![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.
নিচের ভিডিওটি বাংলালিংকের একটা বিজ্ঞাপনচিত্র। পরিচালক ফারুকীর বানানো এই বিজ্ঞাপনটি আমাদের গৌরবময় '৭১ এর উপর বিনির্মিত। অনেকেই আগে দেখেছেন এবং চোখের পানি ফেলেছেন। আবার না হয় ফেলুন।
'৭১ এর দুই ভাইবোন
ও আলোর পথযাত্রীরা, তোমরা আজ কোথায়, ভাই? দেশ আজ আবার বিপদের মুখে যে......
অপারেশন জ্যাকপটের মহিমান্বিত অধ্যায়
৩৫৪ সেকেন্ডে মুক্তিযুদ্ধ ও তার পটভূমি বর্ণনার সার্থক চেষ্টা করেছেন শামসুল আরেফিন নামের একজন মেধাবী তরুণ নির্মাতা। তবে এটি কোন বিজ্ঞাপন চিত্র নয়। অর্থাৎ শিরোনামের সাথে এটি এখানে প্রাসঙ্গিক না। কিন্তু এতো ভালো লেগেছে যে না দিয়ে আর পারলাম না।
1971, in 354 seconds
মানুষের বানানো বিভেদরেখা অভেদ বন্ধুত্বে কখনোই ভাঙন ধরাতে পারে না। আর আমি কেন জানি বয়োবৃদ্ধ মানুষের চোখের পানি সহ্য করতে পারি না, চোখে পানি চলে আসে।
Google Search: Reunion
হারানো প্রিয় মানুষকে হঠাৎ খুঁজে পেলে, তাকে হঠাৎ পেয়ে আবার হারিয়ে ফেললে, আবার হারিয়ে গেছে এই ভাবনার মাঝে আবার তার ডাক- এই অনুভূতির এই ত্রয়ী ভালোভাবেই এখানে দেখানো হয়েছে।
Grameenphone Stay Close: Railway station
বিয়ে হলেই কি মেয়ে পর হয়ে যায় মা-বাবার কাছে?
Grameen Phone Stay Close: Birthday
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও...... বাকিটুকু তুমি বিজ্ঞাপনেই দেখে নিও।
Grameenphone Stay Close: Friendship
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
Grameenphone Stay Close: মা
স্রোতের বিপরীতে যাওয়াটা সোজা না, কিন্তু ভিন্ন কিছু করতে হলে যেতেই হবে......
Never Stop Expedition
বাংলালিংকের দিনবদলঃ পদ্মা নদীর মাঝি
দিনবদলঃ জেলেজীবন
তবে সবার তরে একটা ছোট্ট অনুরোধ, আমাকে আবার কেউ বাংলালিংক বা গ্রামীণফোনের দালাল মনে করে বইসেন না যেন। জাস্ট ভালো লাগার জায়গা থেকে এগুলো সবার সাথে শেয়ার করা। বিজ্ঞাপনগুলো কিংবা '৭১ এর উপর নির্মিত তথ্যচিত্রটি অনেকেই দেখেছেন।
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫২
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ঠিকই বলেছেন, আরো কিছু তথ্য থাকলে ভালো হতো। এরপরের আর থেকে দেওয়ার চেষ্টা থাকবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দালাল মনে করার কি আছে? আপনি কিছু ক্রিয়েটিভ জিনিস শেয়ার করেছেন। দ্যাটস ফাইন। অনেকগুলো এ্যাডই দেখেছি। তবে এ্যাডগুলোর ব্যাপারে আরো কিছু তথ্য সংযুক্ত করলে আরো বেশি ভালো হত।