![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কম্পিটারে ভাইরাস আক্রান্ত হওয়ায় আমাকে কম্পিটার নতুন করে পার্টিশন দিতে হয়েছে।তাই কম্পিটারে অনেক প্রয়োজনীয় ডাটা,ছবি সব মুছে গেছে।আমি কিভাবে আমার আগে মুছে যাওয়ার ডাটা,ছবি,গেমস সব ফিরে পাবো এ ব্যাপারে কেউ সাহায্য করলে উপকৃত হবো ।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
নি্লীমা বলেছেন: ধন্যবাদ.....
২| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
নি্লীমা বলেছেন: ধন্যবাদ.....
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
নি্লীমা বলেছেন: ধন্যবাদ.....
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮
রোহান খান বলেছেন: আমি মনে করি রিকুভ্যাই ভাল কাজ দেবে - ওটা ইউজ করে দেখুন। কাজ না হলে Ii Iia
Try this - "ICare Data Recovery" you can Download with keygen.
go to google and search "Icare data recovery + keygen".
https://www.google.ae/#sclient=psy-ab&q=icare data recovery keygen&oq=&gs_l=&pbx=1&bav=on.2,or.r_cp.r_qf.&bvm=bv.50165853,d.bGE&fp=b728651a7d6aceeb&biw=1440&bih=809&pf=p&pdl=300
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
নি্লীমা বলেছেন: ধন্যবাদ.....
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৮
শাহী বলেছেন: Click This Link
Click This Link
ডাটা লস হওয়ার পর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
১. যে ড্রাইভের ডাটা লস হয়েছে, সেটাতে আর কোন ডাটা কপি/রাইট করবেন না।
২. ড্রাইভটিকে সেকেন্ডারি হিসেবে কানেক্ট করুন।
৩. খেয়াল রাখুন আপনি যেই পিসিতে কানেক্ট করছেন, সেই পিসির হার্ডড্রাইভে যেন কোন ভাইরাস/ম্যলওয়্যার না থাকে, কেননা এইগুলো আপনার ডাটা লস হওয়া ড্রাইভে রাইট হতে পারে, যার কারণে রাইটকৃত অংশের ডাটা পার্মানেন্টলি লস হবে।
৪. প্রবলেম যদি বুঝতে না পারেন, অভিজ্ঞ কারো হেল্প নিন, কেননা, ডাটা রিকভারি One Time Assignment, কোন ভুল হলে, তা ওয়ার্ল্ড এর আর কোন ডাটা রিকভারি স্পেশালিষ্ট রিকবার করতে পারবেনা।
৫. বুঝার আগ পর্যন্ত হার্ডড্রাইভ কিংবা আপনার ষ্টোরেজ ডিভাইসটি ডিসকানেক্ট করে রাখুন।
৬. স্ক্যানডিস্ক/ডিফ্রাগমেন্ট জাতীয় কোন ধরনের ইউটিলিটি চালাবেন না, এমনকি যদি অপারেটিং সিষ্টেম চালু করে ফেলে, ইমিডিয়েটলি সেটা অফ করেন। এমনকি থার্ডপার্টি জাতীয় (যেমন - নর্টন ডিস্ক ইউটিলিটি/ফার্ষ্ট ডিস্ক এইড টুলকিট ইত্যাদি)
৭. যে ড্রাইভের ডাটা লস হয়েছে, সেটাতে কোন ধরনের নতুন সফটওয়্যার/এমনকি ডাটা রিকভারি সফটওয়্যারটি কপি/ইন্ষটল করবেন না।
আর প্রফেশনাল সার্ভিস প্রয়োজন হয় - http://www.vsrcbd.com
অফটপিক: ভাইরাস দুর করার জন্য পার্টিশন ভেঙে ফেলাটা অপ্রয়োজনীয়।
পায়ে স্ক্যাচ পড়ার কারণে ব্যন্ডএইড না লাগিয়ে পুরো পা টাকেই কেটে ফেলার মত নয় কি ব্যপারটা!
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬
মিনহাজুল হক শাওন বলেছেন: শাহী ভাইয়ের কথা শুনেন ঠিকমত। উনি ডাটা রিকভারী স্পেশালিস্ট।
৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
পাস্ট পারফেক্ট বলেছেন: @শাহী, আপনি কি হ্যাকার শাহী মির্জা?
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮
মিনহাজুল হক শাওন বলেছেন: http://www.filehippo.com/download_recuva/