| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার ডিজিটাল ভারতের কঙ্কালসার দশাটা প্রকাশ পেয়ে গেল। যে দেশে ফোর জি কার্যত বিনা পয়সায় মেলে, সেখানেই কোনও মা-এর কাছে টাকা না থাকায় তাঁর মেয়ের মৃতদেহ কোলে নিয়ে রাত কাটাতে হয়। এমনই ঘটনা ফের সামনে এল। এবার উত্তরপ্রদেশের মেরাটে।
ইমরানা নামের এক কম বয়সের মা তাঁর মেয়ের মৃতদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। ওর বাড়ি হাসপাতাল থেকে ৫০ কিমি মত দূরে। সেইমত ও ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে। যাতে অ্যাম্বুলেন্সে করে ওর ছোট্ট মেয়েটার মৃতদেহ বাড়ি নিয়ে যেতে পারে। অ্যাম্বুলেন্সের লোকেরা তাঁর কাছে দেড় হাজার টাকা চায়। কিন্তু ওত টাকা সঙ্গে ছিল না ইমরানার। ও কাঁদতে কাঁদতে আবেদন করে যাতে মেয়ের দেহটা নিয়ে একটু কম টাকায় ওর বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু না, ফোর জি ফ্রি-তে মিললেও মানবিকতা মেলে না। তাই মেয়ের মৃতদেহ কোলে নিয়েই রাত কাটল ইমরানার। সকাল হতে টাকার জোগাড় করে সে বাড়ি ফেরে।–জি নিউজ।
#সংগৃহীত - See more at: Click This Link
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
নতুন বিশ্লেষক বলেছেন: এতটা কখনও করি নাই, তবে এই ছোট্র জীবনে মানুষের কম উপকার করি নাই।
(নিজেরটা নিজে বলা ঠিক নয় তারপরও বলতে হল) অাপনার কমেন্টের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
পবন সরকার বলেছেন: কষ্টের খবর
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
নতুন বিশ্লেষক বলেছেন: হা, অনেক কষ্টের। অাপনার কমেন্টের জন্য ধন্যবাদ পবন সরকার ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি জীবনে কোন দরিদ্রকে কোনভাবে সাহায্য করেছেন?