![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.
মনটা ভালো; আবার ভালো না-সেটাও বলা যায়। আমি সাধারণত আমার যেকোনো লিখা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি; তারপর সেটাকে পিডিএফ করে রাখি এবং শেষতক সেই ওয়ার্ড ফাইল থেকে সোজা কপি-পেস্ট করে এখানে। কিন্ত আজ সরাসরি এখানে লিখছি। জানি কেউ পড়বে না আমার এই লিখাটা। ক্রমাগত পোস্ট আসতে আসতে একসময় পোস্টের অতল তলে হারিয়ে যাবে লিখাটা। আমি মাঝে মাঝে চেক করবো কেউ দেখলো কিনা। কেউ দেখেনি দেখে হতাশ হয়ে কিংবা মন খারাপ করে নতুন একটা ট্যাব খুলে ফেসবুকে ঢুকে পড়বো; অথবা সামনের মিডটার্মের জন্য দুঃখভারাক্রান্ত মনে পড়তে বসবো। সিলেবাস অনেক বড় তাই মিডটার্মের উপর মেজাজ বেজায় খারাপ, তারচেয়ে বেশী মেজাজ বিগড়ে আছে মিডটার্ম নেবেন যে ম্যাডাম তার উপর। প্রথম মিডটার্মের মার্কস ছিল ১০ অথচ টপিকস একটা। আর এখনের মিডটার্মের মার্কস ৭.৫ কিন্তু টপিকস দুইটা। আগেরবারের তুলনায় দুই ডাবল।
আমি হলে থাকি। পাচ্যের অক্সফোর্ড আমার বিদ্যাপীঠ। আমি যে হলে থাকি সেটা মেধাবীদের হল। বিজ্ঞান বিভাগ অর্থাৎ যাকে ভর্তি পরীক্ষার সময় 'ক' ইউনিট বলে সেই বিভাগের প্রথম সারির মেধাবীরা আমার হলের ছাত্র। এখানে জ্ঞানের চর্চা হয় তুলনামূলকভাবে একটু বেশী। রাজনৈতিক ডামাডোল এখানে তেমন একটা নেই। আমার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিরুপদ্রব হল আমার হল। কিন্তু ইদানীং এটাও অস্থির হয়ে আছে ভবিষ্যতের অশনি সংকেতের অপেক্ষায়। সবাই সামনের দিনগুলোর জন্য চিন্তাযুক্ত। আমার মতো যারা রাজনীতির ধার ধারে না তাদের কপালের ভাঁজটা আবার একটু বেশী। কারণ এই বেচারা পাবলিকগুলা দুই পক্ষের (কখনো কখনো তিন পক্ষের) মাঝে পড়ে ডাবল ডলা খায়। না পারে কোন পক্ষরে মারতে, না পারে মার থেকে বেঁচে থাকতে। তবে সবাই যে মার খায় তা কিন্তু না। আমি মার খাবো কিনা বুঝতে পারছি না।
মাঝে মাঝে মনে হয় রাজনীতি করি। কিন্তু এখন যারা হলে রাজনীতি করে তাদের কোন মেরুদণ্ড নেই। কোন নীতি নেই। সবাই আছে খাওয়ার ধান্দায়। তাই গোবেচারা ছাত্র হয়ে না থেকে আর কোন উপায় নেই। ইদানীং কি যে হয়েছে...... আগে সময় পেলেই ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে পড়তাম। কোন দৃশ্য ভালো লাগলে তুলে ফেলতাম। তারপর ফেসবুকে আপলোড এবং কয়েকজনের লাইক, অল্প কয়েকজনের কমেন্ট পেয়ে মন ভালো করতাম। আমি ছবি খুব একটা খারাপ তুলি না। কিন্তু আজকাল ছবিও তুলতে মন চায় না। ব্যাগে ক্যামেরা থাকে, অথচ সুন্দর একটা মুহূর্ত খেয়ালে হারিয়ে যায় চোখের সামনে দিয়ে। আমি হলের যে রুমে থাকি তার পাশে একটা বিশাল গাছ আছে। আমার রুমের বারান্দা থেকে অনেক সুন্দর একটা ছবি আসবে গাছটার, কিন্তু আজ প্রায় বছরখানেক হয়ে গেলো ছবিটা তোলাই হল না।
লিখাটা শুরুর আগে একটা চিন্তা মাথায় ছিল। দেখি কতক্ষণ লিখাটা চালাতে পারি। কিন্তু একটু আগে একটা ফোন পেলাম। বাইরে যেতে হবে। না গিয়ে উপায় নেই। তাই এখানেই লিখার ইস্তফা দিতে হচ্ছে। আজকের হরতালের কারণে হলের পাশ দিয়ে একটু পর পর পুলিশের গাড়ী আসছে আর যাচ্ছে। কাল নোটিশ বোর্ডে দেখলাম আমাদের হলে নাকি পুলিশের রেইড হবে। অছাত্র যারা তাদের হল থেকে বের করে দিবে। অনাবাসিক ছাত্রদেরও বের করে দেওয়া হবে। আমার অবশ্য এইসব ব্যাপারে কোন ভয় নেই। আমি ছাত্র এবং আবাসিক ছাত্র। পুলিশ আমার কাছে আসলে বলবো, "হাই, আঙ্কেল, হাউ আর ইউ, টেক অ্যা ভিউ (অ্যাট মাই কার্ড)
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: মন একটু আগে এমনিতেই ভালো হয়ে গেছে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
টোকাই সিকদার বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: এই ইমোর বিপরীতে কি কমেন্ট করবো বুঝতেছি না।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
অপার্থিব কাব্য বলেছেন: এই যে পডলুম আমি! এবং সামুতে আমার প্রথম কমেন্ট টাও করে দিলাম! :p
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনার জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা ধন্যবাদ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: হা হা লাস্ট লাইনটা পড়ে হাসছি ভাইয়া!
আমিও পড়লাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ওহ! হাসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
নেক্সাস বলেছেন: আমি পড়লাম.....
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন:
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
তানভীর আরিফ বলেছেন: আমিও পড়লাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মাক্স বলেছেন:
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: উত্তর হয়তো পাবো না; কিন্তু তাও করি
কেন?
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও পড়েছি। ধন্যবাদ; পোস্টের জন্য
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেবার জন্য......
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
রাতুল_শাহ বলেছেন: পড়লাম।
জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন।
কথাটার মানে বুঝলাম না রাতুল ভাই।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আমার ইউনির ছোট ভাইয়া ...
আপনার লেখা পড়ে অনেক কিছু মনে পরে গেল ...
আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আগের সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়িয়ে দেবার জন্য আমি আমাকে ধন্যবাদ দিচ্ছি।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
কালোপরী বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন:
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
খেয়া ঘাট বলেছেন: আপনার লিখাটি আমার খুউব ভালো লেগেছে ।
লিখার স্টাইল দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক মেধাবী।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ.........
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
মামুন রশিদ বলেছেন: পড়লাম
আবার যেন পড়তে পারি তাই অনুসরণে নিলাম ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কিন্তু পিছে তো কেউ নাই ভাই......
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪
তারছেড়া লিমন বলেছেন: সম্পূর্ণ পড়লাম.................মনের কথা গুলো দারুন ভাবে ব্যক্ত করেছেন++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ.........
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ঢাবির হলে সবচেয়ে মানবেতর জীবন যাপন করে রাজনৈতিক ইনবল্বমেন্ট নাই যাদের তারা। একটু সাবধানে থাকবেন।
পুরানো স্মৃতি মনে পড়ে গেল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: এইসব তথাকথিত ছাত্রনামক রাজনীতিবিদদের ব্যাপারে আমার একটা দাওয়াই আছে। আল্লাহ্ তায়ালার রহমতে এখন পর্যন্ত এই দাওয়াই দিয়েই ভালোভাবে টিকে আছি, এবং আরো থাকতে পারবো, ইন শা আল্লাহ্।
আর আপনাকে ধন্যবাদ মূল্যবান কথার জন্য।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫১
পড়শী বলেছেন: +++++্। আপনি অনেক ভালো লেখেন। লেখালেখি চালিয়ে যান, কেউ পড়ুক আর না পড়ুক। এক সময় সবাই পড়বে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: সেটা তো জানিই.........
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
আহমেদ আলিফ বলেছেন:
আমি পড়লাম ! মন ভালো হয়েছে ?