![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান
ব্লগার নাইট রিডার এর পোষ্ট দেখে অনুপ্রানীত হলাম ৷ ধন্যবাদ ৷
এবার মূল কথায় আসি ৷ শিরোনাম একই ৷ যৌন হয়রানি ৷ যা সমাজের রগে রগে ক্যানসারের মতো ছরিয়ে পরেছে ৷ আপনার বাসায় ছোট অপ্রাপ্ত বয়সের বাচ্চা আছে?সাবধান হোন ৷সে ছেলে হোক বা মেয়ে ৷
ভাবছেন ছেলের কথা কেনো বল্লাম ?তাহলে শুনুন....
ঘটনা ১,,,,
আমার দাদী অসুস্থ হওয়ায় তাকে চেকআপের জন্য নিয়ে গেলাম পিজি হসপিটালে ৷ লম্বা সিরিয়াল ৷ টিকেট টাইপের কিছু ১টা নিতে হয় ৷ তাও দিতে দেরি হবে ৷দাদীকে বসিয়ে আমি একটু দুরে দারিয়ে ছিলাম ৷ হঠাৎ ১টা ছেলে আসলো ৷কিছু ১টা কথা নিয়ে আমার সাথে ভাব জমানোর চেষ্টা করলো ৷ বেশ কিছুক্ষন কথার পর সে আমাকে কিছু ১টা ইসারা করলো ৷আমি ঠিক বুঝতে পারিনি ৷সে পরে আমাকে বল্লো সে ওয়াশরুমে যাবে ,রাস্তা চিনে না ৷আমি যেন তাকে সাহায্য করি ৷ বেশ ভালো ৷আমি তাকে নিয়ে ৩য় তলায় গেলাম ৷ আশেপাশে কেউ না থাকায় সে আমাকে বাথরুমে ডাকলো ৷একটু ইতস্তত করে আমি কাছে গেলাম পর সে আমার শরীরে হাত দেয় ৷কিছুক্ষনের জন্য স্থির হয়ে যাই ৷যখন আমি বুঝতে পারি তার ইচ্ছা,সাথে সাথে বের হয়ে যাই ৷সে এসে আমাকে সরি বলে ৷তাও কিছু বলতে পারিনা ৷ কথায় কথায় সে বলে তর নাম শরিফ ৷ অনেক ছোট সময় তার চাচাতো ভাই প্রথম তাকে যৌন হয়রানির শিকার করে ৷ এরপর ঘটে অন্য কাহিনি ৷ তার বাবা মায়ের কোনো মেয়ে সন্তান না থাকায় তাকে শখ করে তার মা মাঝেমদ্ধে মেয়ে সাজায় ৷এক সময় ছেলেটি নিজেকে মেয়ে ভাবতে শুরু করে ৷
উল্লেখ্য যে এরা একপ্রকার মানসিক রোগী ৷ এরা হিজরা না ৷
ঘটনা ২,,,,,,
আমাদের এক সহপাঠি ইরাম ৷ ছেলেটি দেখতে আনেক সুন্দর ৷ মুখে চাম দারির ছাম ৷ক্লিন সেভ করা ৷প্রথম সাক্ষাতেই কথার মধ্যে অন্যরকম ১টা মেয়েলি টান লক্ষ্য করলাম ৷
এরপর আস্তে তার সমস্যা সম্পর্কে জানতে পারলাম ৷
জানলাম সে একাধিক ছেলের সাথে সম্পর্ক রাখে ৷ সমকামিতা তাকে প্রকট ভাবে আক্রে রেখেছে ৷
একদিন রাস্তায় দেখা হলে আমাকে ডাক দিয়ে কিছু কথা বল্লো ৷এর মধ্যে ১টি কথা (জানো নীল,আমি না সানি লিয়ন হয়ে গেছি ৷ যদি কোনো ছেলে পাও,তাহলে আমাকে বলিও ৷)
আমি কিছু না বলে হাটা শুরু করলাম ৷ভাবতে লাগলাম আমাদের ভবিষ্যৎ কোথায় ৷এদের ই বা ভবিষ্যত কোথায় ৷৷৷৷৷৷ ভাবতে লাগলাম ঐশির কথা ৷ এমন হাজারো ছেলে মেয়ের কথা,যারা বিপথগামী ৷
আপনিও ভাবুন ৷ আপনার সন্তান যেনো এমন না হয়েযায় ৷৷৷৷
আপনার চেনা মুখ গুলোর মধ্যে কেউ ঐশি,ইরাম বা শরিফ না হয় ৷
আর সাবধান থাকুন,যৌনপিচাশরা যেনো সুযোগ না পায় ৷ ৷
ভালো থাকুন,সুস্থ্য চোখ কান খোলা রাখুন ৷
কারন নবারুণ থেমে গেলেও যুদ্ধ এখনো জারি আছে ৷ অসামাজিক পশুদের বিরুদ্ধে যুদ্ধ ৷
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪
গেম চেঞ্জার বলেছেন: নবারুন থেমে গেছে,কিন্তু যুদ্ধ এখনো যারি আছে......
বানানগুলো একটু দেখে নেবেন, অনুরোধ রইলো।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮
নীল কান্না বলেছেন: হুম ৷নাহলে সমাজে এর ভয়াবহ প্রভাব পরবে৷ধন্যবাদ প্রমানিক ভাই
৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
নীল কান্না বলেছেন: ধন্যবাদ ৷আসলে মুঠোফোনে টাইপ করাতে বানানের ক্রুটি হয়েছে ৷ গেম চেন্ঞ্জার
৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৭
রুদ্র জাহেদ বলেছেন: আমাদের এসব বিষয়ে আরো সচেতন হতে হবে সমাজ থেকে এগুলোকে নির্মুল করতে হলে
৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৫
নীল কান্না বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ,আপনার মূল্যবান মন্তব্যের জন্য ৷আমাদেরকে ই উদ্যগ নিতে হবে ,নোংরামির অভিশাপ মুক্ত সমাজ নির্মানের ৷
৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১
বর্নিল বলেছেন: এসব ব্যাক্তি অভিশপ্ত।।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫
নীল কান্না বলেছেন: হুম ৷ আর আমরা চাই অভিশাপ মুক্ত সমাজ ৷ধন্যবাদ বর্নিল
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: এ সব মানসিক রুগীদের সুস্থ্য জীবনে আনা দরকার।