![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিলো, যখন তুই আর আমি ক্যাম্পাস দাপিয়ে বেড়াতাম, পুকুর কেন্দ্রিক এম সি কলেজের সবুজ ঘাসের জমিনে আমাদের পায়ের আলপনা হয়তো এখনও বিস্তৃত। সম্পর্কের বিশুদ্ধ বন্ধনে আবেগী আমরা ছিলাম আবেগ শুন্য। বন্ধুত্বের শিকলে বেধে রেখেছিলাম নিজেদের। কখনো বিশ্বাস করতে চাইনি বন্ধুত্বের বাইরেও কোন সম্পর্কে জড়িয়ে যেতে পারি আমরা। তোর বিয়ের কথা চলছে, আমার সে কি আনন্দ!!!! তোর আব্বু দেশে আসতে পারছেন না বলে, আমাকে দায়িত্ব ও বুঝিয়ে দিলেন, আমি সুবোধ বালকের মতো সব কিছু করেছি নির্ধিদ্বায়। তখন আমার এম বি এ ফাইনাল সেমিষ্টারে পরীক্ষা, প্রিয় বন্ধুর বিয়ের কাছে পরীক্ষার পরাজয় হলো। লাল শাড়িতে তোর হাসি মুখের এই ছবি আমাকে নষ্টালজিক করে তুলে, অপলক তাকিয়ে ছিলাম, সবার অনুরোধে তোর পাশেও গিয়ে বসলাম, অসম্ভব সুন্দর লাগছিলো তোকে, হয়তো এই রকম ভাবে তোকে কখনো দেখা হয় নাই।
বিয়ে শেষে ফিরে আসলাম ঢাকায়,
জমিনে জমিনে বাড়লো দুরত্ব, আবেগের ফুলদানী হলো রক্তাক্ত। বুঝতে শুরু করলাম হারানোর ব্যাথা, তখনই আবিস্কার করতে শুরু করলাম, আমার মাঝে অদেখা আমাকে, এলোমেলো হতে থাকলো জীবন ডাইরী প্রতিটি অক্ষর, এ কি শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু??
(Wine-R)
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
মোঃ ইউছুফ শেখ বলেছেন: ভাল লাগল
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
সুলতানা রহমান বলেছেন: অন্য কিছু ও হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
মোঃ ইউছুফ শেখ বলেছেন: ভাল লাগল