![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
জীবনটা গাঙের মতোই নানান রূপী।
এক কূল ভাঙে তো,ও কূল গড়ে।
কখনো উজান,কখনো ভাটি।
কখনো জলস্রোতে যৌবনমতী,কখনো বালুচরে ধূ ধূ মরুভূমি।
কখনো কারো সুখের স্বপ্নদ্রষ্টা ,কখনো কারো দুঃখের স্রষ্টা।
কখনো পূর্ণ শীতল,কখনো পূর্ণ উত্তাল।
জীবনের রহস্য তথা বৈচিত্র্যময়ী রং চেনা দুঃসাধ্য ব্যাপার।
©somewhere in net ltd.