![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে গত দুই সপ্তাহে ধরে মুসলিম রোহিঙ্গাদের উপর যে তীব্র নির্যাতন চালিয়ে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে বৌদ্ধ রক্ত পিপাসী জানোয়ারেরা।
তীব্র ধিক্কার জানাই এসব জানোয়ারদের যারা 'জীবহত্যা মহাপাপ ' বলে প্রচার করে মানুষ হত্যায় লিপ্ত।
তবে সবচেয়ে দুংখজনক ব্যাপার হলো নোবেলবিজয়ী অং সান সুচির মত লেডি হিটলার এ হত্যাযজ্ঞের নেতৃত্ব দিচ্ছে।
আরো দুঃখজনক হলো বাংলাদেশসহ মুসলিম বিশ্বের নীরবতা পালন।
মুসলিম বিশ্বের নীরব থাকাটা মুসলমানদের ভবিষ্যত কোথায় নিয়ে পৌঁছায় সেটাই দেখার পালা।
রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশ সরকারের উচিত হাত বাড়িয়ে দেওয়া।
এক্ষেত্রে উত্তম কাজটি হবে কুটনৈতিক উপায়ে প্রতিবাদপত্র পাঠানো আর সীমান্তে শরণার্থী শিবির খোলা।
১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১১
দূর দ্বীপবাসী বলেছেন: আমরা সব মানুষের জন্য কাঁদি।
২| ২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ ৈসকত পলাশ : আমরা নয়!
হিপোক্রসি ছাড়ুন!
বাংলাদেশৈর ঘটনার প্রতিটি ঘটনায় স্পষ্ট আওয়ামী লীগের নেতাদের, ভুমিদস্যুদের সম্পৃক্ততা প্রমাণীত। সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট হলে তা সংশ্লিষ্টরা, পুরা বাঙালী জাতি নয়।
আর েস অজুহাতে অন্য নির্যাতিতর জন্য বেদনা অনুভব করা যাবেনা এই জাতীয় হিপোক্রেট চেতনা বঙ্গোপসাগরে ধুয়ে আসুন মানুষ হতে হলে..
আর সত্যবাদী হলে নাম ধরে বলুন আওয়ামীলীগের খুন, গুম, দখল ধারী, স্বৈরাচারীতার উপর। ।।ঐ হেডম তো নাই! আছেন ভাব ফুটানোর তালে!!!
১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১২
দূর দ্বীপবাসী বলেছেন: আরে ওসব বলবেন না দাদা,
আতে ঘা লাগবে।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
Saikat Palash বলেছেন: আমরা রোহিঙ্গাদের জন্য হাহাকার করতে পারি। কিন্তু নিজ দেশের হিন্দু, বৌদ্ধদের বাড়িঘর জ্বালিয়ে দিই। দেশীয় নাগরিকত্ব পাওয়া সাঁওতালদের উপর নির্যাতন করি। অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ আমরা