নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঝুম আখতার

সময় এর মুল্যায়ন করা সবার জন্য জরুরী।শুধুমাত্র পশুদের পক্ষেই আত্মতৃপ্ত জীবনযাপন সম্ভব। মানুষের কাজ লড়াই করে বাঁচা.....................।

নিঝুম আখতার › বিস্তারিত পোস্টঃ

শহীদ এর সংজ্ঞা কি ? কোন যুক্তিতে তারা শহীদ বলে গণ্য হবেন ? (কপি পেষ্ট)

০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩৮



শহীদ কাকে বলে? সোজা কথায় ধর্মযুদ্ধে নিহত ব্যক্তিই শহীদ । অবশ্য এটা পুরোপুরিই ইসলামীক ব্যাখ্যা । প্রচলিত অর্থে দেশের জন্যে বা মানবকল্যাণে নিহত ব্যক্তিরাও শহীদ বিশেষনের অন্তর্গত । ইংরেজি martyr এর সহজ বাংলাই হলো শহীদ । আর শহীদ (আরবি ভাষায়: شَهيد) তাঁদের বলা হয়, যাঁরা ধর্ম যুদ্ধ অথবা দেশ রক্ষার কাজে নিজের জীবনকে বিলিয়ে দেন এবং জীবন ত্যাগ করেন। সাধারন ভাবে বলা যায়, যিনি দ্বীনের পথে জীবন ত্যাগ করে আর যিনি মাতৃভূমি রক্ষা করার জন্য জীবন দেন এরা শহীদের মর্যদা পাবেন। কিন্তু শহীদ শব্দটি যত্রতত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এর প্রকৃত অর্থকে বির্তকিত করা হয়েছে প্রতিনিয়ত। অবশ্য বাংলাদেশে শহীদের সংজ্ঞা বিকৃত হতে হতে এখন লজ্জাজনক একটা অবস্থায় পৌছেছে । রাজনৈতিক দলের পাতি নেতা চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেলেও শহীদ হয় । আর 'বাচলে গাজী মরলে শহীদ' বাহিনীর কথা তো বলার কিছু নেই, তারা মনে হয় সাপের কামড় খেয়ে মরলেও শহীদ খেতাব পায়। তিনটি কারনে কেউ নিহত হলে তাকে শহীদের কাতার ভুক্ত করা হয়। এটা আমার ব্যক্তিগত মতামত।



০১. পবিত্র ধর্ম যুদ্ধে অর্থাৎ ধর্মের জন্য যুদ্ধ করে নিহত হলে তাকে শহীদ বলা হয়।



০২. মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কেউ নিহত হয় তাকে শহীদ বলা হয়। এবং



০৩. ভাষা রক্ষার আন্দোলনে কেউ নিহত হলে তাকে শহীদ বলা হয়। সেই ক্ষেত্রে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত সকলেই শহীদ বলে গন্য হয়।



এ প্রসঙ্গে আল্লাহ বলেন:



وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ



আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। (আল- ইমরান: ১৬৯।)



আল্লাহ আরো বলেন:

فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ



আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয় ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনাও নেই। (আল- ইমরান: ১৭০)।



শহীদ বঙ্গবন্ধু বা শহীদ শেখ মুজিবুর রহমান কথাটা তেমন একটা প্রচলিত না। যেটা প্রচলিত ( বিশেষ করে বিএনপি-জামাত নেতাদের মুখে ) সেটা হলো শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান । নেতা - পাতি নেতারা তো বটেই, ম্যাডাম জিয়া নিজেও সভা-সমাবেশে, খালে-বিলে আর সংসদে জিয়াকে শহীদ আর বঙ্গবন্ধুকে মরহুম বলে অভিহিত করে আসছেন । বর্তমানে অনেক আওয়ামী নেতারাও বঙ্গবন্ধুকে শহীদের কাতারে নিয়ে দাড় করান । এখন আমার প্রশ্ন হলো, কোন যুক্তিতে তারা শহীদ বলে গণ্য হবেন? বঙ্গবন্ধু নিজের বাড়িতে আর জিয়াউর রহমান চট্টগ্রামে কোন ধর্মযুদ্ধে ব্যস্ত ছিলেন? দুজনই সেনাবাহিনীর কিছু উচ্ছৃংখল কর্মকর্তার উচ্চাভিলাষের স্বীকার হয়ে মৃত্যুবরন করেন। স্থান, কাল আর পাত্র বাদ দিলে তাদের দুই জনের হত্যার ধরণ একই ।



বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান - কাউকে ছোট বা বড় করা আমার উদ্দেশ্য না । আমি যা বলতে চাইছি তা হলো মরহুম বলা হলে তারা দুই জনই মরহুম, আর শহীদ বলা হলে দুইজনই শহীদ । প্রায় হুবহু একই রকম ঘটনায় একজন মরহুম আর আরেকজন শহীদ হন কিভাবে?

Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +১/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৪

আসক্ত_আমি বলেছেন: যৌক্তিকতা আছে কথায়। '৫২-'৭১-এ যারা অকাতরে প্রাণ দিয়েছে তারাই কেবল এই শহীদের মর্যাদা লাভ করার যোগ্যতা অর্জন করেছেন। প্লাস।

০৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৩

নিঝুম আখতার বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫১

এইচ এম বাশার বলেছেন: একজন মরলে জাতি আনান্দ মিস্টি মিছিল করেছিল....
অন্যজন মোরলে জাতি ৩ মাস শোকে মাতম কোরেছিল....
সো ইতিহাস তো আলাদা ..ব্যাখ্যা ভিণ্ণ হওয়াই সাভাবিক-------

০৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৩

নিঝুম আখতার বলেছেন: ইসলামের দৃষ্টিতে কোনটি সঠিক ?

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮

কঠিনলজিক বলেছেন: ধর্ম ব্যাখ্যা উনুযায়ী "শহীদ" কাউকে বলা হয় না ,এই প্রাথমিক তথ্য না জেনেই একটা পোস্ট দিয়ে দিলেন ?
যে ব্যাখ্যা দিলেন "শহীদ" এর এটা সম্পূর্ণ ধর্মী্য় ব্যাখ্যা এবং স্পেসিফেক্যালি "ইসলাম" এর ব্যাখ্যা।
এই ব্যাখ্যা অনুযায়ী মহান মুক্তি যুদ্ধে শহীদ অন্য ধর্মালম্বী কেও শহীদ বলা যাবে না।
আবার "ভারত" এর বিভিন্ন ঘটনায় "নিহত" যেমন ২৬ নভেম্বর মুম্বাই হামলা র নিহত দের কে ভারত সরকার "শহীদ" ঘোষনা করেছে।
ভারত সরকার কি আপনার দেওয়া ইসলামী "ব্যাখ্যা অনুযায়ী শহীদ ঘোষনা করলো ?
এ সব বলার উদ্দেশ্য হলো এটা পরিস্কার করা যে "শহীদ" খেতাবের ভিত্তি "ধর্মীয় বা ইসলামী" ব্যাখ্যা নয় , বরং তাদের দেশের প্রতি "অবদান" এর ভিত্তি তে।
এবার আসেন আর তুলনা করেন "শহীদ জিয়ার" অবদান আর "শেখ মুজিবের" অবদান !!! তুলনা করতে পারেন তাদের উভয়ের মৃত্যু তে ততকালীন দেশ বাসীর প্রতিক্রিয়া থেকে ।
ভাল ভাবে পর্যবেক্ষন করলে "শেখ মুজিব " কে শহীদ বলার যুক্তি দেওয়ার কারণে আপনার নিজেরই লজ্জা লাগবে ।

০৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৩

নিঝুম আখতার বলেছেন: শহীদ (আরবি ভাষায়: شَهيد) তাঁদের বলা হয়, যাঁরা ধর্ম যুদ্ধ অথবা দেশ রক্ষার কাজে নিজের জীবনকে বিলিয়ে দেন এবং জীবন ত্যাগ করেন।
Shahid (Arabic: شَهيد ‎ šahīd, plural: شُهَداء šuhadāʾ, also anglicized as shaheed) is an Arabic word meaning "witness". It is a religious term in Islam, literally meaning "witness" but almost always means a "martyr." It is used as an honorific for Muslims who have laid down their life fulfilling a religious commandment, or have died fighting defending their country or protecting their family.

“ Allah hath purchased of the believers their persons and their goods; for theirs (in return) is the Garden (of Paradise): they fight in His Cause, and slay and are slain: a promise binding on Him in Truth, through the Torah, the Gospel, and the Quran: and who is more faithful to his Covenant than Allah? Then rejoice in the bargain which ye have concluded: that is the achievement supreme. „

—Qur'an, 9:111

Prophet Muhammad is told to have said these words about martyrs:
“ The martyrs requested of Allah the following; "For the sake of you, o Allah, send us back to the world again so that we may be martyred once more". „

Muslims also believe that Allah grants the reward of martyrdom to those who die in a variety of ways, including death during childbirth, accidents such as fires and drownings, and epidemic diseases such as the plague.

Regardless of how death occurred, Muslims believe that the reward of martyrdom is contingent upon proper belief, sincerity, perseverance and thankfulness to God. More importantly, Shahid or Shaheed means a struggle, whether internal for the betterment of one's self, or external, relating to the betterment of society.
কোরআন হাদিসের আলোকেই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। সফলতা কতটুকু সেটা বিবেচনার ভার পাঠকের উপরই ছেড়ে দিলাম।

জিয়াকে কেন শহীদ জিয়া বলা হয় ?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১০

এক্স বলেছেন: ০২. মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কেউ নিহত হয় তাকে শহীদ বলা হয়।

আচ্ছা ভাই পাকিস্তানী যারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখন্ডতা বাঁচানোর জন্য ৭১ এ যুদ্ধ করে নিহত হয়েছে তারাও কি শহীদ?

০৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৮

নিঝুম আখতার বলেছেন: অন্যায় ভাবে তারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাদের আক্রমন করে নিহত হয়েছে তারা শহীদ নয়। পাকিস্তানীরা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে নিহত হয়নি নিহত হয়েছে অন্যের অধিকার হরন করার জন্য।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৭

আবু জাফর সাদিক বলেছেন: যারা সরাসরি জিহাদের ময়দানে বা জিহাদের ফলে জীবন দিয়েছেন তাদের শহীদ বলব। অন্য অনেক ধরনের মানুষ শহীদের মর্যাদা পাবেন, তবে ইহকালে তাদেরকে শহীদ আখ্যায়িত করা যাবে না।

০৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১০

নিঝুম আখতার বলেছেন: ধন্যবাদ ব্যাখ্যার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.