নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুনিয়া বদলাবে না ৷তাই আমাকে ই বদলে যেতে হবে৷৷৷

নীল কান্না

সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান

নীল কান্না › বিস্তারিত পোস্টঃ

আমরাও কি তাই????(ফেসবুক ফ্রেন্ড থেকে )

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

(Ahosan Ahamad Shuvo thinking about আমরা কি
শিশু পাচারকারী ?)
-- জানেন , আজ আমিও শিশু পাচারকারীর
দলে ভিড়ে গেলাম । কারণ ছিন্নমূল শিশুদের
নিয়ে আমাদেরও একটা স্কুল আছে ।
.
আমাদের কোনো সার্থ নেই এতে,
পড়াশোনার ফাকে নিজেদের পকেটের
টাকা বাঁচিয়ে অসহাই ছিন্নমূল শিশুদের
পড়াশোনা করানো সহ সব ধরনের
সহযোগিতা করি আমরা ।
ঈদের সময় সবাই নতুন জামা কাপড় পরবে
ভালো ভালো খাবে , আর এই অসহায়
শিশুগুলা চেয়ে চেয়ে দেখবে, ভাবতেই কষ্ট
হয় ।
.
এইতো গেলো রোজার ঈদে আমরা সবাইকে
নতুন জামা কিনে দিলাম , ঈদের বাজার
করে দিলাম ।
এই ঈদের জন্য ও আগামী শুক্রবার বাজার করে
দেবো ।
এক পরিবারের ৩ জন ছেলে মেয়ে আমাদের
স্বপ্ন পাঠশালা স্কুলে পড়ে ,
তাদের বাবা মা কে আমরা সবাই
সোহরাওয়ার্দী উদ্যানে চা এর দোকান
করে দেবার সিদ্ধান্ত নিয়েছি ।
.
আচ্ছা, আমাদের সার্থ কি বলতে পারেন?
কি ভাবছেন? বলবেন তো আমরা পাগল ,তাই
না?
হ্যা ঠিক ধরেছেন আমরা পাগল ,
জানেন আমরা কেও যখন স্কুলে যাই তখন এই
বাচ্চাগুলো ভাইয়া ভাইয়া বলে দৌড়ে
এসে জড়িয়ে ধরে , এটাকে কি বলে
জানেন ? হ্যা ভালোবাসা বলে,
আমাদের স্কুলে না এক পুচকু আছে নাম
পারভেজ আমাদের রকস্টার, দেখলেই দৌড়ে
এসে কোলে উঠেই আমার চশমা টা খুলে
নিয়ে চোখে দেবে ।
.
--ছিন্নমূল শিশুদের নিয়ে প্রতিটি স্কুলে
এমন হাজারো ভালোবাসার মজার গল্প
আছে, আমরা ভালোবাসার পাগল ।
হ্যা আমরা স্বপ্ন দেখি এরা একদিন বড় হবে
অনেক অনেক বড় ।
কিন্তু মেরুদন্ডহীন দেশে স্বপ্ন কি উঠে
দাড়াতে পারে, নাহ পারে না ।
.
সরকার যখন আমাদের অসহায় ভবিষ্যত
প্রজন্মকে বাঁচাতে ব্যার্থ , তখনি আমাদের
উদ্যমি তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হয় ।
আমরা আমাদের স্বপ্নকে যখন এগিয়ে নিতে
ব্যাস্ত ,
.
--তখন ই শুনতে পাই আমরা নাকি শিশু
পাচারকারী , ৩ বছরের কঠোর পরিশ্রমে
তিল তিল করে গোড়ে তোলা মজার ইসকুল
নামের একটি স্কুলের কয়একজন ভাইয়া
আপুদের শিশু পাচারকারী বলে পুলিশ ধরে
নিয়ে গিয়ে রিমান্ডে নেয়,
তখন লজ্জা , কষ্ট হতাশায় ডুবে যাই ,
এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ?
এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশের
প্রশাসন?
তখন মনে প্রশ্ন জাগে আমরাও তো তাহলে
শিশু পাচারকারী ? আমি কনফিউজড,
.
জানেন খুব খারাপ লাগছে ,
শুনলাম এক ভাইয়াকে রিমান্ডে নিয়ে খুব
মেরেছে ,
--তখন খুব কষ্টে গলা দিয়ে বেরিয়ে আসে
ছিন্নমূল শিশুদের নিয়ে স্বপ্ন দেখে যদি
শিশু পাচারকারী হই তাহলে মেরে ফেল
আমাদের গলা টিপে মেরে ফেল ।
.
আচ্ছা এই ঘটনা টিভিতে দেখলে কোনো
বাবা মা কি তার ছেলে মেয়েকে আর
অসহায় মানুষদের পাশে দাড়াতে দেবে?
কি মনে হয়?
.
আজ প্রশাসনকে এবং আদালতের বিচার
ব্যাবস্থাকে ধিক্কার জানায়, একজনের
সামান্য অভিযোগের ভিত্তিতে কিছু
ইনোসেন্ট ছেলে মেয়েদের পুলিশ ধরে
নিয়ে কোনো কিছু বিচার না করেই
আদালত রিমান্ড মন্জুর করে । হাইরে
আমাদের অচল মেরুদন্ডহীন প্রশাসন ।
আমি জানিনা আইনের কত ধারা ভংগ
করেছি , তবে এটাই সত্যি ।
.
আরিয়ান আরিফ ও জাকিয়া আপুরা শিশু
পাচারকারী না আমরা তাদের মুক্তি চাই ।
.

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: সত্যই ভাবতে কষ্ট হয় পথশিশুদের হাসি ফোটাতে গিয়ে আজ তারা রিমান্ডে। ওদের স্কুলের
ফেসবুক লিংক: মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয়

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

নীল কান্না বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.