![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামে বলা জিহাদ আর বর্তমান সময়ের জঙ্গীবাদ পুরোটায় ভিন্ন ।
সারা বিশ্বের ইহুদী-খ্রিষ্টানরা যখন জঙ্গীবাদ আর জিহাদকে এক করে মানুষের মাঝে ইসলাম নিয়ে ভুল-বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে,তখন আমরাও পিছিয়ে নেই । রীতিমতো উঠে পড়ে লেগেছি জঙ্গীবাদ আর জিহাদকে এক করতে । সামান্য নামাজ শিক্ষার বইকেও এখন জিহাদী বই,জঙ্গীবাদের বই বলে চালিয়ে দেন আমাদের মতো কিছু মানুষ । কিছুদিন আগেই এমন দৃশ্য চোখে পড়েছিল কোন এক টিভি নিউজে । এটা দেখে হাসিই পেয়েছিল ।
আমরা মুসলিমের দেশ হয়েও ঘুলিয়ে ফেলছি কোনটা কি বই । নামাজ শিক্ষার বইকে জিহাদী বই/জঙ্গীবাদের বই বলছি । এতে তো একটা প্রশ্ন থেকেই যায় । নামাজ শিখাও কি তাইলে জঙ্গীবাদের অংশ ??
এখন আবার আমাদের চোখের পাওয়ার বেড়ে গেছে । পুকুর পাড় থেকে দাড়িয়ে পুকুরের গভীরের ভিতর্র সবকিছু দেখে ফেলছি ।
সাহেব/সাহেবা আমরাও আপনার মতো ভাত খায় । হতে পারে আমরা একটু নিম্মমানের চালের ভাত খাই । তবে শর্করা পায় একই ।
আর হ্যা,আমরা অতটাও বোকা নয় ।
©somewhere in net ltd.