নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

সামু\'র ডাকে স্বপ্নবাজের কাছে বায়বীয় চিঠি !!

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১০:০৫



স্বপ্নবাজ সৌরভ

কেমন আছেন আপনি ? অনেকদিন হলো আপনাকে সামু’তে দেখা যায় না । অবশ্য সামুর দিনকাল এখন ভালো যাচ্ছে না । থমকে আছে ব্লগ বেশ কিছু অসুস্থতা নিয়ে । যদিও এখন আর এই অসুস্থতা নেই বললেই চলে তবে এর মধ্যে এলেও অবশ্য মনটা খারাপ হয়ে যেত আপনার । না এসে ভালোই করেছেন হয়তো ।


আপনাকে কেন লিখছি আমি জানি না ! ভালোবাসা ব্যাপারটাতে আমার কোন বিশ্বাস নেই । আমি প্রয়োজনে বিশ্বাসী একজন নৈরাশ্যবাদী মানুষ । আমার নিরাশার কারণে আমি এই বিশ্বাস করি যে সবকিছু প্রয়োজন থেকেই জন্মায় । আমি আমার ভেতর একটি তাড়নার কারণে যে অভাববোধ করি তার থেকেই আমার ভেতরে প্রেম জন্মায় । আর এটা গাঢ় থেকে প্রগাঢ় হলে সবাই ভালোবাসা বললেও আমি বলি তীব্র প্রয়োজনবোধ ! মায়া ব্যাপারটাও আমার কাছে তীব্র প্রয়োজন বোধ থেকে জন্মানো একটা নিখাদ প্রয়োজন বাদে আর কিছুই না । তাই আমাকে বলতেই হচ্ছে আপনাকে আমি লিখছি আর অন্য কোন কারণে নয় , নিজের ভেতরে থাকা তাড়নার তীব্রতা থেকে জন্ম নেয়া তীব্র প্রয়োজনের থেকে !! এটাকে আপনি যেকোন সংজ্ঞায়নে সীমাবদ্ধ করতে পারেন তাতে আমার আপত্তি নেই । কারণ আপত্তি করবার মত কোন প্রয়োজন আমার নৈরাশ্যকর চেতনা আর প্রাণবন্ত রাখেনি !



আপনার দিনকাল এখন কেমন যাচ্ছে ? এই পাথুরে শহরে অবশ্য ভালো আছি বলাটা একটা বিলাসী বুলি বটে তবুও সৌজন্যতার প্রয়োজনে আমাদের বলতেই হয় ভালো আছি । আপনি কী বলবেন তা আমি জানি না । আপনার কবিতার মাধ্যমে জানিয়ে দেবেন কেমন আছেন আপনি ! অনুভূতির গভীরতা দিয়ে বুঝে নেব আপনার বর্তমানকে ।


আচ্ছা আপনার কী আজকাল যাপিত জীবনের যাতনা খুব বেড়ে গেছে ? তাই বলেই কী ব্লগে আসতে পারছেন না ? এই বছরের প্রথম দিকে আমারও যাপিত জীবনের যাতনা কয়েকগুণ বেড়ে গিয়েছিল । আমি ব্লগে তবুও আসতাম । এর কৃতিত্ব অবশ্য আল্লাহর কারণ অন্তত অতটুকু সামর্থ্য তিনি কেড়ে নেননি বলেই আমি আসতে পারতাম ব্লগে তবে তেমন কিছু লিখতে পারতাম না । শব্দরা আমার মাথা থেকে আঙুল অবধি আসতো না আর আমিও টাইপ করে বলতে পারতাম না ভেতরে দলা পাকানো কথাগুলো । আপনারও কী এমনটাই অবস্থা সৌরভ ? নাকি আমার অনুধাবনের বাইরের কোন পরিস্থিতিতে আপনি আছেন ? নাকি যা মুখে বলা যায় না মধ্যবিত্ত ভদ্রতা নামক হাস্যকর প্রয়োজনের কারণে সেসবে আপনি আষ্টেপৃষ্ঠে খাবি খাচ্ছেন ? রূপক বিধৌত সাধু একবার বলেছিলেন , ব্লগের প্রায় সবাই স্বচ্ছল তবে আমরা কয়েকজন বাদে । সাধুর বলা এই “আমরা” এদের সামনে অনেক কিছু বলতেই পারি না । কিছু একটা ভেতরে চেপে নিজের মাথা উঁচু করে বাঁচবার প্রয়োজনে !


আমার একটা ইচ্ছে আছে সেটা আপনাকে জানিয়ে দিই । একদিন রূপক বিধৌত সাধু , আপনি , আমি আর কয়েকজন ছাপোষা মধ্যবিত্ত ব্লগারকে নিয়ে “ নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি ” তৈরী করব ! আমাদের কাজ হবে একদিন সভা করে কেবল খিল খিল করে হাসা । বেঁচে থাকবার প্রয়োজনে , জীবনের যাতনাকে একটিবারের জন্য বুড়ো আঙুল দেখাবার প্রয়োজনে , ও হাসবার প্রয়োজনে আমরা হাসব ! এটাকে বিলাসী চাওয়া বলা যায় কী ? না মনে হয় ! এখনও মনে হয় এই শহরে হাসিটাও বিলাসী পণ্য হিসেবে খেতাব পায়নি । তাই এই ইচ্ছাটাকে মনের ভেতরে বড় হতে দেয়াই যায় , কী বলুন!


আপনি সুস্থ থাকুন , ভালো থাকুন , পরিবার নিয়ে সকল সময়ে দুঃসময়ে ভালো থাকুন এই কামনা করি । জানি না আপনাকে আবার কখন ব্লগে পাবো । কিংবা এও জানি না আমি নিজেই ব্লগে কতদিন থাকবো । সময় বেরহম এক প্রবাহ , তার চাইতেও বেরসিক হলো নিয়তি । এই নিয়তি আসলে আপনাকে কোথায় রেখেছে আর আমাকে কোথায় রাখবে আমি জানিনা জানবও না । তাই অনিশ্চয়তা রয়েই গেল , থাকবেও !


এখন আমি এই চিঠির জের টানবো । এবং এটাও প্রয়োজনে । আর কিছু বলতে পারছি না বলে বা মাথায় আর কোন শব্দ আসছে না বলে যে অভাবটা জাগছে তার থেকে জন্ম নেয়া প্রয়োজনে আমি জের টানছি । আপনার কাছে আবেদন রইল অন্তত ব্লগে আপনার জেরটুকু টানবেন না । ব্লগে আপনাকে দরকার । আপনার স্বপ্নীল কবিতা আর আপনার স্বপ্নবাজী ধরার মত ব্লগার খুব দরকার । আসা করি আপনার প্রয়োজনটা আপনি বুঝবেন । ভালো থাকবেন , ভালো হয়ে বাঁচবেন !


ইতি
এক ব্রাত্য প্রব্রজ্যা
নিবর্হণ নির্ঘোষ ।





মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১০:১৪

অপু তানভীর বলেছেন: কয়েক দিন আগে হঠাৎ সৌরভ ভাই আমাকে ফোন দিলেন । তখন উণি গ্রামে । সেই সময় পর্যন্ত ভাল এবং সুস্থ আছেন । একটু ব্যস্ত আছেন বললেন । ব্যস্ততা কমলে আবার আসবেন আশা করি ।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ !

আপনাকে ধন্যবাদ , ওনার খবর দেবার জন্য । যাক আপনি আমার আরেকটি প্রয়োজন মেটালেন । পরেরবার যদি ইনশাআল্লাহ কথা হয় তবে জানাবেন তার জন্য একটা বায়বীয় চিঠি আমি লিখেছি !!

২| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:০৫

শেরজা তপন বলেছেন: “ নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি' দারুণ নাম। আমাকেও রাইখেন। :)
হ্যাঁ উনাকে দেখছিনা বেশ কয়েকদিন। ব্লগার অপু তানভীরের মন্তব্যে আশ্বস্ত হওয়া গেল যে, উনি ভাল আছেন।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনিও থাকবেন ?

আচ্ছা বেশ তাহলে একজন সদস্য বাড়লো !! তাছাড়া আপনি থাকলে মনে হয় এমনিতেই আমরা হো হো করে হাসবো । আপনার ঝুলি তো বেশ সমৃদ্ধ !!

৩| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনার ব্যস্ততা কমলে আবার ফিরবেন আশা করি।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ আশা করা যায় !! উনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে !

৪| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:২২

মোগল সম্রাট বলেছেন:
ইদানিং আবিস্কার করলাম আমার কাছে কোন ব্লগারের ফোন নম্বর নেই। বিষয়টি কি খুবই উদ্বেগজনক? ;)

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জাঁহাপনা ,

আপনার নাম্বারটা এখানে দিন । এরপর দেখুন আপনার কাছে কত্ত কত্ত নাম্বার চলে আসে ;)

৫| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ভালো আছেন।
তার বাবা অসুস্থ। তিনি গ্রামে গেছেন।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক আপনিও তাঁর খবর দিলেন !

অনেক অনেক ধন্যবাদ ভাইজান !!!

৬| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:১৪

মিরোরডডল বলেছেন:




এর আগে কোন ব্লগারের অবর্তমানে এতো সুন্দর করে কেউ চিঠি লেখেনি।
রাশান রাজপুত্র ইভানুশকা অবশ্যই সাড়া দিবে।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মুমহাহাহাহাহাহা !!

এই আমি অনেক কিছু করেছি যা ব্লগে এর আগে কেউ করেনি !! B-))

য়্যে মানে আশেপাশে জাদিদ ভাই নাই তো #:-S

৭| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:১৬

মিরোরডডল বলেছেন:



শেরজা তপন বলেছেন: “ নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি' দারুণ নাম। আমাকেও রাইখেন। :)

আমাকেও :)

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তোমাকে রেখে কী লাভ ?

তুমি জীবনেও তো সভাতে যোগ দেবে না আপা !! শুধু শুধু তোমার আসন রেখে কী লাভ ???

৮| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:২৩

মিরোরডডল বলেছেন:



তানভী আর রাজীবকে থ্যাংকস আপডেট দেয়ার জন্য।

জেনে ভালো লাগলো হি ইজ ওকে।
ইভানের বাবার দ্রুত সুস্থতা উইশ করছি।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পারলে ওনাদের জন্য পুরস্কার পাঠিয়ে দিও ।

আসলেই ওনারা ভালো কাজ করেছেন তার খবর দিয়ে ।

৯| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি নসয়ের দাবি। স্বপ্নবাজ সৌরভের আগমন হোক ।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ

হবে হয়তো কোন একদিন ! সেদিন হয়তো বেশি দূরে নয় । ধন্যবাদ ভাইজান মন্তব্য করবার জন্য ।

১০| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশা করি ভাইয়া সুস্থ আছেন ফিরে আসবেন ইংশাআল্লহ

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ আপা ,

ওনার বাবা আর ওনার পরিবারের জন্য দোয়া করবেন !

১১| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৩৯

মিরোরডডল বলেছেন:


এই আমি অনেক কিছু করেছি যা ব্লগে এর আগে কেউ করেনি !! B-))

লিসেন, নির্বংশ যে একটা মাল্টি এটা আমরা জানি।
নিজের ঢোলটা নিজে না পেটালেই ভালো :)

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি মোটেও মাল্টি না !! সব শায়মা আপার ষড়যন্ত্র , আচ্ছা তুমি শায়মা আপার মাল্টি না তো ??

আর নিজের ঢোল নিজে না পেটালে তো আমার ঢোল তোমরা পেটাতে গিয়ে ফাটিয়ে দেবে । এত্ত সাধের ঢোলটা আমার :D

১২| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৪৫

মিরোরডডল বলেছেন:



“ নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি' তাদের কর্মকাণ্ড নিয়ে এখানেও ব্লগিং করবে, সেটাতে যোগ দিবো :)
এ্যানোনিমাস হয়ে যতটুকু ইনভল্ভ থাকা যায়, ততটুকু আছি।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হবে না ।

গায়েবি কিছুতে " নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি " এর কোন আস্থা নাই । তবে যদি তুমি প্যাট্রোনাইজার থাকো তবে কুনো সমস্যা নাই । ধরো আমাদের সমিতির কল্যাণে কুটি কুটি ডলার পাঠাইলে কোন আপত্তি নাই হেহেহেহেহেহ ;)

১৩| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:



হা হা হা .........
গায়েবিতে আস্থা নেই কিন্তু বায়বীয় চিঠি লিখে, আজিব!!!!!!

০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি আর সমিতি তো আলাদা সত্ত্বা !

সমিতি এই গায়েবিতে বিশ্বাস করে না কিন্তু ব্যক্তি আমি তো বায়বীয়তে বিশ্বাস করি !! :-/

১৪| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৫:২৩

গেঁয়ো ভূত বলেছেন: "নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি" তে সদস্য হইতে চাই।

০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জ্বি জ্বি আগে গঠন করে নিই এরপর সদস্য সংগ্রহ করা হবে । এখনও সৌরভ ভাই আসেননি আগে আসুক !!

১৫| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

জটিল ভাই বলেছেন:
মনে হচ্ছে কিছুদিন ব্লগ ছাড়িয়া থাকা দরকার...... =p~

০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি যদি ব্লগ ছাড়িয়া যান তবে আপনাকে লৈয়া আবার সেইরাম একখানা কাহীনি আমি ফাঁদিয়া বসিব এই বলিলাম !!

১৬| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

সাহাদাত উদরাজী বলেছেন: সবাই ভাল থাকুন।

০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই প্রথম আপনি আমার পোস্টে কমেন্ট করলেন । আপনিও ভালো থাকুন সময়ে অসময়ে !!

১৭| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: আমিও নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতিতে জয়েন করে একটু প্রানভরে হাসিতে চাই

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই রে সবাই দেখি যোগ দিতে চাইছে !

আপনি তো ছাপোষা ব্লগার না আপনি তো জনপ্রিয় ব্লগার !!

১৮| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপনার এমন আন্তরিক লেখনী ।
আপনার ছাপোষা ব্লগার সমিতির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান কর্মধ্যক্ষ, অভ্যুত্থানা কমিটি, উপদেষ্টা মণ্ডলীর পদ পরিপূর্ণ হয়ে গেলে নির্ভেজাল শ্রোতা হিসেবে লিস্টে আমার নাম রাখতেই পারেন। আমার অতিতের ট্রাক রেকর্ড যথেষ্ট ভালো।ছোট বেলায় ক্লসে স্যারদের কথা না শুনলেও বড় হয়ে কলেজে বা বিশ্ববিদ্যালয়ের হা করে স্যারদের কথা শুনতে গিয়ে কিছুই খাতায় লিখিনি। এবার আপনি বিবেচনা করবেন আমার মতো শ্রোতা সচরাচর পাওয়া যায় কিনা...

তা সে যাইহোক। আপনার এই ছাপোষা ব্লগার সমিতির সমৃদ্ধি কামনা করি। ওদিকে আবার দেখবেন কেউ ভেংচি কেটে আবার তুলোধুনো না করে এই ভেবে যে সামুর ব্লগারদের অ্যাবসেন্ট্রিতে এনকারেজ করে ভাঙিয়ে নেওয়া হচ্ছে :)

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান ,

হাহাহাহা , এই সমিতি যে এতটা নাম পাবে আগে বুঝিনি । তবে হ্যাঁ হাসার জন্য যে এত মানুষ আকুল তা আজ বুঝলাম । আমাদের সমিতিতে কোন আলাদা শ্রোতা থাকবে না সবাই শ্রোতা সবাই বক্তা । না হলে প্রাণ খুলে হাসবো কী করে !! আপনিও থাকবেন আমাদের দলে !!

আর এখন আসলেই ভয় পাচ্ছি । জাঁহাপনা আবার ক্ষ্যাপে যায় কিনা !!!!

১৯| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:২৯

চারাগাছ বলেছেন:
দারুণ চিঠি। একজন ব্লগার প্রতি আরেকজন ব্লগারের তাড়নার বহিঃপ্রকাশ। আমি উনার ব্লগে খোঁজ করি নিয়মিত। ব্লগার মিরোরডডল খুঁজেছে। একমাস পার হয়ে গেল উনি নেই।
বাপ ছেলের চমৎকার সুতোয় শৈশব আর অসময়ের কবিতা বেশ ছিল।
শুধু ব্যস্ততার কারণে উনি ব্লগে অনুপস্থিত বলে আমার মনে হয় না।

সাত মসজিদ রোডের গাছ কাটা হচ্ছে , স্বপ্নবাজ সৌরভের ছেলেটা কি জানে?

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ চারাগাছ , আপনার বিটপী হবার প্রক্রিয়া কেমন চলছে ?

ইনশাআল্লাহ উনি ফিরবেন !! আবার ওনার শৈশব নিয়ে লিখবেন !! আপনার লিখা পড়া হচ্ছে না সেটাও তোলা রৈল !!

২০| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৩১

চারাগাছ বলেছেন:
ব্লগার নেওয়াজ আলী কে দেখিনা। উনি মন্তব্য বেশি করতেন আর উনার পোষ্ট গুলো পড়ার মত।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন আসলেই ওনাকে দেখা যায় না অনেক দিন । আমি নিজেও কিছুদিন আগে ওনার কথা ভেবেছিলাম ।

আমার মত নবীন আনকোঁড়া ব্লগারকে যে কজন পিঠ চাপড়ে দিয়েছিল তার মধ্যে উনি একজন । ওনার সুস্থতা কামনা করি । ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেবার জন্য !!

২১| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:০৮

মিরোরডডল বলেছেন:



লেখক শেরজাকে বলেছেন: আপনিও থাকবেন ?

আচ্ছা বেশ তাহলে একজন সদস্য বাড়লো !! তাছাড়া আপনি থাকলে মনে হয় এমনিতেই আমরা হো হো করে হাসবো । আপনার ঝুলি তো বেশ সমৃদ্ধ !!


লেখক গেঁয়ো ভুতকে বলেছেন: জ্বি জ্বি আগে গঠন করে নিই এরপর সদস্য সংগ্রহ করা হবে ।

কিন্তু ঢাবিকে বলেছে,
আপনি তো ছাপোষা ব্লগার না আপনি তো জনপ্রিয় ব্লগার !!

তারমানে কি দাঁড়াচ্ছে? শেরজা আর গেঁয়ো ভুত জনপ্রিয় ব্লগার নাহ? X((
নির্বংশ বৈষম্যবাদী :)


০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অবশ্যই এরা সবাই জনপ্রিয় ব্লগার ।

কিন্তু ঢাবিয়ান তো বিখ্যাত একজনের সার্টিফিকেট প্রাপ্ত । তাছাড়া উনিও তোমার মত , গায়েবি প্রথায় বিশ্বাসী । কী করা যায় বল তো ?

আমি কেন বৈষম্যবাদী হবো ? আমি পুরোদস্তুর একজন সাম্যবাদী , তাই ভালোবাসাতে বিশ্বাসী না ও প্রেমকে ঘৃণা করি !!!

২২| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: নৈরাশ্যবাদকে যারা ভালোবাসে তাদের এই গানটা শুনতে ভালো লাগার কথা; :)

০৫ ই জুন, ২০২৩ রাত ১২:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই গান এক সময় গাইতাম !

তবে নৈরাশ্যবাদীতার জন্য এই গান নয় আমার মত মানুষের জন্য এই গান ,

২৩| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:৪৭

চারাগাছ বলেছেন:
এই চিঠি পড়া মাত্র স্বপ্নবাজ সৌরভের ফেরা উচিত ছিল। উনি আদৌ পড়েছেন কিনা জানি না।
তবে এটা নিশ্চিত উনার কাছে খবর পৌঁছে গেছে।
উনি ভালো থাকুন।


০৫ ই জুন, ২০২৩ সকাল ১১:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা ,

আরেহ না না । আমার ভেতর অতটা মায়া নেই । আমি হলাম নিরেট একটা মাকাল ফল !

আমার এই শব্দাবেগেও অতটা মায়া নেই । ঐ যে প্রয়োজনের তাড়না । এরজন্য সব , সে যাকগে । উনিও প্রয়োজনের তাড়না অনুভব করলে আসবেন !!

২৪| ০৬ ই জুন, ২০২৩ ভোর ৪:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পোষ্টটার জন্য এতো রাতে এতোদিন পরে কিছু সময়ের জন্য ব্লগে আসা।
হয়তো নিয়মিত হবো না, কিন্তু আজীবনের ব্লগের কারণে বুকের বামপাশে কিছু একটা জমা থাকবে।
আপনি ভালো থাকবেন। ভালাবাসা, তাড়নার উৎস থেকে আপনাকে ধন্যবাদ জানাই।

কেউ আমাকে খুঁজবে এমনটা আশা করিনি।


চারাগাছ সহ বেশ কয়েকজন ব্লগার আমাকে খুঁছেছেন। দুজন ব্লগার আপনার এই পোস্টের ব্যাপারে জানিয়েছেন।
আমি এই ব্লগ ভালোবাসি। ব্লগারদেরো।

কিন্তু সেই তাড়নাটা কোথাও আটকে থাকে। বাঁধাগ্রস্থ হয়। সে যাইহোক আপনার সমিতিতে আমি আছি।

০৬ ই জুন, ২০২৩ সকাল ৯:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি কেন নিয়মিত হবেন না তা জানি না । তবে আপনারা যদি এভাবে নিভৃত হয়ে যান তবে ব্লগ কী আর পূর্ণযৌবনা থাকবে ?

আপনিও ভালো থাকবেন । আপনাকে অনেকেই খোঁজে তবে হয়তো হৃদয়ের যেঁচে চলাটা মুখ দিয়ে বেরোয় না । সম্ভবত ব্লগও আপনাকে ভালোবাসে ।

আমি বুঝতে পারি কোথায় সেই তাড়না আটকে থাকে । হয়তো একদিন ইনশাআল্লাহ আমরা এই বাঁধা অতিক্রম করতে পারবো । আর সমিতিও ইনশাআল্লাহ একদিন হবে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.