নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

ঘৃণ্য প্রিয়তমা আমার !

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫০




শহরের বিলবোর্ডে যে মেকী হাসিধারী মডেলগুলো ঝুলে থাকে,
বিশ্বাস করো তাঁদের চাইতেও ভীষণ মোহময়ী তুমি
মাটিতে তশরিফ রাখলে , হুমড়ি খেয়ে পড়ে আবালবৃদ্ধ সব ।
আমিও তাঁদের দলে ছিলাম আর ভেবেছিলাম তুমি কী স্বর্গের মত
নিষ্পাপ ও নিখাদ ? কিন্তু কে জানতো বল তো ?
তুমি যে এক অসাধারণ অভিনেত্রী ও বহুরূপী !


যখন তোমার ভক্ত কুকুরের দল আক্রমণ করে তোমার মানুষ ভক্তদের,
তখন মানুষ ভক্তসকল প্রতিবাদী হলেই তুমি ঘোষনা করো
“বন্ধু সকল আপনারা সহনীয় হোন কামড়কে কামড় নয় চুমু ভাবুন!”
অথচ তোমার পোষা শূয়োরটাকে কেউ তাড়া করলেই তুমি বসিয়ে দাও
তোমার শান্ত প্রাণবন্ত হিংস্র দাঁত !


কী আশ্চর্য ! তোমার এই দ্বিচারী অভিনয় কেন বল তো এত মধুর লাগে ?
প্রতিদিন তুমি তোমার পোষা শূয়োরের গায়ে ঠোঁট ঘষে
গোলাপের কাছে আসো ঠোঁটদুটোকে পবিত্র করবার জন্য ।
সে নাহয় হলো, কিন্তু গন্ধ গোকুলের মত তোমার বিকট সত্তাকে
কী করে ঢেকে রাখো বল তো ? কেমন করে নিষ্পাপ মায়াবি হতে পারো ?


তোমাকে কিছু বলবার সাহস কারুর নেই
কিছু বলতে গেলেই তোমার পোষা দাঁতালু শূয়োরটা তেড়ে আসবে
ভক্তসকল ভয়ে মরবে যদি তোমার হাসি থেকে তারা বঞ্চিত হয়
তাই সকলে স্তিমিত হয়ে যায়, ক্রমশ ক্ষয়ে যায় তোমাকে হারাবার ভয়ে
আমিও তাদের দলে । কে চায় বল শূয়োরের ঘোঁৎ ঘোঁৎ ডাক শুনতে ?
কে চায় বল তোমার মোহ থেকে দূরে যেতে !


তবে অপেক্ষা করো প্রিয়তমা আমার
তুমি একদিন ঠাঁই পাবে এই জগতের শ্রেষ্ঠ কোন জাদুঘরে
কাঁচঘেরা বাক্সে তোমাকে সাজানো হবে তোমার চাইতেও মোহময়ী করে
টিকিট কেটে এসে কিছু যুবক তোমাকে ঘৃণাভরে থুথু ছুঁড়ে মারবে
কাঁচ ঘেরা থাকবে বলে ভেবো না তুমি বেঁচে যাবে
কারণ ঘৃণা কাঁচকেও যে ভেদ করতে জানে !!

নিবর্হণ নির্ঘোষ
২৪ নভেম্বর, ২০২৩

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইয়ে মাবুদ!!! কি হলো আপনার!!!!

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওমা কী হবে ?

আপনি এমনভাবে বললেন যেন আমি বিরাট কিছু একটা করে ফেলেছি ।

কবিতা কী বেশি সুন্দর হয়েছে বড় ভাই ?? :P

২| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৬

বিজন রয় বলেছেন: এত ঘৃণা কেন? তাহলে সে প্রিয়তমা হলো কিভাবে?

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা,

দাদা, ঘৃণা জন্মেছে বলে কী অস্বীকার করতে পারবে যে প্রেম ছিল না । প্রথম আবেগের প্রাধান্যতা আছে না !


এই যেমন ধরুন কোন মহিলার প্রথম যে সন্তান তার নামেই "অমুকের মা" বলে ঐ মহিলা পরিচিত হবে তাই বলে কি মহিলার অন্য সন্তান থাকলে তাদের মা বলে কী গণ্য হবে না ? এমন আরকি !!

ভালো থাকবেন বিজন'দা !!

৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৩

সামরিন হক বলেছেন: অন্ধ ভালোবাসার শেষ দৃশ্য

পড়ে গেলাম।

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শুধু কী পড়ে গেলেন ? বিরাট মাপের ভারী মন্তব্যও তো করে গেলেন ! হাহাহাহা , ভালো থাকবেন, পড়বার ও মন্তব্য করবার জন্য ধন্যবাদ জানবেন !

৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৭

বিজন রয় বলেছেন: কবিতা অনেক ভাল হয়েছে। আপনার এই কবিতা পড়ে ব্লগের অনেক ভাল ভাল কবির কথা মনে পড়ে গেল।
সময় স্বল্পতায় বেশি কথা বলতে পারছি না।

সাথে আছি, সাথে থাকুন।

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কী বলেন দাদা , রাতে আচমকা মাথায় কিছু শব্দপোকা গিজগিজ করছিল আর লিখে ফেললাম এই বাক্য গুলো । কী যে দাঁড়ালো নিজেই জানি না । তবুও যে সম্মান দিলেন তার জন্য আমি আপ্লুত!

সাথে আছেন জেনে ভালো লাগলো । আমিও থাকবো । শুভ রাত্রি !!

৫| ২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

বিজন রয় বলেছেন: পেয়েছি। ইউরেকা!!

২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা । যাক আমার কবিতাও আপনার মন্তব্য পেয়েছে তবে আপনার মত উল্লাস সে করতে পারবে না !

৬| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

Muksedul rehman বলেছেন: প্রেম অর্থে নিতে পারতে ছিনা, কবিতাটি কেবলই উপমা মনে হচ্ছে।
বিষয় টা ক্লিয়ার করতে সহায়তা করতেন যোদি?

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতা মানেই তো উপমা ও রূপকের ভাণ্ডার !

আপনি কবিতায় ডুব দিয়ে যা পাবেন তাই বুঝে নিন ।

ধন্যবাদ কবিতাটি পড়বার জন্য ও মন্তব্য করবার জন্য !

ভালো থাকবেন !

৭| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০১

সোনালি কাবিন বলেছেন: দ্বিতীয় স্তবকে কি কোনো এক গাজী এবং একজন মহিলাকে রিলেট করা হয়েছে? জানিনা, ভুল বলে ফেললাম কীনা?

" আরো কতদিন আমি খুঁজেছি কবিতাকে,
জানিনা যদি ভুল হয়ে থাকে। "

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যা কিছু মুখ ফুটে বলা যায় না তা আচমকা কবিতা হয়ে প্রকাশিত হয় ।

কবিতাকে খুঁজতে হবে না আপনি ভালো কবিতা বোঝেন কবিতাই আপনাকে খুঁজবে !

ভালো থাকবেন সোনালি কাবিন !

৮| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:১৯

আমি সাজিদ বলেছেন: এভয়েড করাই সবচেয়ে ভালো উপায়। অনেকের সাথে জীবনে চলার পথে পরিচয় হয়, কিন্তু কতোজনের সাথেই বা সম্পর্ক ধরে রাখা যায়? যার সাথে মতের মিল হচ্ছে না যাকে টক্সিক লাগছে, তাকে গুডবুক থেকে মুছে দিলেই সমস্যার সমাধান। বাস্তবে যদিও এটা বেশ কঠিন, কিন্তু ভার্চুয়ালি খুব পসিবল।

চুমু/ ঠাপ /স্তন এই রিলেটেড কবিতার লেখক ও তাদের পাঠকদের ( যারা পারলে কবিতাতেই অর্গাজম করে ফেলে) এভয়েড করো।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: চুমু/ ঠাপ /স্তন এই রিলেটেড কবিতার লেখক ও তাদের পাঠকদের ( যারা পারলে কবিতাতেই অর্গাজম করে ফেলে) এভয়েড করো।

কিছু লোক আছে এইসবে কোন আপত্তি নাই । কেবল কঠিন কেন লিখি তাতেই যত আপত্তি । সবসময় ধর্মের কথা বলে অথচ এইসবে কোন প্রতিবাদ ওনারা করবেন না !

আর যদি দর্শনের পোস্ট দেন তো গায়ে আগুন ধরে যায় ।

এইসব নোংরামিতে আর থাকতে ইচ্ছে করছে না ভাইয়া । আপা বলে সম্মান দিয়েছি সত্যিই শ্রদ্ধা বাদে এই ব্লগে সবার জন্য আমার আর কিছুই ছিল না । ভাবনাতেও ছিল না এইসব ঘৃণ্যদের আমি শ্রদ্ধা করতাম !

৯| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৭

আমি সাজিদ বলেছেন: আসলে নানা কারনে বিগত বিশ দিন ব্লগে প্রেক্ষাপটের দিকে মনোযোগ দেওয়া হয়ে উঠে নাই। এর মাঝেই নানা কাহিনী ঘটে গেল!

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরও ঘটবে দেখুন !

আরও কিছু মানুষের মুখোশ উন্মোচন হবে । আমি থাকবো না আপনারাই দেখবেন !

১০| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ২:১১

আমি সাজিদ বলেছেন: এভয়েড করা মানে এই না যে ঘৃণা করা। সম্মান দিলে তো সরাসরি ফিরিয়ে নিয়ে ঘৃণা করা যায় না! আমি দুই তিন সপ্তাহ আগে মন্তব্য পড়ে বুঝতাম যে কোথাও একটা ছন্দ কেটে যাচ্ছে। মাঝে কিছুদিন গ্যাপ দিয়ে এসে এক অদ্ভুত অবস্থা দেখলাম। পারসোনালি আমি ব্লগের সম্পর্কতে খুব একটা আস্থা রাখতে পারি না। যার লেখা পড়ছি তার কাছ থেকে লেখা ছাড়া আর বেশী কিছু প্রত্যাশা করতে গেলেই বিপদ। আমার আট নম্বর মন্তব্যটা মুছে দেওয়ার অনুরোধ থাকলো। কিছু শব্দ এখন নিজেরই পছন্দ হচ্ছে না।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

যাযাবর১১১ বলেছেন: বাপরে ! এত ঘৃণা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.