| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল কান্না
সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান
রাত বাড়ছে,
সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পিপাসাটাও।
কতোদিন হয়ে গেলো মানুষের রক্ত খাইনা ।
আজকাল মানুষের বড়ই অভাব এজগতে।
সব পিশাচগুলো মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে।
দেখতে পুরো মানুষের মতোই কিন্তু ক্ষনে ক্ষনে যখন সে তার মুখোশটা ঠিক করে নেয় তখনি বোঝা যায়।
যা দুয়েকজন আছে মানুষ , তারাও কোন না কোন পিশাচের কবলে পড়ে গেছে ।
কিন্তু আমার যে রক্ত চাই ।
খাটি মানুষের রক্ত।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৫
নীল কান্না বলেছেন: মন্তব্য টির উদ্যেশ্য পরিষ্কার না
২|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল![]()
![]()
![]()
![]()
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০
কানিজ রিনা বলেছেন: নিজের রক্ত খেয়ে দেখেই বুঝা উচিৎ খাটি কিনা?