![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
"যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান।দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে--অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ"।
আমি তাই অট্টহাসি হাসি। আমার হাসির ব্যাপারে যেমন কঠিন পর্যায়ের যশ আছে,তেমনি কোমল পর্যায়ের দুর্নাম ও আছে। তবুও আমি হাসি,আমার মত করে অট্টহাসি হাসি।
পৃথিবীতে স্বেচ্ছায় হাসার বাধা নেই,তাই হাসি। হাসিতে নাকি দীর্ঘায়ু লাভ করা যায়,তাই হাসি।
©somewhere in net ltd.