নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি।সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

নিমো

ধুলা, করো কলঙ্কিত সবার শুভ্রতা সেটা কি তোমারি নয় কলঙ্কর কথা?

নিমো › বিস্তারিত পোস্টঃ

ব্লগ বীক্ষণ - ০১

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০২



শিরোনামে খানিকাটা জটিল শব্দ লিখলেও, আমি ব্লগের নূতন জটিল বাবু নই, কিংবা নই দাবিকৃত সহজ-সরল। যাই হোক ধান ভানতে খানিকটা শিবের গীত গেয়ে নিচ্ছি। এই ব্লগের জন্মলগ্ন থেকেই আছি। বহু উত্থান-পতনের সাক্ষীও। বাংলা অন্তর্জালে ব্লগ-ফোরাম তার কয়েক দশক পার করেছে। হারিয়ে যাওয়াদের লম্বা তালিকায় নিভু নিভু করে টিকে থাকা একটি ব্লগ হচ্ছে সামু। এটি ঠিক সেই অর্থে কোন নিশ ব্লগ নয়, বরং বলা যেতে পারে বারোয়ারি ব্লগ। নানা মত-পথ, ভাব,আদর্শ,দর্শনের মিলনমেলা। অনেকটা বাগানের মত, নানা জাতের গাছের সমাহার। তবে সেই বাগানে মাঝে মাঝে আগাছা বড্ড বেড়ে যায়। বাংলা অন্তর্জালে সামুর অবদান বিবিধ। মেহদীর অভ্রের আগে এই ব্লগের বাংলা লেখার টুলটাই বিপ্লব এনে দিয়েছিল অন্তর্জালের বাংলা লেখালেখিতে। এছাড়া এই ব্লগের অন্য অবদানগুলো নিয়ে পরে কথা হবে। এই পোস্ট লেখার আগ্রহ এসেছে মূলত হয়ে যান মডারেটর!! পোস্ট থেকে। মডারেটর হওয়া সহজ নয়, তবু খানিকটা লোভ জেগেছে বৈকি। আপাতত নির্বাচিত পোস্টের কাজটায় হাত দেয়া যাক।

সেই শুক্রবার শহরে সাকরাইন উৎসব ছিলো

লেখক : অর্ক

সময়: ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১২:২১

নির্বার্চনের কারণ: সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব না। কারণ আমি শব্দবিন্যাস, বাক্যালংকার, ছন্দের মাধুর্য কিংবা নানা বিষয়ে পন্ডিত কেউ নই। মূলত পড়ে ভালো লাগাই মূখ্য। লেখাটি আপাত দৃষ্টিতে হালকা কিন্তু এ ধরণের স্মৃতিকথা পড়তে ভালো পাই।

এক ইন্দোনেশিয়ান মেয়ের সাথে পরিচয়ের কাহিনী

লেখক : আরাফাত৫২৯

সময়: ০১ লা এপ্রিল, ২০২২ রাত ২:৪৬

নির্বার্চনের কারণ: এটিও আসলে এক ধরণের স্মৃতিকথা। ভালো লেগেছে লেখার সাবলীলতা, ছোট ছোট তথ্য, ভিন্ন দেশের নির্মল পরিবেশ, সব মিলিয়ে উপভোগ্য লেখা।

মহামতি টাকা৷!!

লেখক : নূর মোহাম্মদ নূরু

সময়: ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৮

নির্বার্চনের কারণ: জগতের সবচেয়ে শক্তিশালী বিষয়টাকে ছড়ার মাধ্যমে তুলে ধরেছেন।

তুফান

লেখক : মহাজাগতিক চিন্তা

সময়: ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭

নির্বার্চনের কারণ: আমরা অনেক সময়ই যা চাই, তা পাই না। সেই আকুলতাই লেখায় ফুটে উঠেছে।

জুম্মা নামাজ.......

লেখক : জুল ভার্ন

সময়: ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

নির্বার্চনের কারণ: ব্লগের অন্যতম বর্ষীয়ান ব্লগার। ভালো বিষয়বস্তু নিয়ে লিখেন। তবে চাঁদগাজী বিষয়ে উনার কিছু প্রতিমন্তব্য উনার শিক্ষা, মননশীলতার সাথে যায় না।

দূরন্ত কৈশোর - ০৬

লেখক : মরুভূমির জলদস্যু

সময়: ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

নির্বার্চনের কারণ: আমার অত্যন্ত পছন্দের সময় নিয়ে ব্লগ করেছেন। বিষয় বৈচিত্র থাকে তাঁর ব্লগে। শিরোনামের বানানটা ঠিক করার অনুরোধ থাকল।

শনিবারের চিঠি - ১১ / বডি শেমিং

লেখক : সাজিদ উল হক আবির

সময়: ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

নির্বার্চনের কারণ: অমিত সম্ভাবনাময়, বলিষ্ঠ লেখক। তবে খানিকটা আত্মগর্বী যা বয়সকালে বা সময়ের সাথে কমে আসবে। লেখায় গভীরতা থাকলেও প্রায়শই অমুক তমুকের উক্তিতে ভারাক্রান্ত থাকে।

অকাল প্রয়াত হাসান আরিফ

লেখক : রোকসানা লেইস

সময়: ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২৮

নির্বার্চনের কারণ: আমার অত্যন্ত পছন্দের একজন ব্লগার। সুনির্দিষ্ট বিষয়ে খুবই গুছিয়ে লিখেন।

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা

লেখক : ঠাকুরমাহমুদ

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২৩

নির্বার্চনের কারণ: আমার অত্যন্ত পছন্দের একজন ব্লগার। অতীব সজ্জন একজন। সময় দেখা মানুষ, যা সবসময়ই তার লেখায় ফুটে উঠে।

লিচু, তরমুজেও বাটপারি

লেখক : প্রামানিক

০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৫৭

নির্বার্চনের কারণ: সমাজে ঘটমান অসংগতি চনৎকার ভাবে ছড়ায় তুলে এনেছেন।






এটা মূলত একটি পরীক্ষামূলক পোস্ট। ইচ্ছা ছিল পুরো সপ্তাহেরটা তুলে ধরার। সময় সল্পতায় ও কর্মব্যস্ততায় একদিনের বেশি পেরে উঠলাম না। বাকিটাও করার ইচ্ছা রইল। ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন।

বি:দ্র: মন্তব্যে গালি-তালি উভয়ে সাদরে গৃহীত। তবে আমি ইট খেলে, রকেট মেরে অভ্যস্ত।(তাই বলে আমি হামাসের কেউ নই)। তাই প্রস্তুতি নিয়ে আসা ভালো।

উৎসর্গ প্রাপক :ব্লগের সাদাবাড়িতে থাকা রাষ্ট্রপতি

উৎসর্গ প্রেরক : টং চা দোকানের হাউ কাউ জনগণের একজন।



মন্তব্য ৬৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

জটিল ভাই বলেছেন:
জটিলভাবে বলতে গেলে মূল্যায়ণে সার্বজনীনতার চেয়ে আত্মতাড়না অতিমাত্রায় বিদ্যমান। একজন মডুকে স্বমত নয়, সার্বজনীন মত নিয়ে কাজ করার প্রতি ফোকাসড্ হতে হয়। আর এটা করতে না পারাই মডুগিরির চৌদ্দটা বাজিয়ে মডুকে ম্যাড করে দিতে যথেষ্ঠ্য =p~

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৯

নিমো বলেছেন: জটিল ভাই বলেছেন:
জটিলভাবে বলতে গেলে মূল্যায়ণে সার্বজনীনতার চেয়ে আত্মতাড়না অতিমাত্রায় বিদ্যমান।

যে কোন কাজ আত্মতাড়না থেকেই করা উচিত। তবে মাত্রা মাত্রা না ছাড়ালেই হল।

জটিল ভাই বলেছেন:
একজন মডুকে স্বমত নয়, সার্বজনীন মত নিয়ে কাজ করার প্রতি ফোকাসড্ হতে হয়। আর এটা করতে না পারাই মডুগিরির চৌদ্দটা বাজিয়ে মডুকে ম্যাড করে দিতে যথেষ্ঠ্য =p~

সর্বজনীন মত বিষয়টা খুবই অস্পষ্ট। আজকে যা সর্বজনীন মত হিসেবে প্রতিষ্ঠিত, তা আদতে কোন না কোন স্বমতকে ঘিরেই বেড়ে উঠেছে। আপনার জটিল সার্বিক মূল্যায়ণের জন্য জটিলবাদ নিন। ভাল থাকুন।

২| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নির্বাচনের কারণ- এটা যোগ করে ভালো করেছেন। সংকলন পোস্টের এটা একটা নতুন এবং সুন্দর সংযোজন।

ইয়ে, অণুবীক্ষণ নামে আমার একটা পোস্ট আছে, যার নীচের লাইনটা এরকম - এতক্ষণ যা করলেন, তার নাম বীক্ষণ বা গভীর বীক্ষণ, যার নাম হতে পারে অণুবীক্ষণ :)

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৫

নিমো বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নির্বাচনের কারণ- এটা যোগ করে ভালো করেছেন। সংকলন পোস্টের এটা একটা নতুন এবং সুন্দর সংযোজন।
কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

ইয়ে, অণুবীক্ষণ নামে আমার একটা পোস্ট আছে, যার নীচের লাইনটা এরকম - এতক্ষণ যা করলেন, তার নাম বীক্ষণ বা গভীর বীক্ষণ, যার নাম হতে পারে অণুবীক্ষণ :)
পড়লাম। অনবদ্য লিখেছেন। তবে কী মন্তব্য করব বুঝতে পারছি না, কবিতা আমার কাছে বরাবরই রহস্যময়ী।

৩| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫ বছরের আপনার প্রথম পোস্ট। অভিনন্দন আপনাকে। আশা করি এখন থেকে নিয়োমিত লিখবেন।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৯

নিমো বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: ৫ বছরের আপনার প্রথম পোস্ট। অভিনন্দন আপনাকে। আশা করি এখন থেকে নিয়োমিত লিখবেন।
এই নিকটা কেবল পাঠ প্রতিক্রিয়ার জন্য। পোস্ট লেখার নিক থেকে বহু পোস্ট অতীতে করা হয়েছে। এই মূহুর্তে আর কোন পোস্টের আবশ্যকতা দেখছি না। নিয়মিত হবার সম্ভাবনাও খুবই কম। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৪| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:




আপনি সামু ব্যতিত অন্য কোন ব্লগে ( বিলুপ্ত হওয়ার আগে ) ব্লগিং করেছিলেন? মুলত: কি কারণে সেসব ব্লগ হারিয়ে গেছে?

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৯

নিমো বলেছেন: আপনি সামু ব্যতিত অন্য কোন ব্লগে ( বিলুপ্ত হওয়ার আগে ) ব্লগিং করেছিলেন? মুলত: কি কারণে সেসব ব্লগ হারিয়ে গেছে?
জ্বি, করেছিলাম। সেসব হারিয়ে যাওয়ার কারণ অনেক। প্রযুক্তির সাথে সাথে অগ্রসর হতে না পারা,অন্তর্দ্বন্দ্ব,রাজনীতি, কোন ধরণের অর্থ আয়ের ব্যবসায়িক মডেল না থাকা, সর্বোপরি বাংলা ব্লগগুলো এক ধরণের Anti-establishment ধারণা সব সময় লালন করেছে, যা ক্ষমতাশীনদের জন্য শীড়পীড়া ছিল। বাকীটা আপনি নিজেই জানা ও বোঝার কথা।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

নিমো বলেছেন: কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৫| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৭

সাসুম বলেছেন: আপনার লিস্ট থেকে ৩ টা ব্লগ পোস্ট কে নেয়া যায় নির্বাচিত পাতায় :) বাকিগুলা না :)

বাই দা রাস্তাঃ প্রতি সপ্তাহে এরকম এক্টা করে দিয়েন। ব্লগ জমে যাবে

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

নিমো বলেছেন: সাসুম বলেছেন: আপনার লিস্ট থেকে ৩ টা ব্লগ পোস্ট কে নেয়া যায় নির্বাচিত পাতায় :) বাকিগুলা না :)
নির্বাচিত পাতায় নেয়ানোর মততো আমি কেউ নই। এটা সময়ের দাবি হিসেবে লেখা হয়েছে। এর বেশি কিছু না।

সাসুম বলেছেন: বাই দা রাস্তাঃ প্রতি সপ্তাহে এরকম এক্টা করে দিয়েন। ব্লগ জমে যাবে
চেষ্টা করে দেখব, যদি সময় পাই। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৬| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৭

আহমেদ জী এস বলেছেন: নিমো,




এতোদিনে " ক্যাপ্টেন নিমো" যেন নটিলাস জাহাজটি নিয়ে ভেসে উঠলেন ডাঙায়! গালি নয়, তালি দিয়েই বরন করছি তাকে।

মডারেটর হওয়ার প্রচেষ্টা পরীক্ষায় যে উত্তরের কসরত দেখালেন তা অভাবনীয়। তবে ১ নং মন্তব্যে জটিল ভাই যা বললেন সেটা মাথায় রাখতে হবে নইলে নিমোর নটিলাস আর পানিতে ডুবসাঁতার কাটতে পারবেনা!

নিয়মিত হবার তাগাদা রইলো। শুভেচ্ছান্তে।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৪

নিমো বলেছেন: আহমেদ জী এস বলেছেন: নিমো,এতোদিনে " ক্যাপ্টেন নিমো" যেন নটিলাস জাহাজটি নিয়ে ভেসে উঠলেন ডাঙায়! গালি নয়, তালি দিয়েই বরণ করছি তাকে।
ধন্যবাদ, বরাবরের মত শৈল্পিক মন্তব্য দিয়ে আমাকে বরণ করার জন্য।

আহমেদ জী এস বলেছেন:মডারেটর হওয়ার প্রচেষ্টা পরীক্ষায় যে উত্তরের কসরত দেখালেন তা অভাবনীয়। তবে ১ নং মন্তব্যে জটিল ভাই যা বললেন সেটা মাথায় রাখতে হবে নইলে নিমোর নটিলাস আর পানিতে ডুবসাঁতার কাটতে পারবেনা!
এটাকে সময়ের দাবি হিসেবে লিখেছি বলতে পারেন। ১ নং মন্তব্যের বার্তা অবশ্যই মাথায় থাকবে।

আহমেদ জী এস বলেছেন: নিয়মিত হবার তাগাদা রইলো। শুভেচ্ছান্তে।
এটা আসলে কতদূর করতে পারব বলা কঠিন। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৭

জ্যাকেল বলেছেন: ২ টা নির্বাচিত পাতায় যাবার উপযুক্ত পেলাম। বাকিগুলাও খারাপ না তবে নির্বাচিত পাতায় বিশেষ মানের লেখাই যাক।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৬

নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন: ২ টা নির্বাচিত পাতায় যাবার উপযুক্ত পেলাম। বাকিগুলাও খারাপ না তবে নির্বাচিত পাতায় বিশেষ মানের লেখাই যাক।
নির্বাচিত পাতায় নেয়ানোর মততো আমি কেউ নই। এটা সময়ের দাবি হিসেবে লেখা হয়েছে। এর বেশি কিছু না। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৮| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫২

মিরোরডডল বলেছেন:




কাভার পোষ্টের পর এই প্রথম কেউ একজন প্রপারলি পোষ্ট রেসপন্স করলো ।
মডু হবে কিনা জানিনা কিন্তু নিমোর এফোর্ট ভালো লাগলো ।
কখনও পোষ্ট দেখিনি আগে তাই বলা হয়ে উঠেনি নিমো নিকটা পছন্দ হয়েছে ।
গুড জব ।




০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০০

নিমো বলেছেন: মিরোরডডল বলেছেন:কাভার পোষ্টের পর এই প্রথম কেউ একজন প্রপারলি পোষ্ট রেসপন্স করলো
মডু হবে কিনা জানিনা কিন্তু নিমোর এফোর্ট ভালো লাগলো ।

এটা সময়ের দাবি হিসেবে লেখা হয়েছে। এর বেশি কিছু না।

মিরোরডডল বলেছেন:কখনও পোষ্ট দেখিনি আগে তাই বলা হয়ে উঠেনি নিমো নিকটা পছন্দ হয়েছে ।
গুড জব ।

নিমোর অর্থ হচ্ছে কেউ না। চারপাশের বিশালতার তুলনায় আমি আসলে কেউ না, সেই ক্ষুদ্রতাকে ধারণ করার জন্যই এই নিক। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৯| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

অপু তানভীর বলেছেন: মডু সাহেবের পোস্ট দেখেই আমিও একটা পোস্ট তৈরি করেছিলাম । একেবারে পয়েন্ট টু পয়েন্ট। আমারও ইচ্ছে ছিল যে পোস্ট করবো কিন্তু করি নি । মডুর মেইলে কেবল মেইল করে দিয়েছি !

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০২

নিমো বলেছেন: এটা সময়ের দাবি হিসেবে লেখা হয়েছে। এর বেশি কিছু না। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

১০| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা কষ্টকর কাজ করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০২

নিমো বলেছেন: এটা সময়ের দাবি হিসেবে লেখা হয়েছে। এর বেশি কিছু না। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

১১| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

অপু তানভীর বলেছেন: আপনার পোস্ট দেখেই আমারটাও পোস্ট করে দিলাম !

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৪

নিমো বলেছেন: একটা কষ্টসাধ্য কাজ করেছেন, পোস্ট করে অবশ্যই ভালো করেছেন।

১২| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:

নিমো ভাই,
সামহোয়্যারইন ব্লগে কিছু কিছু মানুষের কাছে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তাঁদের কাছে আমি ঋণী তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আপনার এই পছন্দ ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতায় আপনার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও ভালোবাসা।

আপেল পছন্দ করেন না খুব কম মানুষ আছেন। আমার জীবনে আমি সবচেয়ে মজাদার আপেল খেয়েছি ইরানের ইসফাহান শহরে। আপেলটি টকটকে লাল খেতে বালি বালি রোয়া রোয়া অনেকটা ছানা দিয়ে তৈরি চমচম মিষ্টির মতো। মনে হবে আপনি আপেল নামক বিশ্বের সবচেয়ে মজাদার ছানার তৈরি চমচম খাচ্ছেন।

আর ফ্রিজ থেকে হিম শীতল ঠান্ডা, ভেঁজা, টকটকে লাল আপেলটি যখন হাতে নিবেন তখন কেনো জানি মনে হয় এই আপেল খুব সম্ভব এই পৃথিবীর না, অন্য কোনো ভূবনের অন্য কোনো জগতের। আর তাই হয়তো আপেলটির নাম রয়েল কুইন।

আপনার জন্য রয়েল কুইন আপেল শুভেচ্ছা। *** ছবিতে রয়েল কুইন আপেল।

১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:২৬

নিমো বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন:নিমো ভাই,
আপনার এই পছন্দ ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতায় আপনার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও ভালোবাসা।

আপনাকেও আন্তরিক ভালোবাসা ও স্বাগতম!

ঠাকুরমাহমুদ বলেছেন: আর ফ্রিজ থেকে হিম শীতল ঠান্ডা, ভেঁজা, টকটকে লাল আপেলটি যখন হাতে নিবেন তখন কেনো জানি মনে হয় এই আপেল খুব সম্ভব এই পৃথিবীর না, অন্য কোনো ভূবনের অন্য কোনো জগতের।
আপেল খুব সম্ভবত আসলেই এই পৃথিবীর না, অন্য কোনো ভূবনের অন্য কোনো জগতের। আপেল খেয়েইতো স্বর্গ থেকে পতন ঘটেছে এই নশ্বর, নিষ্ঠুর ও কঠিন জগতে।

ঠাকুরমাহমুদ বলেছেন:আপনার জন্য রয়েল কুইন আপেল শুভেচ্ছা।
আপনাকেও অশেষ শুভেচ্ছা। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:২৭

নিমো বলেছেন: কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

১৪| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শিরোনামের বানানটা ঠিক করার অনুরোধ থাকল।


ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।

১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:২৮

নিমো বলেছেন: আপনাকেও আন্তরিক স্বাগতম!

১৫| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: সংকলন পোস্টের নতুন ভার্সন ভালো লাগলো।

১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:২৯

নিমো বলেছেন: কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগ ও ব্লগারদের বিষয়ে আপনার পর্যবেক্ষণ বেশ গভীর। নির্বাচিত পোস্টগুলোর অধিকাংশই ভালো লাগার মতো। নির্বাচনের কারণ হিসাবে পোস্ট ও পোস্টদাতার বিশ্লেষণের মাধ্যমে আপনি অভিনবত্ব যোগ করেছেন। এই বিশ্লেষণ অনেকটা যৌক্তিক ও বাস্তবধর্মী মনে হয়েছে আমার কাছে।

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৬

নিমো বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নির্বাচনের কারণ হিসাবে পোস্ট ও পোস্টদাতার বিশ্লেষণের মাধ্যমে আপনি অভিনবত্ব যোগ করেছেন।
আমি কিছুই যোগ করিনি। এটা পরামর্শ হিসেবে কাল্পনিক ভালোবাসার পোস্টেই দেয়া ছিল। আমি কেবল তা অনুসরণ করেছি মাত্র। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: ৫ বছর ১ মাস বয়সী ব্লগার নিমো এই প্রথম পোস্ট করেছেন সে জন্য ধন্যবাদ! ব্লগার নিমোর ভাষায়- জুলভার্ন- চাঁদ্গাজী সম্পর্কে উনার কিছু মন্তব্য উনার শিক্ষা এবং মননশীলতার সাথে যায়না কথা সত্য। তবে শুরুটা আমি করিনি। আমি শুধু কিঞ্চিত পালটা মন্তব্য করেছি। ২০১১ সনের পর, ২০২০ সনে যখন আমি ব্লগে ফিরে এলাম এবং একটি পোস্ট দিলাম- সাথে সাথে সোনা - নামক আইডি থেকে আমাকে তীর্যক আক্রমন করে মন্তব্য করেন- তা হচ্ছে, এতোদিন লুকিয়ে ছিলেন কি অপরাধ করে? আপনি জেলে গিয়েছিলেন কেন? আপনি সরকার ও রাস্ট্রের বিরুদ্ধ ক্ষতিকর কাজে লিপ্ত?

ডিস্ক্লেইমারসঃ যেহেতু আমি প্রায় দশ বছর পর ব্লগে ফিরেছি তাই সোন ব্লগার সম্পর্কে কিছুই জানতামনা....। আমি তার অপ্রাসংগীক মন্তব্য এড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু ঐ আইডি থেকে বারবার আমাকে অপ্রাসংগীক মন্তব্য করেই যাচ্ছিল! যদিও মডারেটর তার মন্তব্যগুলো ডিলিট করে দেয়- তবুও আমি আবারও ব্লগ থেকে ৪ মাস দূরে থাকি। চার মাস পর আবার যখন ব্লগে ফিরি- তখনই একই ভাবে আমাকে আক্রমন করে মন্তব্য করতে থাকে! এখন পর্যন্ত সোনা আইডি থেকে আমার পোস্টে করা ১৮ টি মন্তব্য মডারেটর স্বপ্রনোদিত হয়ে ডিলিট করে দিয়েছে। এছাড়াও আমার বিভিন্ন পোস্টে সোনা সিন্ডিকেটের করা প্রায় ২০ টি মন্তব্য ডিলিট করেছে। অতঃপর আমি বাধ্য হয়ে সোনা আইডি'র কমেন্ট ব্লক করি। তারপর আমি যখন অন্য কোনো ব্লগারের পোস্টে কোনো মন্তব্য করি- সেখানে আমার মন্তব্য কপি করে সোনা চক্র বিভিন্ন নোংরা মন্তব্য করতে শুরু করে। এর পর বাধ্য হয়েই আমি সোনা আইডির বিরুদ্ধে কিছু মন্তব্য করেছি।

ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৪

নিমো বলেছেন: আপনাকেও আন্তরিক স্বাগতম! আমার মত সামান্য একজনের জন্য এত বড় ডিস্ক্লেইমারস দেয়ার দরকার ছিল না। তারপরও দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আপনার সাথে যা ঘটেছে, তার আর পুনরাবৃত্তি না হোক, এটাই চাই। ব্লগটাকে আমি বাগানের মত দেখি। এখন এখানে কে গাছ হবে আর কে আগাছা, তা সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। বাগানের মালী যদি কারও মূলোৎপাটনের সিদ্ধান্ত নেয়,সেটাও দিন শেষে মেনে নেয়া সবার দায়িত্ব। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৬

দোয়েল২ বলেছেন: সুন্দর চয়েস।

বিনিত জিজ্ঞাসা: মোডারেটরের কাজ কি শুধু নির্বাচীত পাতায় কোন লিখা যাবে তা মননীত করা?
''মদ খায়ে লিখেছেন'', ''গান্জা খায়ে লিখেছেন'' এধরণের মন্তব্যের বিরুদ্ধে একশন প্রত্যাশা করা
কি বেশী হবে?

ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৮

নিমো বলেছেন: view this link

১৯| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই পোস্টটি তৈরী করতে আপনি অনেক সময় ব্যয় করেছেন। মডু হতে হলে অনেক সময় ব্যয় করতে হবে।

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৯

নিমো বলেছেন: এটা সময়ের দাবি হিসেবে লেখা হয়েছে। এর বেশি কিছু না। কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

২০| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

বর্তমান মডারেটর কি পদত্যাগ করছেন?

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২১

নিমো বলেছেন: রাজীব নুর বলেছেন: বর্তমান মডারেটর কি পদত্যাগ করছেন?
জ্বি,করছেন।

২১| ১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! এভাবেই চালিয়ে যান। + +
পরের পর্বটি দেয়ার সময় হয়ে গেছে। (কিংবা পার হয়ে যাচ্ছে! :) )

১৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২

নিমো বলেছেন: খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! এভাবেই চালিয়ে যান। + +
কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য আপনাকে আন্তরিক ও অশেষ ধন্যবাদ।

খায়রুল আহসান বলেছেন:পরের পর্বটি দেয়ার সময় হয়ে গেছে। (কিংবা পার হয়ে যাচ্ছে! :) )
জ্বি, শীঘ্রই দিয়ে দিব। আপাতত কাজের চাপে চিড়ে-চ্যাপ্টা অবস্থা।

২২| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক আপনি প্রথম যথাযথভাবে উত্তর দিয়েছেন সেজন্য ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৯

নিমো বলেছেন: আপনাকেও আন্তরিক স্বাগতম! কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

২৩| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



গল্পকার অপু তানভীর আপনাকে বেশ বড় একটা দায়িত্ব দিচ্ছেন, কপিপেষ্ট খুঁজতে; উনার গল্পগুলো দেখবেন তো! উনার ভুতপেত্নী নিয়ে গল্পগুলো সম্পর্কে আমার সন্দেহ আছে।

উনার পোষ্টে আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে আজীবন; সেজন্য আপনার পোষ্টে কমেন্ট করলাম।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩১

নিমো বলেছেন: সোনাগাজী বলেছেন:গল্পকার অপু তানভীর আপনাকে বেশ বড় একটা দায়িত্ব দিচ্ছেন, কপিপেষ্ট খুঁজতে; উনার গল্পগুলো দেখবেন তো! উনার ভুতপেত্নী নিয়ে গল্পগুলো সম্পর্কে আমার সন্দেহ আছে।
হা হা হা! যাই বলুন না কেন, কপি-পেস্ট করাটা অন্যায়, সেটা যেই করুক। এটাও ঠিক যে, এই সুযোগ কাজে লাগিয়ে রাজীবকে ঘায়েল করার একটা চেষ্টাও চলছে।

২৪| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কষ্ট করে না, আগ্রহ নিয়ে পোষ্ট ও কমেন্টগুলো পড়লাম। ভাল লেগেছে।
ব্লগ বীক্ষণ ধারাবাহিকভাবে চলুক। এতে সামুতে একটি গতি আসবে আশা করি। কষ্ট করে হলেও অব্যাহত রাখুন।
সকলের মঙ্গল কামনা করছি।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৫

নিমো বলেছেন: জহিরুল ইসলাম সেতু বলেছেন: কষ্ট করে না, আগ্রহ নিয়ে পোষ্ট ও কমেন্টগুলো পড়লাম। ভাল লেগেছে।
আগ্রহ নিয়ে পোষ্ট ও কমেন্টগুলো পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে, আমারও ভালো লাগল।

জহিরুল ইসলাম সেতু বলেছেন:ব্লগ বীক্ষণ ধারাবাহিকভাবে চলুক। এতে সামুতে একটি গতি আসবে আশা করি। কষ্ট করে হলেও অব্যাহত রাখুন।
ধারাবাহিক করার ইচ্ছা থাকলেও, কাজের চাপে পেরে উঠছি না। বড্ড বেশি আশা করে ফেলেছেন, আমি সামান্যজন। আপাতত ছুটি নেই। আগামী সপ্তাহ পুরোটাই কর্মব্যস্ত থাকব। দেখি অব্যাহত রাখতে পারি কিনা। আপনিও কুশলে থাকুন।

২৫| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



কপিপেষ্ট নিয়ে এদের কোন সমস্যা ছিলো না, রাজিবকে টার্গেট করে উহা আবিস্কার করেছে।

৩০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

নিমো বলেছেন: রাজীব দীর্ঘদিন ধরেই কপি-পেস্টের অন্যায়টা করে যাচ্ছিল বলেই, কেউ কেউ সুযোগটা নিতে পেরেছে। আপনিতো অর্থনীতি অর্থনীতি করেন, ম্যালথাসের নাম শুনেছেন নিশ্চয়ই। রাজীব তার কৃতকর্মের সাজাটা পেয়েছেন তবে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায়।

২৬| ৩০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মিরোরডডল বলেছেন:




সোনাগাজী বলেছেন:

কপিপেষ্ট নিয়ে এদের কোন সমস্যা ছিলো না, রাজিবকে টার্গেট করে উহা আবিস্কার করেছে।


যদি হয়েও থাকে, এতে ভালো ছাড়া খারাপ কিছুতো হয়নি । যেকোনো কিছুইতো কাউকে না কাউকে দিয়ে শুরু হয় । তাকে কেন্দ্র করে শুরু হলেও যদি সামু ব্লগ কপি পেস্ট মুক্ত হয়, অন্যসব ব্লগারাও সচেতন হয়, রাজীবের এই কৃতিত্বের জন্য না হয় তাকে একটা বিশাল থ্যাংকস !

খেলাঘর ভেবে দেখবে, বাংলাদেশে কোন একজন বিখ্যাত দুর্নীতিবাজকে টার্গেট করে যদি জনগন আন্দোলন করায় তার দুর্নীতি বন্ধ হয়, সাথে অন্যদেরকেও ক্রমানুসারে আইনের আওতায় আনা হয়, তখন বাকি দুর্নীতিবাজরাও চোখের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেখলে সচেতন হবে । এভাবে দুর্নীতি কমে গেলে এটা কি দেশের জন্য মঙ্গল নয় !


৩০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

নিমো বলেছেন: poetic justice সবার জন্যই প্রযোজ্য। সে আপনি রাজীবই হোন আর যেই হোন।

২৭| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনি এডমিন, কাল্পনিক_ভালোবাসার শেষ পোষ্ট 'কুত্তা কালাম'এর উপর যেই লেখাটির লিংক দিয়েছেন, আমি সেটা পড়েছি; আমি বিডি নিউজে ঐ লেখকের ২/১ লেখা আগে পড়েছি; কিন্তু এবারের লেখায়, আমার লেখার সাথে (আমার চাঁদগাজী নিকের ) কিছুটা মিল দেখলাম।

০২ রা মে, ২০২২ সকাল ৭:৪১

নিমো বলেছেন: এটা হওয়ার সম্ভাব্য কিছু কারণ হতে পারে-
১।'great minds think alike'
২।উনি ব্লগের সাম্প্রতিক CP-22 ভাইরাসে আক্রান্ত হয়ে লেখাটি লিখেছেন
৩।আরও এবং আরও...

আপনার এই সংক্রান্ত কোন অভিযোগ থাকলে বিডিনিউজ এবং কপিরাইট কর্তৃপক্ষ বরাবর জানাতে পারেন।

২৮| ০২ রা মে, ২০২২ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: দরুন তো!!
আজকাল সংকলন পোস্ট পাওয়া মুশকিল।

আর নির্বাচন করার কারণ বলেছেন। এখানে নতুনত্ব পেলাম।
আশাকরি এটা সময় পেলে আবারো করবেন।

শুভকামনা।

০২ রা মে, ২০২২ রাত ১১:২১

নিমো বলেছেন: বিজন রয় বলেছেন: আশাকরি এটা সময় পেলে আবারো করবেন।
আপাতত ছুটি নেই। এই সপ্তাহ পুরোটাই কর্মব্যস্ত থাকব। দেখি করতে পারি কিনা।কষ্ট করে আমার পোস্ট পড়ে মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

২৯| ১১ ই মে, ২০২২ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: তাহলে নতুন পোস্টটা দিয়ে ফেলুন।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:৫৮

নিমো বলেছেন: আমার মত অভাজনের প্রতি এতটা আস্থাশীল হওয়ার জন্য, আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আসলে ভীষণ ব্যস্ত (অবশ্য অজুহাত হিসেবে এটা দিতে চাই না, ব্যস্ত কেই বা নয়)। তবে প্রতিষ্ঠান, পরিবারের পরে আর ব্লগে দেয়ার মত সময় বা মানসিকতা থাকে না।

৩০| ২৬ শে মে, ২০২২ সকাল ১১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সংকলন / পর্যবেক্ষণ মূলক পোস্ট নিয়মিত হলে ব্লগ জমে যায়। অনেকদিন এই ধরণের পোস্ট পাওয়া যায় না। কষ্টসাধ্য ব্যাপার। নিয়মিত ব্লগ পড়তে হয়।
সবারই পারে না।
অনেক ধন্যবাদ আপনাকে। মে মাসের ব্লগ বীক্ষণ পাবো নিশ্চয়।
ভালো থাকবেন। .

০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:৫৬

নিমো বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। মে মাসের ব্লগ বীক্ষণ পাবো নিশ্চয়।
ভালো থাকবেন। .

আমার মত অভাজনের প্রতি এতটা আস্থাশীল হওয়ার জন্য, আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আসলে ভীষণ ব্যস্ত (অবশ্য অজুহাত হিসেবে এটা দিতে চাই না, ব্যস্ত কেই বা নয়)। তবে প্রতিষ্ঠান, পরিবারের পরে আর ব্লগে দেয়ার মত সময় বা মানসিকতা থাকে না। আপনিও ভাল থাকুন আপনার লক্ষীছানা নিয়ে।

৩১| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৪:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এতোদিন কই ছিলেন?

০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:৪৭

নিমো বলেছেন: স্বস্থানে, যথাস্থানে

৩২| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২২

আরাফাত৫২৯ বলেছেন: আরে আমার পোস্ট স্থান পাইছে! আজকেই খেয়াল করলাম। অনেক ধন্যবাদ।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৮

নিমো বলেছেন: আপনার লেখার গুণেই পেয়েছে। সেই সাথে এই লেখা সহ বাকি সব লেখাগুলোকে স্থান দিতে পেরে আমিও কারও কারও নজরে (সু, কু, বদ ও আরও নানা প্রকার) স্থান নিতে পেরেছি। আপনাকে আন্তরিক স্বাগতম! ভালো থাকুন।

৩৩| ১৯ শে জুন, ২০২২ রাত ১:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার একটাও পোস্ট নেই।

২৪ শে জুন, ২০২২ সকাল ৯:৩৮

নিমো বলেছেন: আপনি Oct 31 = Dec 25 নিয়ে একটা পোস্ট দিন।

৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নিমো আছেন ?
বছর কিন্তু শেষ। বছর শেষের সংকলন কি আসছে ?
ভালো থাকবেন। সুস্থ্যতা কামনা করি।

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: আপনি বলেছেন ব্লগের জন্মলগ্ন থেকেই আছেন। অথচ আপনার এই নিকের বয়স ৬ বছরের বেশি মাত্র। তাহলে আপনি আগে কি অন্য কোন নিকে ছিলেন। সেটা কি নিমো ছিল না অন্য? সেটার লিংক দিন।

এই পোস্ট দিয়ে আর পোস্ট নাই, অন্য পোস্ট গুলো কি ড্রাফ্ট করেছেন?

যাহোক, নতুন পোস্ট দিয়ে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.