![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
আজকের বিশ্বসন্ত্রাস ও জঙ্গীবাদের পদচারণা একদিন সমাপ্তি ঘটবে।
আর এরকম একটি আশা জাগানিয়া গানের কথা উৎসর্গ করলাম সামহোয়্যার ইন ব্লগারদের জন্য।
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চল যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোছনায় নীল হবে অমনি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেন হায় ভয় হয় নিশিদিন
জোনাকির গান বুঝি থামল
চাঁদনী যে লুকাল আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এই ভুবন যে নুতন এই স্বপন চিরদিন।
©somewhere in net ltd.