![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ফারাবীর মাথা ব্যাথাটা বেড়েছে । বেশ কয়েকদিন ধরে মাথা ব্যাথার এই অসুখ হয়েছে । ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করে না ফারাবী । সারাদিনের এত কাজের পর এমনটা হতেই পারে ।
শহরের হাজারো দালানকোঠার ভিড়ে অযত্নে ফেলে রাখা একটি টিনের চালের ঘরে একা থাকে ফারাবী । এখানে সে অনেকদিন ধরেই আছে । দিন শেষে এই টিনের ঘরেই তার একমাত্র ঠিকানা । রোজকার মতো আজও সে তার ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে । তবে আজ তার ঘুম আসছে না । মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে ভীষণ । ওদিকে বুকের মধ্যেও চিনচিনে ব্যাথা হচ্ছে ।
তখন মাঝরাত ! জল তৃষ্ণা পেয়েছে । ঘরে সে একা । একটুকু শক্তিও নেই উঠে দাড়াবার ।
হঠাৎ ঘরের দক্ষিণ কোণটা আলোকিত হয়ে উঠল । উঠে বসতে চাইল সে,কিন্তু তার সেই শক্তি নেই । শুয়েই বিছানার পাশের টেবিলটা হতে চশমাটা নিয়ে চোখে দিল ফারাবী । প্রথমে আবছা লাগল । মনে হচ্ছে তার ঘরে কোন হুরপরী এসেছে । ফারাবী ভয় পেল । ভাবছে সে চিৎকার করবে । তবে হুরপরীর অপরুপ সৌন্দর্য্য দেখে সে তার চিৎকার করার ক্ষমতা হারিয়েছে । তাছাড়া সে জানেও,মাঝরাতে চিতকার করলেও তাকে সাহায্য করার মতো কেউ নেই ।
মনে হচ্ছে এই হুরপরীটা তার অনেকদিনের চেনা । যেন তার সাথে এই হুরপরীর আত্মিক মিল আছে ।
হুরপরীটা এগিয়ে এসে ফারাবীর পাশে এসে বসল । ভয় পাচ্ছে ফারাবী । তবে ভয় পাওয়ার মতো কিছুই করছে না হুরপরীটা । তার মায়া ভরা মুখ দেখে কেন জানি ফারাবীর ইচ্ছে হচ্ছিল তার দিকে চেয়ে থাকার ।
হঠাৎ হুরপরী,
- তোমার তৃষ্ণা পেয়েছে । পানি দিব ?
- হুম (ভয়ে ভয়ে)
- আমাকে ভয় পাওয়ার কিছু নেই । আমি হুরপরী । যাকে তুমি রোজ রাত্রে কল্পনা করতে,ভাবতে । আমি তোমার কাছেই এসেছি ।
- কিন্তু তা কি করে সম্ভব ? আমি তো তা শুধুই কল্পনা করতাম । কল্পনা বাস্তব হয় কিভাবে ?
- সত্যিকারের মন দিয়ে চাইলে সবই সম্ভব । তুমি চেয়েছ বলেই আমি এখানে । তুমি না চাইলে আমি চলে যাব ।
- নাহ্,তার দরকার নেই ।
কিছু সময় চুপ থেকে,
- মাথাটা টিপে দিব ?
- হুম
- বালিশটাও যে নেই তোমার । আমার কোলে মাথা রেখে শুও ।
- ছিল । হুম..
- কোথায় ?
- ঘরেই । রেখে দিয়েছি আজ ।
- কেন ?
- তুমি আসবে তাই ।
- আমার আসার সাথে বালিশের কি সম্পর্ক ? তাছাড়া তুমি কিভাবে জানলে যে,আমি আসব ?
- বালিশটা থাকলে তোমার কোলে শোয়ার সুযোগটা পেতাম না । আর তুমি যেভাবে জেনেছ,আমি তোমায় কল্পনা করি । তেমনি ভাবে আমিও জেনেছি তুমি আসবে ।
কিছুক্ষণ পর,
- সময়তো অনেক হলো । এবার আমার যেতে হবে ।
- কেন ?
- আমার যাওয়ার সময় হয়ে এসেছে ।
- তাহলে এসেছিলে কেন ?
- তোমায় দেখতে । আজ তুমি ভুলেই গিয়েছিলে আমায় নিয়ে ভাবতে,কল্পনা করতে ।
- শরীরটা ভালো ছিল না । তাই হয়তো ।
- হ্যা,আমি বুঝতে পেরেছি । তবে এইভাবে আর কখনও ভুলে যেও না ।
- ভুলে যাব ।
- কেন ?
- কারণ আমি ভুলে গেলেই তুমি বারবার আসবে আমার কাছে এভাবে ।
- তা হয়তো হবে না ।
-
২| ০৭ ই জুন, ২০১৬ রাত ১:৩৩
নিয়াজ ইরফান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭
সত্য শিকারী বলেছেন: ভাল লিখেছেন। আরো ভাল লিখুন। শুভ কামনা থাকল...