নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

তরুণ ও "দ্য ট্র্যাপ" ব্যান্ড : বিস্মৃত হয়ে যাওয়া একজন গীতিকার ও একটি ব্যান্ড !

০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১






বিখ্যাত চাইম ব্যান্ডের “তুমি আকাশের বুকে বিশালতার উপমা” গানটির কথা কী মনে আছে ?


একটা সময় ছিল কলেজ পড়ুয়া কিংবা ভার্সিটি পড়ুয়া সকল যুবকদের কোন বিষণ্ন বিকেলে তস্য বিষণ্ন হয়ে সিডি প্লেয়ার কিংবা ক্যাসেট প্লেয়ার অথবা পিসিতে এই গানটি চালিয়ে শুনতে দেথা যেত । এমন কোন বিরহ প্রেম-প্রত্যাখ্যাত যুবক পাওয়া যাবে না যে এই গানটি শোনেনি । এই গানটা খালিদের গান নামে সমধিক পরিচিত । কিন্তু কেউ কী এই গানের গীতিকারকে চেনেন ? জানেন কী এই গানের রচয়িতা নিজেই একজন ব্যান্ড শিল্পী ও তার নিজেরই একটা ব্যান্ড আছে !!


অনেকেই জানেন না যে এই গানের গীতিকারের কয়েকটি বিখ্যাত গান আছে সেগুলো তিনি নিজেই গেয়েছেন । যদিও এগুলো যে তার লিখা তা খুব কম প্রচারিত হয়েছে । একসময় তিনি আইয়ূব বাচ্চু থেকে শুরু করে আসিফ আকবর সবার জন্য গান লিখেছেন । এমনকি লেখক সাদাত হোসাইনের যে মিউজিক্যাল ফিল্ম তার সুরকার ছিলেন তিনি ।


তিনি হলেন তরুণ । একসময়ের রক ব্যান্ড “ দ্য ট্র্যাপ” এর ভোকাল ও প্রধান গীতিকার ছিলেন তিনি । পরে এই ব্যান্ড ভেঙে যায় । এখন তরুণ নিজের নামেই একটি ব্যান্ড গঠন করে পরিচালনা করছেন ।


নব্বই দশকে কয়েকজন যুবক তৈরী করে “দ্য ট্র্যাপ” ব্যান্ডটি প্রথমে এদের ব্যান্ডের নাম রেইডার থাকলেও ১৯৯৫ সালে এর নাম পরিবর্তিত হয় । ব্যান্ডের সদস্য প্রায় সবাই ছিল স্কুলবন্ধু । ব্যান্ড গঠন করবার বেশ কয়েক বছর করবার পর তারা প্রকাশ করে তাদের একমাত্র অ্যালবাম (সম্ভবত) “ঠিকানা” । এই অ্যালবামের প্রায় সব গান জনপ্রিয় হয় । ব্যক্তিগতভাবে “ চাইলে তুমি” “ঈশ্বর নামে আছেন যিনি”, “আজব” ও “গুঞ্জন” এবং “স্বার্থপর” গানগুলো আমার বেশি পছন্দের ।


তবে শ্রোতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয় স্বার্থপর গানটি এই গানটি সহ প্রায় সব কটা লিখা ও সুর তরুণের । নিজের মেধা ও সৃজনশীলতার সর্বোচ্চটাই তিনি দেখিয়েছেন এই অ্যালবামে । বাংলাদেশের বিখ্যাত গীতিকারদের চাইতে তিনি যে কোন অংশে কম নন তা তিনি তার গানেই দেখিয়ে দিয়েছেন ।


তবুও এই মেধাবি মানুষটি একদম নিভৃতে রয়ে গেলেন । তাকে নিয়ে খুব একটা আলাপ আজকাল কোথাও হয় না । এমনকি এইগানগুলোও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে । এই দেশে অন্যান্য গীতিকারকে নিয়ে যে পরিমান আলোচনা চলে তার সিঁকিভাগও হয় না এই গুণি ও মেধাবির ক্ষেত্রে ।


যদিও আমরা আমাদের ঠোঁটে ও কানে মাখিয়ে তরুণের গানগুলো তবে আমরা স্মরণ করি না এই গুণি ব্যক্তিকে ।


কালের গর্ভে হয়তো এভাবেই হারিয়ে যায় দেশের গুণি সন্তানগুলো ।


এইখানে তরুণের গানগুলো দিলাম । শুনে দেখুন কেমন লিখে ও গায় এই শিল্পী !









মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: শুনছি.....
গিটার তো এক্কেরে টিং টাটা টিঙা টিঙা ....... :)

গলাটাও সুন্দর!


স্বার্থপরের স্বার্থপর ঠিক করছে...... :) :)

০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেই সময় অন্যান্য রক ব্যান্ডগুলো গিটারের এতটা সলো রাখতো না । কীবোর্ডেই পুরোটা মেরে দিত । স্বার্থপরে ইন্ট্রোটা আমাদের সেই কিশোর সময়ে খুব জনপ্রিয় ছিল । আমরা গিটার হাতে নিলেই এই সুরটা তুলতে চাইতাম ।

ধন্যবাদ আপা পড়বার ও মন্তব্য করবার জন্য !

তুমি নিজেই তো স্বার্থপর তাই ওভাবে বলবেই তো হাহাহাহাহাহাহাহাহা

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: আমি বাস্তববাদী বাস্তবে আর কল্পনার গরু আকাশে উড়াই স্বপ্নেই বাবুজান! :)

০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেই জন্যই তো তুমি স্বার্থপর হাহাহাহাহাহহা

৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

স্প্যানকড বলেছেন: কাল দেখলাম ইউটিউবে শুনলাম শবনম মুশতারির গান। এখন উনি কিরকম অসুস্থ। একলা চুপচাপ হয়ে আছেন। মরে গেলে দেখবেন মিডিয়ার কি দৌড়ঝাপ ! দেশে মরে গেলে দাম বাড়ে তাও সবার না। ভালো থাকবেন। ধন্যবাদ। গানগুলি শুনলাম।

০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গুণীদের কদর আমাদের এখানে মিডিয়া যতক্ষণ করে ততক্ষণ থাকে । এরপর আর নামও থাকে না ।

কোন গানটা বেশি ভালো লেগেছে যদি বলতেন । ইশ্বর গানটা মন দিয়ে শুনুন একবার !

৪| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:




খালিদের কণ্ঠে তরুণের লেখা প্রতিমা গানটা, আর তরুণের গান স্বার্থপর দুটোই আমার ভীষণ পছন্দের গান।

একসময় অনেক শুনেছি।

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমি তো সেই সময়ের তাই শোনা হয়েছে বেশি ।

আমার প্রথম স্টেজ পার্ফর্মেন্স হয় এই স্বার্থপর গান দিয়ে । স্কুলে অবসর পেলেই আমরা এই গানটা গাইতাম । কলেজেও এই গানের উন্মাদনায় ছিলাম আমরা সবাই । আমাদের এক পাগলাটে শিক্ষক ছিলো রোকন স্যার । উনি আমাদের সাথে গিটার বাজিয়েছিল । একটা অনবদ্য সময় ছিল আমার জীবনের । এক অনবদ্য হেমাত্রী !!

৫| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৫

মিরোরডডল বলেছেন:




আমার প্রথম স্টেজ পার্ফর্মেন্স হয় এই স্বার্থপর গান দিয়ে ।

তাহলে আমরাও শুনবো পিচ্চুর কণ্ঠে।

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যদি আল্লাহ চাহে তো সম্ভব হলে শোনাবো । তবে এখন কেন যেন এই গানটা গাইতে আমি আর পারি না । কেন সেটাও আমি জানি না ।

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভালো কথা আপা ।

আমি আর গান গাইছি না । এমনকি এতদিন যা গান ছিল সব মুছে দিয়েছি । একদম সাচুকে নিয়ে গান থেকে শুরু করে সবকটা গান । এইটা হুট করেই করা ।

কিছু বিষয়কে একদম ত্যাগ করে নিভৃতে চলে যাওয়া উচিত , কী ঠিক বলেছি না !!

৬| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

কামাল১৮ বলেছেন: গায়ক এবং লেখক কাউকেই চিনি না।এদিক থেকে একেবারেই প্রাচীন পন্থী।চিন্তা চেতনায় যদিও আধুনিক।রবীন্দ্র সংঙ্গীতেই পড়ে আছি,আর হেমন্ত মান্না।

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাতে কী , এখন তো জানলেন । পরিচয় তো হলেন এমন একজন গুণী মানুষের কাজের সাথে !

আমার ছোট বেলায় সবচেয়ে প্রিয় ছিল ভূপেন হাজারিকার " আমায় একটা সাদা মানুষ দাও" ও "শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে " । এই দুটো গান আমার ৭ বছর বয়স থেকেই পছন্দের !!

৭| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

মোহাম্মদ তাসিন বলেছেন: অসাধারণ কিছু গান

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ । একদম তাই !

আমার ব্লগাস্তানায় মনে হয় এই প্রথম আপনি এলেন । স্বাগতম আমার এই জগাখিচুড়ি মার্কা ব্লগাস্তানায় !!

৮| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

ডার্ক ম্যান বলেছেন: আমি কষ্ট বেঁচে খায়। তরুণ মুন্সির এই গানটি আমার প্রিয়

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ , যদিও এই গানটা আমার অতটা পছন্দের নয় তবে এটা সত্যিই আরেকটি ভালো গান !!

আপনি কেমন আছেন নিকষমানুষ !!

৯| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

ডার্ক ম্যান বলেছেন: Click This Link

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ লিংক দেবার জন্য । ভালো থাকবেন সবসময় !!

১০| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫১

অরণি বলেছেন: চমৎকার গান। সবগুলোই সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ অরণি ! গান শুনবার ও পোস্ট পড়বার জন্য ধন্যবাদ ।

আশা করি আপনি নিয়মিত হবেন ব্লগে আপনার উপস্থিতি কামনা করছি সব সময় । যদিও আপনি পোস্ট করেন না !! ভালো থাকবেন সবসময় !

১১| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৪

শেরজা তপন বলেছেন: আজব এদের নিয়ে কিছুই জানতাম না!!!

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এমন কত যে শিল্পী আছে রে মিয়াভাই !

স্কেয়ারক্রো বলে একটা ব্যান্ড ছিল যার কীবোর্ডিস্ট ছিলেন অভিনেতা মিশু । সেই ব্যান্ডও দারুণ ছিল । এমন অনেক ব্যান্ড আছে যাদের প্রচার তেমন একটা হয়নি অথচ দারুণ লিখতো ও গাইতো তারা !!

আসলে মিডিয়ার কারণে আমরা অনেক কিছুই জানতে পারি না !

১২| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

সাাজ্জাাদ বলেছেন: এই দুইটা গান এখনো আমি গুন্ গুন্ করে গায়. তরুনের নতুন কোনো গান শুনি নাই.

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কোন দুটো ?

স্বার্থপর আর তুমি আকাশের বুকে ?

তরুণ নতুন কয়েকটি গান গেয়েছে তাও সেই ১৪-১৫ সালে !! ভালো থাকবেন সাজ্জাদ !! আমার ব্লগাস্তানায় আপনাকে স্বাগতম !

১৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ''তুমি আকাশের বুকে বিশালতার উপমা'' এই গানটা খুব সুন্দর একটা গান। আজও মানুষ এই গানটা পছন্দ করে।

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা ।

ধন্যবাদ !

১৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: স্বার্থপর গানটা যে কতবার শুনছি!

০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাদের সময়কার গান এটা । ২০১২ কী ১৩ এর পর থেকে এই গান আর কোথাও শোনা যেত না । এমনকি এফেম রেডিওতেও না ।

ধন্যবাদ আপনাকে হামা ভাই !! ভালো থাকবেন সব সময় !

১৫| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: একসময় আমি প্রতিদিন গান শুনতাম।
এখন শুনি না।

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ও আচ্ছা !

১৬| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: উপরের ছবিতে কি আপনি আছেন?

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একটা ব্যান্ডের ছবিতে আমাকে কেন থাকতে হবে ? যখন ঐ ব্যান্ডটা আমার জন্মের পূর্বের !!

১৭| ০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

মিরোরডডল বলেছেন:




এমনকি এতদিন যা গান ছিল সব মুছে দিয়েছি । কিছু বিষয়কে একদম ত্যাগ করে নিভৃতে চলে যাওয়া উচিত , কী ঠিক বলেছি না !!


না, ঠিক বলেনি পিচ্চু।
গান ডিলিট করে খুব খারাপ কাজ করেছে।

আমার পছন্দের গান দুটোর কি হবে?

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে আর গান ব্লগে দেবার ইচ্ছে নেই । কারণ এখন আমার অনেক জটিলতা ও সীমাবদ্ধতা । তাই একেবারেই সব মুছে দিলাম । কিছু স্মৃতিকে মুছে দিলে নিজেকে শক্ত করা যায় ওটাও তেমন !

আমার জানা মতে আমার কোন গান তোমার পছন্দের ছিল না তবে হ্যাঁ ভালো লেগেছিল হয়তো কয়েকটা । অবশ্য গানই বা ছিল কয়টা !!

ও আপা বলাই হয়নি আজ নূপুরের জন্মদিন !

১৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

ইমরান৯২ বলেছেন: ট্রাপ ব্যান্ডের আরো একটা পপুলার গান আছে আমার খুবই ফেভারিট ।
আনলাকি থার্টিন

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটার কথা মাথায় ছিল না । চাইলেই তুমি নামের আরেকটি আছে মনে হয় এদের ! এই গানটা ( যেটা আপনি উল্লেখ করলেন ) কোন অ্যালবামের আমার জানা নেই !

জানাবার জন্য ধন্যবাদ হে ব্লগার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.