নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Brave,Be Original,Be Anon

নিয়াজ ইরফান

Be Brave,Be Original,Be Anon

নিয়াজ ইরফান › বিস্তারিত পোস্টঃ

সাড়াশি অভিযান এবং আমরা

১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৩

পুলিশের সাড়াশি অভিযানে ৪৮ জঙ্গীসহ গ্রেফতার আরও ২ হাজারেরও অধিক মানুষ । দয়া করে কি জানতে পারি ? জঙ্গী ছাড়া বাকি মানুষগুলো কেন গ্রেফতার ? কি দোষ তাদের ?

এমনিতে তো জেলের বন্দীদের রাখার জায়গা হয় না । তার উপর চালানো হচ্ছে গণগ্রেফতার । লাভ কি হচ্ছে বুঝছি না । কেবলই জেলের ভিতরের অবস্থাকে আরও অসহ্যময় করে তুলছে ।

রমজান মাস শান্তির মাস,সংযমের মাস । আর আমাদের দেশে রমজান মাস মানে রাত্রে তারাবী পড়ে আসা মানুষগুলোকে সন্দেহ করে গ্রেফতার করার মাস ।

গত দুই বছর আগে আমার এক বড় ভাই গ্রেফতার হয়েছিল । তার দোষ ছিল,সে সেহেরী শেষে ফজরের নামাজ পড়তে যাওয়া । পরে ঘটনা মোড় নিয়েছিল অন্যদিকে । জামাত-শিবির বলে দীর্ঘ এক বছর আটকে রাখা হয়েছিল । জামিনের জন্য পুলিশকে হাজার হাজার টাকা ঘুষ দিয়েও কোন লাভ হয়নি । কারণ হাজার টাকায় তাদের পেট ভরেনি । তাদের আরও চাই ।

কি লাভ এমন করে ? প্রশাসন কি দেখছে না ? আইন কি দেখছে না নিরীহ এই মানুষগুলোর উপর নির্যাতন ?
কি করে আর দেখবে ? আইনের চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা ।

ধিক্কার জানায় পুলিশ বাহিনীর এমন সাড়াশি অভিযানের নামে সাধারণ মানুষকে নির্যাতনকে । ধন্যবাদ ও প্রাপ্য বটে । কেননা ৪৮ জঙ্গী ধরা পড়েছে এই অভিযানে ।

তবে বন্ধ করুন এইসব সাধারণ মানুষের উপর নির্যাতন ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামনে ঈদ না ;)

আপ্নেরা কিস্সু বোঝেন না !!! :P

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪

নিয়াজ ইরফান বলেছেন: ঈদের সালামি নিবে গ্রেফতারকৃত সাধারণ মানুষগুলোর পরিবার থেকে..

২| ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৭

সত্য শিকারী বলেছেন: ভালা কইছেন ভৃগু , সামনে ঈদ এহনই তো টাইম, এদিক ওদিক কইরা টু-পাইস না কামালেই নয়....

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৯

নিয়াজ ইরফান বলেছেন: হুম

৩| ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৮

নিয়াজ ইরফান বলেছেন: হুম.. ঈদের জামা-কাপড়ের জন্য নিজেদের পকেটটা তো ভারী হওয়া চাই ।

৪| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪

ঢাকাবাসী বলেছেন: উপরে সবাই একটা কথা বলতেসে আপ্নে কিসসু বোঝেননা, ধরে আপনাকে বলে 'দুঘন্টার মধ্যে ছাড়ব দু লাখ, পিটাব না ১ লাখ, চালান দিমুনা ৩ লাখ এরকম হিসাব আর কি!

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৬

নিয়াজ ইরফান বলেছেন: হুম.. পুলিশের চাল কেমনে বুঝব ? আসলেই বুঝি না ।

৫| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: এত্ত বেশী জানতে চাইয়েন না ভাউ, সামনে যে ঈদ... X(

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৮

নিয়াজ ইরফান বলেছেন: ভয় লাগছে ! সামনে যে ঈদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.