![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
আট মিনিটের সেক্স স্ক্যান্ডাল ভিডিও নিয়ে বঙ্গদেশে যা তোলপাড়, তাতে আবারো প্রমাণিত হল যে একমাত্র বাঙালি জাতিই পারে বিষয়হীন তিল বস্তুকে তিমি হিসেবে উপস্থাপন করতে।
যেমন, হাতি নিয়ে যা মাতামাতি করলো ঠিক সেই রকম।
দেশ জুড়ে কত মা বোন প্রতিনিয়ত নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, কতদিন রক্ত আর চোখের জল ঝরছে মামলার কাঠগড়ায় দাঁড়িয়ে, তার ইয়ত্তা নেই।
কত স্কুলগামী মেয়েরা ইভটিজিং এর শিকার হচ্ছে তার কোন প্রতিবাদ, প্রতিকার নেই।
বাজে একটা বিষয় নিয়ে দেশসুদ্ধ নেচে বেড়াচ্ছে।
বাঙালি পরের কুকর্ম নিয়ে ঘাটাঘাটি করতে একেবারে ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
দুঃখ লাগে তখন যখন সচেতন শিক্ষিত সমাজ এটা নিয়ে এলাহি কান্ড করে চলেছে।
দুঃখজনক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮
দূর দ্বীপবাসী বলেছেন: হুম সেটাই।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
ছদ্দবেশি লৌকিক বলেছেন: আসলেই দুঃখজনক,,,