![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
ভাল্লাগে না সুখ জামাটা রোদ মাখে রোজ অন্যখানে
আমার জুতোর সুকতলীটা ঘষটে গ্যাছে এই এখানে ।
“বেশতো আছি"র এনার্জী প্যাক সন্ধে নাগাদ না ফুরোতো!
মাথার উপর রাতের আকাশ জোনাকী ঘুম ফ্রী বিলোতো!
এই বোশেখের ইলিশ শাড়ী বদলা দিয়ে তিস্তা হতো!
পিছল পুরু চামড়া ভেদে আত্মাদরে আঘাত হতো ।
মন মতি সব তালা দিয়ে চাবী দিলাম পাশের বাড়ী
খুন ডাকাতী সব বেহাতী - নিজের লোকেই দিলাম আড়ি।
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ভিন্ন ধাঁচের শব্দগুলো, তাই চরণগুলো ব্যাতিক্রমী । ভাল লেগেছে ।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর ছন্দ মেলানো কবিতা
৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১
অতঃপর হৃদয় বলেছেন: ভালই।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪১
হাতুড়ে লেখক বলেছেন: ভালো লেগেছে।