![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.
রাজধানীর শনির আখড়া
গাবতলী বিআরটিসি ডিপো
গাবতলী বিআরটিসি ডিপোর পুড়ে যাওয়া দোতলা বাস
রাজশাহী শহরের বর্ণালীর মোড়
নাটোরের মাদ্রাসা সড়ক
হরতাল চলাকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক
চট্টগ্রামের কাজীর দেউরি এলাকা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
ছবি কথা বলে। একটা ছবি নাকি ভাব প্রকাশের ক্ষেত্রে ১০০০ শব্দের সমান। তাই আজ আর কথায় হতাশা ব্যক্ত করলাম না। কি আওয়ামী লীগ কি নিএনপি সবাই একই। এই দুই দলের হর্তাকর্তাদের কারোরই বোধহয় দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দরদ নেই। আর জামায়াত তো আলোচনাতেই আসার যোগ্য নয়। তারা দেশের ক্ষতি করবে না- এটা ভাবাই দুস্কর। বিরোধীদলীয় নেতার মতিভ্রম না কাটলে আরো দুই দিন দেশ ও জাতি হরতালের দুঃসহ যন্ত্রণা ভোগ করবে। কারো কারো যন্ত্রণা হবে আবার 'পোড়া কপালি' ডেল্টা গার্মেন্টের অপারেটর নাসিমার মতো, মরণ যন্ত্রণাতুল্য। আরো ধ্বংসযজ্ঞ, আরো ভাঙচুর, আরো অকালমৃত্যু, আরো অগ্নিসংযোগ, আরো অনেক অনেক দুঃখগাঁথা নিয়ে হয়তো আসছে আগামিকালের কাক ডাকা ভোর, স্নিগ্ধ সকাল, নির্জন দুপুর, ক্লান্ত বিকেল......
‘পোড়া কপালির’ শরীরও পুড়ল
১৯৯৭ সালে খান আতাউর রহমান এখন অনেক রাত নামের এক মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মুভিটির শেষদৃশ্যে পাগল হয়ে যাওয়া ফারুক একটা কথা বলতে বলতে পাগলাগারদ থেকে বেরিয়ে যায়--- আসাদ, শাব্বির, কামাল, তোরা কোথায়? এখনো যুদ্ধ শেষ হয়নি, এখনো ভোর হয়নি, এখনো অনেক রাত। রতন, শহীদ, আসাদ, শাব্বির, কামাল, তোরা কোথায়? কোথায় হারিয়ে গেলি? এখনো যুদ্ধ শেষ হয়নি, এখনো ভোর হয়নি, এখনো অনেক রাত। এখনো অনেক রাত।
আসলেই এখনো যুদ্ধ শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে হয়তো। এখন অনেক রাত।
ছবিগুলো bdnews24.com থেকে সংগৃহীত
©somewhere in net ltd.