![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়লিং ফ্রগ সিনড্রোম একটা জনপ্রিয়
মেটাফোর..
একটা ব্যাঙ কে যদি আপনি
একটি পানি ভর্তি পাত্রে রাখেন
এবং পাত্রটিকে উত্তপ্ত করতে থাকেন
তবে ব্যাঙটি পানির তাপমাত্রার
সাথে সাথে নিজের শরীরের
তাপমাত্রা ভারসাম্য রাখতে
থাকে । সে পানির উত্তাপ সহ্য করতে
থাকে,লাফ দিয়ে বেরোনোর
পরিবর্তে ।
কিন্তু একসময় পানির প্রচন্ড তাপমাত্রা
ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে
পারে না । যখন সে আর পানির প্রচন্ড
তাপমাত্রা তার শরীরের তাপমাত্রার
সমতায় আসতে পারে না,তখন ব্যাঙটি
ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেয়ার
স্বীদ্ধান্ত নেয় ।
কিন্তু হায় ! সে লাফ দিতে পারে না তখন । কারণ,সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রনে ব্যায় করে
ফেলেছে । অত:পর সে পানিতে সেদ্ধ
হতে থাকে ।
তার মৃত্যুর কারণটা আসলে গরম পানি
না, টবিপদজনক পরিস্থিতির শুরুতে সেই
পরিস্থিতি অস্বীকার করে লাফ না
দেয়াটা তার মৃত্যুর কারণ । সব কিছু সহ্য
করে নেবার মত বড় ভুল তার মৃত্যুর কারণ ।
মানিয়ে নেবার,পাত্রের পানি গরম
কেন তার প্রতিবাদ না করে বরং তার
সাথে সাথে নিজেকে মানিয়ে
নেয়াই তার জীবন্ত সেদ্ধ হবার কারণ ।
সঠিক স্বীদ্ধান্ত সঠিক সময়ে না
নেয়াই তার মৃত্যুর কারণ ।
খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের
চারপাশের সাথে । সহ্য করছি সব,আর
ভাবছি টিকে আছি,টিকে থাকব ।
আসলে আমরা সেই বয়লিং ফ্রগ
সিনড্রোমে আক্রান্ত । যখন সময় হবে কিংবা বুঝতে পারব,তখন আমরা লাফ দেওয়ার চেষ্টা করব ঠিকই । কিন্তু কাজের কাজ আর হবে না । আমরা এভাবেই সেদ্ধ হতে থাকব ।
কিছুই করার নেই ।
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১২
নিয়াজ ইরফান বলেছেন: দিতে তো জানিই । তবে ঠিক সময়ে না ।
২| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
অপ্রিয় সত্য বলেছেন: যথার্থ বলেছেন
১৭ ই জুন, ২০১৬ রাত ১১:০০
নিয়াজ ইরফান বলেছেন: হুম.. ধন্যবাদ
৩| ১৭ ই জুন, ২০১৬ রাত ১০:৪৩
কল্লোল পথিক বলেছেন:
সহমত,
আমরা দিন,দিন এই রকমেই হয়ে যাচ্ছি।
১৭ ই জুন, ২০১৬ রাত ১১:০১
নিয়াজ ইরফান বলেছেন: আসলেই..
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
ব্যাংক লাফ দিতে জানে; কিন্তু সঠিক সময়ে লাফ দেয়নি; আপনি লাফ দিতে জানেন, বা অন্য কিছু জানেন?