![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.
এই ডুডলটি গত বছর আগস্টের ১০ তারিখ লন্ডন অলিম্পিকের সময় দেওয়া হয়েছিল। দেখেন তো কে কত গোল ঠেকাতে পারেন? আমি খুব একটা ভালো করতে পারি নাই। মাত্র ৪৪টা গোল ঠেকাতে পেরেছি।
পেনাল্টি শটআউট ঠেকাতে হবে। কমলা জার্সি পরা একজন খেলোয়াড় পেনাল্টি শট করবে। নীল জার্সি পরা আমার কাজ শুধু ডানে-বায়ে অথবা লাফ দিয়ে শট ঠেকানো। ডানে-বায়ে সরার জন্য কীবোর্ডের লেফট-রাইট বাঁটন আর লাফ দেওয়ার জন্য স্পেসবার চাপ দিতে হবে। মাউস দিয়েও খেলা যায়। প্রথমদিকে আস্তে শট হয়। ধীরে ধীরে শট নেওয়ার গতি বাড়তে থাকে। আপনি যদি তিনটা শট ঠেকাতে ব্যর্থ হন তো খেল খতম।
গুগল ডুডলে ফুটবল
কে কয়টা ঠেকাতে পেরেছেন জানাবেন কিন্তু...... যেহেতু এটা অলিম্পিক টুর্নামেন্টের সকার তাই গোল ঠেকানোর উপর ভিত্তি করে আপনাকে স্বর্ণপদক দেওয়া হবে। সর্বাধিক তিনটা গোল্ড মেডাল পেতে পারেন আপনি। আমি দুইটা পেয়েছি। আপনাদের কেউ যদি তিনটাই গোল্ড পান তো অবশ্যই জানাবেন। কারণ, আপনাকে দেখে ধন্য হতে হবে না.........
*সবার জন্য দুইটা প্রশ্ন*
১/ লন্ডন ২০১২ অলিম্পিকে সকারে ছেলেদের আর মেয়েদের বিভাগে কারা কারা গোল্ড মেডাল পেয়েছিল?
২/ আর কারা কারা সিলভার পেয়েছিল?
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২১
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আহেন
২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯
মাইন রানা বলেছেন: ৯ টা!!!
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আরো তো পারার কথা
৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
ভণ্ড বাবা বলেছেন: ৩৫
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন:
৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৩৫
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন:
৫| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭
মাইন রানা বলেছেন: ২৮
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন:
৬| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ৪৫
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভালো পারছেন তো।
৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: প্রথমবার ২৮ টা আর দ্বিতীয়বার ৩৫টা
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভালো তো
৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৩
মেহেদী_বিএনসিসি বলেছেন:
এইরে কয় শয়তানের আছর......। কি সোন্দর পড়াশুনা করতে বইছি......ভুলে মাঝখানে সামুতে ঢুকে আপ্নার পুষ্ট দেখেই দে ক্লিক....। অখন মনে হয় ৫০টা গোল না ঠেকানোর আগে ওঠা হবেনা............এম্নিই ছুডো কালে আমি ভালা গোলকিপার আছিলাম
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনে তো মদ্য রাইতে পড়ার ফাঁকে আমার পুষ্টে ঢুইকা দে ক্লিক করছেন। আর আমি...... নিজের বলগে যখন খুশি তখন ঢুইকা দে ক্লিক কইরা মরার পড়ার বারডা বাজাইতাছি। এখন আমার পিএল চলতাছে মাগার পড়ায় তেমন মন নাইক্কা।
৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৬
খেয়া ঘাট বলেছেন: মেহেদী_বিএনসিসি বলেছেন: এইরে কয় শয়তানের আছর......। কি সোন্দর পড়াশুনা করতে বইছি......ভুলে মাঝখানে সামুতে ঢুকে আপ্নার পুষ্ট দেখেই দে ক্লিক....। অখন মনে হয় ৫০টা গোল না ঠেকানোর আগে ওঠা হবেনা............এম্নিই ছুডো কালে আমি ভালা গোলকিপার আছিলাম হাহাহাহাহহাহা। আমিতো খেলতেই পারছিনা। কারণ কি?
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমিতো খেলতেই পারছিনা। কারণ কি?
আমারও তো একই কথা--- কারণ কি?
১০| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৪
ইমানুয়েল নিমো বলেছেন: ধুর মিয়া। সময়ডাই নষ্ট ! আমি ঠ্যাকাইতে পারছি মাত্র ২ টা !!! আমারে দিয়া ফুটবল হপে না !!! গুগল মামা রে কন ক্রিকেট দিতে। সেঞ্চুরি হবে মাগার কুনু কতা হবে না !!
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন:
১১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: @@খোয়া ঘাট.......আপ্নে গিয়া বেজবল বা রাগবি ট্রাই মারেন.......সকার আপ্নের কম্ম না......
ধুর....বহুত টাইম লস করছি......মাগার ফিফটির দেখা পাইলামনা......৪৩ এ গিয়া আটকাইয়া গ্যাছি.........আজকার মতো আপাতত শেষ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দাড়ান আমি আইতাছি খেইলা!!!