![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
আমার মনের অভিধানে বন্ধু ভাবনা প্রেম বলে কোন শব্দ নাই।নিঃসঙ্গ এই জীবনের প্রতিটি মূহুর্ত যেন মনের চতুষ্কোণে বৈশাখের ঝড় তোলে।একাকীত্ব যেন জীবনের শেষ স্বাদটুকু কেড়ে নিচ্ছে মনের অজান্তে।জন্ম থেকে আজ অবধি বন্ধুহীন জীবন যেন প্রকৃতরূপে জীবনের স্বাদ থেকে বঞ্চিত।হয়তো বিধাতার লিখন এটাই,রঙ্গমঞ্চের এই দুনিয়াতে সবকিছু বদলায়...কিন্তু এ বিষাদময় জীবনের পটের কোন পরিবর্তন নেই।উফ...জীবন যেন অকূল সাগরে মাঝিহীন তরী সদ্যৃশ।সত্য বলতে একটাই অভাগা যেদিকে তাকায়,সাগর সেদিকে শুকায়...আর আমার ক্ষেত্রে এটাই বাস্তবতা।অনেকেই বলে LIFE means L-love I-interest F-friend E-emotion.যদি এর মাঝে ।Friend না থাকে তবে জীবনটা lie হয়ে যায়।কিন্তু আমারতো এর মাঝের একটাই নাই..তাহলে আমার টা কি জীবন,,নাকি ***** শূন্যতা?
©somewhere in net ltd.