
নষ্ট তোমার বাহাত্তর,
নষ্ট তোমার পঁচাত্তর,
আজ রাজাকার বন্দনায় বুদ তোমার একেকটি
নষ্ট বীর উত্তম,
আল-বদররে মুক্তিকামনায় মত্ত তোমার
একেকটি বীর বিক্রম,
ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে নষ্ট
মুক্তিযোদ্ধার ক্রম।
পর সমাচার,
রাজাকার মরে রাজাকার রয়েছে,
বদর মরে বদর রয়েছে,
আর?
তোমার একেকটি বীর প্রতীক মরে একেকটি
রাজাকার হয়েছে,
তোমার একেকটি বীর বিক্রম একেকটি বদর
হয়েছে।
প্রিয় বাংলাদেশ,
ইতিহাস কথা কয়,
আমি জানি, নষ্ট বীরের নষ্ট নীড়ে তোমার
ভালো থাকার কথা নয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

হোমোসেপিয়েন্স বলেছেন: প্রিয় বাংলাদেশের সাথে সাথে আমরাও কেউ ভালো নেই।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

নীল কান্না বলেছেন: ধন্যবাদ ৷শুভরাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.