![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
আমার এক দুরন্তপনা শৈশব ছিল,
যা আজ হারিয়ে গেছে কালের বিবর্তনে
ঠাঁই পেয়েছে স্মৃতিপটে।
যেখানে ছিল লাটিম ঘুরানো মনের অভিব্যক্তি,
কিংবা ঘুড়ির মত ছুটে চলা উদাসী হৃদয়।
আমি উড়ে চলতাম কালবেলার স্রোতে
পঙ্খীরাজের মত,
যেখানে আলো ছিলো আঁধার ছিল
কান্না ছিলো হাসি ছিলো
অনুভূতিরা ভীড় করেছিলো শত শত।
আজ স্মৃতিপটে ভেসে উঠে আমার হারানো সেই শৈশবের হেয়ালি কিংবা অজস্র দুরন্তপনা।
বৃথা খুঁজে ফিরি তারে
কালের সমীপে স্মৃতির বাহুডোরে।
ছবি: নিজস্ব
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
দূর দ্বীপবাসী বলেছেন: Thanks a lot Sadha Moner Manush
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: ছবি ও শৈশবের কবিতা ভালো লেগেছে, শুভেচ্ছা জানিয়ে গেলাম