![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'আমার জীবনের কিছু অপ্রিয় সত্য '
ভালবাসা মানুষকে শিখায় । তাই আমি ভালবাসতে দ্বিধাবোধ করি না ।
আমার প্রথম ভালবাসা : খুব অদ্ভুতভাবে শুরু হয়েছিল । দুজন দুজনকে না দেখে ভালবেসেছিলাম । ও থাকত সীতাকুন্ডে । যদিও আমার ভালবাসার মানুষ আমার চেয়ে বয়সে বড় ছিল । তাই আমি কিছু মিথ্যে বলেছিলাম । সম্পর্কটার বয়স ছিল ২ বছর । সম্পর্ক টিকিয়ে রাখতে প্রতিনিয়ত মিথ্যে বলতে হতো আমার । খারাপ লাগতো বলতে । তবে সত্যিকার অর্থেই খুব বেশি ভালবাসতাম বলে,বলতে পারিনি । কারণ,আমি জানতাম সত্যিটা জানলে ভালবাসা দরজা দিয়ে পালাবে । সবশেষে তাই হলো । একদিন হুট করে বলেই ফেললাম অপ্রিয় সত্যগুলো । বিনিময়ে দীর্ঘ ২ বছরের ভালবাসা নিমিষেই শেষ । অভিষাপ দিয়েছিল অনেক । পরে আবার কি মনে করে ফিরিয়েও নিয়েছে । তার দুইটি ছবি ও একটি চিঠি সমেত আমার দেয়া সব গিফট ফিরিয়ে দিয়েছিল । শিক্ষা পেয়েছি,কখনো কাউকে মিথ্যে বলা উচিৎ না । সেই থেকে মিথ্যে বলা ছেড়ে দিয়েছি । আমি বলতে গেলে প্রতারণায় করেছিলাম ওর সাথে মিথ্যে বলে । কিছুদিন আগে কক্সবাজারে বেড়াতে আসায় দেখা করতে চেয়েছিল প্রথমবারের মতো । তৃতীয় ভালবাসার প্রতি সম্মান রাখতে গিয়ে সে সুযোগেও দেখা হয়নি ।
আমার দ্বিতীয় ভালবাসা : কোন এক হোয়াটসঅ্যাপ গ্রুফে চ্যাট করতে করতে পরিচয় । পরবর্তীতে পার্সোনালি যোগাযোগ । সুন্দর চেহারা দেখেই প্রেমে পড়েছিলাম । কিছুদিন যেতে না যেতেই সম্পর্ক গভীরে পৌছে । একটু কথা না বললে,রাগ করলেই প্রিয়তমা হাত কাটতো । ভেবেছিলাম প্রচন্ড রকমের ভালবাসে বলেই এমন করে হয়তো । নিশ্চয় সত্যিকারের ভালবাসা । সম্পর্কের ৬ মাস হতে না হতেই প্রিয়তমা আমাকে ঘন্টা দেখিয়ে আরেকজনের সাথে ভালাবাসা শুরু করেছিল । বিদায় দিয়েছি ঐ ভালবাসাকে । এই প্রেম আমাকে শিখিয়েছে,সুন্দর দেখে প্রেম আর হাত কাটাকাটি দেখে কারও ভালবাসাকে সত্যিকারের ভালবাসা মনে করাটা ভুল ।
আমার তৃতীয় ভালবাসা : ফেবুতেই পরিচয় । বাস্তবেও চিনতাম তাকে । সহজ-সরল চালচলন আর চেহারায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলাম । দেখে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ নারী । সম্পর্কের ৪ মাসের সময় জানতে পারলাম আমার পাখির ফেবু আইডির অভাব নেই । একেক আইডি থেকে একেকজন । শিখতে পেরেছি,কারও নিষ্পাপ চেহারা চালচলনে বিশ্বাসী হওয়া ভুল । আড়ালে তার ভয়ংকর চেহারাও থাকে । ঐখানেই সম্পর্কের ইতি ।
পরবর্তী ভালবাসার মানুষকে স্বাগতম জানাই । জানি তুমিও এমন হবে । তবে জেনে রেখ আমি কষ্ট পাব না । কেবল শিখব তোমার কাছে ।
বেঁচে থাকুক সকল সত্য-মিথ্যে ভাসবাসা ।
©somewhere in net ltd.