![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন রাতে জেগে ওঠে বাজার
রূপসীর হাত একনিষ্ঠ সেবিকার।
আপন সন্তান যখন ঘুমে আচ্ছন্ন গভীর
তখন শ্রুশ্রূষায় যায় মা লম্পট বিধির,
সমাজের সটান যন্তর তোমার আমূল ভিতর
স্থলন দাহে পোড়ায় যত জঞ্জাল অবসর।
শিৎকারে নিথর; বধির দেয়ালের গায়ে
কান পাতে লোলুভ অর্থের খেলা।
তুলে দেয় স্তন মায়ের; সন্তানের মুখে
কাতর উল্লাসে জাগে যেন কামুক-মেলা।
থরথর উঠছে কেপে কেদারায় ভগবান
অর্থে কিনছে মায়ের দেহ তারই সন্তান।
বিত্তের পারমী দোহাই মুণ্ডুক ত্রাতা
কেমন পূণ্যি পুরুষ সে উলঙ্গ বিধাতা ?
©somewhere in net ltd.