![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান
দ্বিতীয় বিশ্বযুদ্ধ! মানবজাতির ইতিহাসে
রক্তঝরা অধ্যায়ের নাম। ১৯৩৯ সালে শুরু হওয়া
এবং ৬ বছর ধরে তাণ্ডব করা এই মহাযুদ্ধের
প্রধান দুই ভিলেইন ছিলো হিটলারের
জার্মানি আর মুসোলিনীর ইটালি।
অনেকেই জানেন যে, ইটালি আর
জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক দলে
ছিলো। কিন্তু অনেকে এটা জানেন না যে,
একসময় গিয়ে ইটালি জার্মানির বিরুদ্ধেও
চলে গিয়েছিলো।
.
১৯৪৩ সালের জুলাই মাসে ইটালিতে
মুসোলিনীর পতনের পর নতুন জেনারেল
পিয়েত্রো বেডগলিও চিন্তাভাবনা
করছিলেন যাতে ব্রিটিশ-আমেরিকা
মিত্রপক্ষের কাছে সমর্পণ করা যায়। তাদের
এই চিন্তা জার্মানির কাছে চাপা
থাকেনি। কারণ, সেপ্টেম্বরের ৮ তারিখে,
ইটালির সরকার মিত্রপক্ষের সৈন্যদেরকে
নিজেদের মাটিতে অবতরণ করতে
দিয়েছিলো।
.
জার্মানি চুপচাপ বসে ছিলো না।
মুসোলিনী যখন একটু দ্বিধায় ভুগছিলেন, তখন
থেকেই জার্মানি চিন্তা করছিলো যে
ওরা ইটালি আক্রমণ করবে। কারণ, ঘরের
কাছেই মিত্রপক্ষের সৈন্যকে ঘাঁটি গড়তে
দেয়া যাবে না। যেদিনই ইটালি সমর্পণ
করলো, সেদিনই জার্মানি ইটালিতে
আক্রমণ করে বসলো। জার্মান সৈন্যরা রোম
দখল করলো, নতুন জেনারেল বেডগলিও
পালিয়ে গেলেন ভিন্ন শহরে।
.
নতুন শহরে (ব্রান্দিসি -তে) গিয়ে তারা
ফ্যাসিজম বিরোধী সরকার গঠন করলেন, এবং
ইতিহাসের এই দিনে (অক্টোবরের ১৩
তারিখে) জার্মানির বিরুদ্ধে
আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন। বলে
রাখা ভালো, প্রভূত কারণে রোম পুনর্দখল
করতে বেশ ভালোই বেগ পেতে হয়েছিলো
ইটালিকে।
.
সূত্র -
http://www.history.com/this-day-in-history/italy-
declares-war-on-germany
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: দারুন তথ্য। হিটলারের টলারেন্স লেভেল টা আসলেই অনেক নিচে ছিল। ধন্যবাদ।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
নীল কান্না বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪
ইমরান আশফাক বলেছেন: এই তথ্যটি জানতাম না, ধন্যবাদ।