নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদী হাসান। আমি ব্লগিং করতে ভালবাসি। আমি বিশ্বকে একটু একটু করে জানতে ও জানাতে ভালবাসি। পৃথিবী অপার রহস্যময়। চলুন রহস্যময় পৃথিবীকে জানি ও অপারকে জানাই। এজন্য আমার সাথে কানেক্টেট থাকুন।

Mahedi Hasan Net Pagla

আমি মেহেদী হাসান। ব্লগিং করতে ভালবাসি।আমি বিশ্বকে একটু একটু করে জানতে ও জানাতেও ভালবাসি। পৃথিবী অপার রহস্যময়। আসুন রহস্যময় পৃথিবীকে আমরা জানি ও অপরকে জানাই। এজন্য আমার সাথে কানেক্টেট থাকুন। ধন্যবাদ

Mahedi Hasan Net Pagla › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন কিভাবে ত্রাটক সাধনা করতে হয় ? ত্রাটক সাধনা ব্লাক ম্যাজিক বা কালো যাদু শিক্ষা

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫০

প্রথমে ভিডিওটা দিলাম। ভিডিওটা দেখে নিন। তারপর বিস্তারিত বলছি....

https://youtu.be/aA8EVXzIHUs
চলুন এখন বিস্তারিত জেনে নেই.....
আমারর কাছে অনেকে যানতে চেয়েছে
যে,ত্রাটক টা আসলে কি? এবং এটা দিয়ে কি
করাযায়?আসলে খুবঅল্প কথা এটা বলা যে
কারপক্ষে মুশকিল আমার পক্ষেও তাই,তবে
এতোটুকু বলবো যারা বাংলাদেশে
কোয়ান্টামশিখেছে তাদের বুঝতে কিছুটা
শুবিধাহবে যে কোয়ান্টাম মেথডেরসাথে
ত্রাটকের কিছু সাদৃশ্য রয়েছে।তবে আমাদের
দেশে সবকিছুতেই রয়েছে ভেজাল যেমন
কোয়ান্টামের শক্তি সর্ম্পকে বলতে গেলে’ই
তা শেষ করা যাবে না। কিন্তু আমাদের দেশে যে এ্যঙ্গেলে কোয়ান্টাম প্রশিক্ষণ
দেওয়া হয় তা মুলত কোন ব্যক্তির শক্তিস্বত্বাকে একটি খাচার ভিতর বন্দি করে
তাকেনির্দিষ্ট একটি গন্ডির মধ্যে পরিপূর্ণ
ভাবে আবদ্ধ রাখা হয়, যা থেকে সে আর
বের হতেপারে না এবং তার শক্তির কোনব্যবহার সে করতে পারে না। তবে আমাদের
দেশের জন্য হয়তো এটাই ঠিক কারন এখানে
যদি কেউ কোয়ান্টামের ভিডিও দেখুন করে তার নিজের
শক্তি ব্যবহার করার ক্ষমতা অর্জন করে তবে
সে হয় মহামানব হবে নতুবা হবে সাক্ষাৎ
শয়তান।তাই সমাজ ও দেশের মঙ্গলের জন্য
এটাই হয়তো ঠিক প্রশিক্ষণ কৌশল। যা হোক
ত্রাটক সর্ম্পকে আমি সাধারনত বলতে পারি
পূর্ব কালের মনি ঋষিগন যে চিনতিব্বতের
সাধক গন যে গোপন সাধনার দ্বারা সমস্ত
অলৌকিককর্ম সম্পাদন করতেন তার
আধুনিকায়ন হচ্ছে ত্রাটক।এই বিদ্যা যদি
আপনি আয়ত্বকরতে পারেন তবে আপনি আর
সাধারনমানুষ থাকবেন না। এখানে একটি
বিষয় বলে রাখা ভালো- যে কোনসাধনায়
আপনি যদি পরিপূর্ন ভাবে সমাপ্ত করতে
না পারেন তবে তা আপনার কোনই
কাজেআসবে না। ফলাফল শুন্যের
কোঠায় কিন্তু ত্রাটক এমন একটি বিদ্যা
যা শিখলে এক সপ্তাহেরব্যবধানে
আপনি অনেক কিছু করতে পারবেন যা
আপনার কল্পনারবাইরে আর সর্ম্পূণ
শিখতে পারলে তো হয় আপনি মহামানব
নতুবা শয়তান হবেন এটা নিশ্চিত তবে
আমাদের এখানে আমাদের সার্কেলে
কেহই আজঅব্দি সর্ম্পূণ শেষ করতে
পারে নি- কারনটা অবশ্য প্রতিজনার
নিজেস্ব। তবে আপনি যদি প্রচন্ড
জেদি ধৈর্যশীল হয়ে থাকেন তবে আপনি
হয়তো পারতেপারেন। তাহলে শিখে নিন ত্রাটক। এই ভিডিওটার মধ্যে ত্রাটক সাধনার নিয়ম কানুন অাছে।তাহলে ভিডিওটা দেখুন
আরএটা শিখলে
আপনি কিকি পারবেন
♥ আপনি আপনারস্বানির্ধে আসা যেকোন ব্যাক্তির মনেরকথা বলতে
পারবেন।
♥আপনি আপনার সামনে বসে,শুয়ে
থাকা অসুস্থ্য ব্যক্তির জটিল সমস্যাযেমন তিব্রব্যাথা, অনিদ্রা,
প্রচন্ড মল বা মুত্রের চাপ থেকে মুক্তি
দিতে পারবেন।
♥আপনি যে কোন ব্যক্তির মনোদৈহিকসকল অসুখ সারিয়ে তুলতে পারবেন।
আপনি দুরে দাড়িয়ে অন্যেরঅলক্ষে
কোন ব্যক্তিকে (মহিলা বা মেয়ে )
ডাকতে বা তার গাঁথেকে কাপড়
ফেলেদিতে পারবেন।
আপনি স্বপ্নের। মাধ্যমে যেকোন
ব্যক্তির কাছে কোনখবর বা ম্যাসেজ
পাঠাতে পারবেন।।
আপনি যেকোন প্রানী বা ব্যক্তিকে
আকর্ষিতকরতে পারবেন।
আপনি আপনার ঘুমনিয়ন্ত্রন করতে
পারবেন।
আপনার শরিরকেকরতে পারবেন
সর্ম্পূন বায়োলজিক্যলঘড়ি।
আপনার শরিরের যাবতিয় ব্যথাবেদনাকে নিজেই নিয়ন্ত্রনকরতে
পারবেন।
আপনি মহিলাদের গর্ভপাত বা গর্ভ
সমস্য (উল্টো প্রসব ) নিমিষেই
স্বাভাবিক করতে পারবেন।
শরিরের রক্তপাত নিজেই নিয়ন্ত্রন
করতে পারবেন।
যেকোন অবুঝ প্রানীকে বশ্যতাস্বিকার করাতে পারবেন।
অবিরাম কোন পরিশ্রমপূর্ন কাজ করার
পরেও অ - ক্লান্ত থাকতে পারবেন।
♥আপনার মুখস্তশক্তিকে 10 জন
ব্যাক্তিরসমান করতে পারবেন।।
♥আপনি ভ্রমনরত অবস্থায় আপনারবাহনকে দুঘর্টনামুক্ত রাখতে
পারবেন।
আপনি অপরব্যক্তিকে আপনাকে কল
মেইল বা চিঠি দিতে বাধ্য করতে
পারেন।।
♥আপনি কোনব্যাক্তিকে দিয়ে
ভবিষ্যতে কোনদিন কোন নির্দিষ্টসময় কোন নিদির্ষ্ট কাজ করাতে
পারেন।।
♥আপনি চাইলেইকারও ক্ষতি হবে
চাইলেই কারও ভালো হবে।
আপনার মুখ থেকে বেরহওয়া প্রতিটি
কথাই [সাঠিক না হলেও] সঠিক হবে।]
♥আপনার সর্ম্পকে যেব্যাক্তি খারাপ
চিন্তা করবে তারনিজরেই অমঙ্গল
হবে।
♥আপনি লোকেরকাছে আদরনীয় হতে
পারবেন।।
আপনার ব্যবসাপ্রতিষ্ঠানের ক্রমেই
উন্নতি এবং চরম উন্নতি করতে
পারবেন।।
দুজোনব্যাক্তির মধুর সর্ম্পক্য আপনি
নিমিষেইনষ্ট করতে পারবেন।
বাস ট্রেন বা লঞ্চ,নৌকা আপনি
চাইলেযে কোন স্থানে থামাতে
পারবেন।।
♥আপনার শরিলের তাপমাত্রা [ঠান্ডা বা
গরম লাগা]আপনি নিজেই নিয়ন্ত্রনকরতে পারবেন।
সর্বপরি আপনি এমন কিছু অনায়েসেই
করতে পারবেন যা আপনি হয়তো
স্বপ্নেও কখনো ভাবেন নাই।।
সুতরাং এতক্ষন আমরা অনেক কিছু জানলাম। আরো বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে ত্রাটক সাধনা করতে হয়। ত্রাটক সাধনার নিয়ম বা পদ্ধতি। তাই দেখতে ভুলবেন না

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১

Mahedi Hasan Net Pagla বলেছেন: ভাল পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.