![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.
অনেককাল আগে এক রাজ্যে মাকড়কে (মাকড়শা) বেশ সম্মান করা হতো। মাকড় মারা যে কেবল ভয়াবহ অন্যায়ই ছিল তাই শুধু না, মহাপাপ বলেও পরিগণিত হতো। তো একদিন রাজ্যের মন্ত্রী এসে রাজামশাইকে বললেন, "মহারাজা, মাকড় মারিলে কি হয়?" রাজা শুনে সামনে এগিয়ে হুংকার দিয়ে বললেন, "মাকড় মারা!!! ইহা তো ভয়ানক পাপ। মহাপাপ। তা কোন নরাধম এহেন পাপকার্য সমাধা করিয়াছে?" তখন মন্ত্রী বললেন, "আজ্ঞে মহারাজ, আপনার ছেলে।" রাজা তখন পুনরায় সিংহাসনে হেলান দিতে দিতে বললেন, "ধুর, মাকড় মারিলে ধোকড় হয়।"
আর এভাবেই মুসলমানদের ব্যাপারে বিচার-বিবেচনার নির্লজ্জ পরিবর্তন আজ সারা বিশ্বে হচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বৈধ দাবী সন্ত্রাসী বুলি, আর ইসরাইলের অবৈধ বসতি স্থাপন সময়ের দাবী!!! ব্রিট সিংহাসনের নতুন অতিথি নিয়ে তুলকালাম কাণ্ড আর ওদিকে হাজার হাজার নিস্পাপ ইরাকি, ফিলিস্তিনি শিশুদের মৃত্যু কিছুই না, জাস্ট সন্ত্রাস দমনের 'মহান কার্য' সম্পাদন করতে গিয়ে এরকম একটু আধটু তো হতেই পারে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরকে শৌর্য দিবস হিসেবে মহাসমারোহে পালন করা নিয়ে কারো কোন মাথাব্যথা নেই বরং এদিন মহানন্দে হনুমান চল্লিশা পাঠের আয়োজন করা হয়; ওদিকে ৪৬৫ বছরের পুরাতন বাবরী মসজিদ হারানোর দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ের কোন দাম নেই। গুয়ান্তানামো বেতে 'মানবাধিকারের' উপর স্পেশাল কোর্স হয়; অন্যদিকে শত শত বোমা আর হাজার গুলির বিপরীতে নিজ অস্তিত্ব রক্ষায় একটি স্বল্পপাল্লার রকেট নিক্ষেপ মানবের মৌলিক অধিকারের উপর চরম হস্তক্ষেপস্বরূপ বিবেচিত হয়। সোহরাওয়ার্দী আর চন্দ্রিমা উদ্যানে গিয়ে 'ঐসব কাজ' না করলে আধুনিকতা মেইনটেইন করা যায় না; আর শালীনতার জন্য হিজাব পড়লে সেটা বাঙ্গালিয়ানার বরখেলাপ হয়ে যায়???? যেকোনো অন্যায়, অন্যায্য, সন্ত্রাসীকর্ম নিন্দনীয়, বর্জনীয়, ঘৃণ্য তা সে যেই করুক না কেন। কিন্তু তা সর্বদা ''মাকড় মারলে ধোকড় হয়'' এই নীতিতে হবে কেন???? সব বৈপরীত্যের পথযাত্রা কি কেবল মুসলমানদের ক্ষেত্রেই বেশী মাত্রায় হয় বা হচ্ছে????
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভালো কথা বলছেন, ব্রাদার।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহারাজ হবার খায়েশ ভুলে গেছেন যে,
তাইতো, নাপতে মহারাজ হয়ে জনতার উপর ক্ষুর চালাচ্ছে!!!
কে নির্ধারন করবে নীতি? এই চিন্তাও যাতে আপনার মাধায় না ঢোকে সেজন্য তৈরী হচ্ছে ডিজুস জেনারেশন, ভোগবাদী জেনারেশ, কর্পোরেট ক্রীতদাস জেনারেশন- চারটে খেয়ে পড়ে মাথা গুজে তেলাপোকার মতো বেঁচে! থাকাই সারভাইব করা!!!!
তবে আর কি!
বিপ্লব হারিয়ে যাবে! কৃতদাসেরা যতদিন না জেগে উঠবে!