![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
একুশে বইমেলা ২০১৯ এ আমার আসন্ন দুইটি বই, পাওয়া যাবে ইনশাল্লাহ মেলার ২য় সপ্তাহ থেকে ঃ
১। অনন্ত নরকে ঃ ডিটেকটিভ থ্রীলার । অজাতশত্রু এক শিল্পীর ভেতর থেকে সময়ের সমস্ত অবক্ষয়ে জন্ম নেয়া এক ক্রমিক খুনীর ( সিরিয়াল কীলার) গল্প , একক উপন্যাস।
* শব্দভুমি প্রকাশনা, স্টল নং- ২৭২ । ঘরে ব্সে পেতে চাইলে , shobdobhumi.com/shop , or call : 01933 011748.
মলাট মূল্য ঃ ২২০ টাকা ( বইমেলা ছাড়ে কত জানিনা এখনো )
২। তিন ভূবনের শিক্ষাঃ তিন দেশে তিন বাবা মায়ের অভিজ্ঞতায় লেখা শিক্ষাদান এবং গ্রুমিং পদ্ধতি । বিশেষত যারা অভিভাবক আর যারা মানুষ গড়ার কারীগর -তাদের জন্য এই বইটি অবশ্যই অতি জরূরী ।
আমাদের শিশুদের শিশুবেলাটা হারিয়ে যাচ্ছে , এখুনি সামাল দিন, মানুষবেলাটা রক্ষা করুন।
* পরিবেশকঃ বাতিঘর।
* পাওয়া যাবে বাতিঘরের স্টলে এবং মেলার পরে বাতিঘরের বিক্রয়কেন্দ্রে ।
মলাট মূল্য ঃ ৩০০ টাকা ( বইমেলা ছাড়ে কত জানিনা এখনো )
এছাড়া , রকমারী অনলাইনে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯
তানজীনা বলেছেন: অনেক ধন্যবাদ । মলাট মূল্য: অনন্ত নরকে ঃ ২২০ , তিন ভূবনের শিক্ষা ঃ ৩০০ । বইমেলার ডিসকাউনটের কত এখনো জানিনা :/
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮
মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন।
শুভ কামনা রইল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
তানজীনা বলেছেন: অশেষ ধন্যবাদ
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
মা.হাসান বলেছেন: শুভকামনা রইলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
তানজীনা বলেছেন: অশেষ ধন্যবাদ
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
তানজীনা বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
প্রিন্স হ্যামলেট বলেছেন: বইয়ের দাম তো উল্লেখ করলেন না । অনন্ত নরকে ডুবতে আগ্রহী