![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
সামান্য কিছু সম্পদ আমার, তোমার কাছেই বন্ধক ছিল
শ্রাবণের কিছু মেঘভেজা দিন-
চিঠিতে মোড়ানো রাতগুলো ছিল।
চিতায় সবটা পুড়িয়ে নিও
বন্ধকীটুকু ফিরিয়ে দিও!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার পাঁচটি লাইন !
আরেকটু বাড়ালে মন্দ হত না !