![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্ণফুলীর পাড়ে পরে আছে জল স্নিগ্ধ চাঁদের আলো।
অসাড় মৌন অনন্ত ক্ষণে তুমি আশার প্রদীপ জ্বলো।
মণিকর্ণিকা শোনো....!!
এখানে সুপ্ত কালের প্রলয়
বিষাদ ব্যতীত কিছু নেই,
এলে ফোঁটা পাপ হবে ক্ষয়
শুভ্র শুভ্রতর অতিশয়।
ঝড়ের শনশন ভেদ করে ভেসে আসছে আসব যেন গন্ধে মো মো চপলার শান্ত পদে।
ও সে অন্তিমে আজ মুখর ডাকে
তৃপ্ত করি কঙ্কাল শ্মশানে।
ও নোলক আর চাই নে সে অমৃতে,
আখি যুগল শুধু টানি লও সুফল হতে সুফলে।
©somewhere in net ltd.