![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
ব্লগের যাত্রা শুরু হয়েছিল মুক্তমনাদের জন্যে। কিন্তু ব্লগটা কট্টর বাহিনীতে সয়লাব। এখানে মুক্তচিন্তার ব্লগাররাই সংখ্যালঘু। কট্টর উগ্রবাদী মৌলবাদ আর কট্টর লীগার। বিশেষ কর আমার ব্লগের অবস্থা খুবই খারাপ। যে কারনে এতো বছর পর আমাকে নতুন কোন ব্লগের সদস্য হতে হচ্ছে।
আমার খুদ্র বুদ্ধিতে এটা আসেনা যে যারা লীগ করেন তাঁরা কখনো লীগের কোন দোষ স্বীকার করতে চায় না কেন?
বঙ্গবন্ধুর অবদানকে বিক্রি করে নিজেদের পেট চালানোর জন্যে হলেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কিছুটা হলেও একটি দলই এখনো আছে, সেটা আওয়ামীলীগ। এই ব্যাপারটা কেউ অগ্রাহ্য করছেনা কখনো। বিশেষ করে আমরা যারা বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যু নিয়ে আন্দলন করে আসছি, রাজাকারদের বিচারের উদ্যোগকে আমার যারা আন্দোলনের মাদ্ধমে এই জনগনের কাছে এই বিচারের দাবীকে আরও জোরালোভাবে তুলে ধরেছি, রাজাকারদের বিচারের দাবীর তীব্রতার ধারাবাহিকতা বিশ্বদরবারের দৃষ্টিতে নিবদ্ধ করেছি, সেই আমরা আওয়ামীলীগকে কখনোই প্রত্যাক্ষান করছিনা যেটা বিনএনপি বা জামাতের ক্ষেত্রে তীব্রভাবে করে আসছি।
অথচ এই আমরাই রাজাকার বাহিনীর বিচার নিয়ে কোন আই ওয়াশ দেখেলে প্রতিবাদ করতে পারবনা। করলে আওয়ামীলীগের থেকে ঠিক সেরকম বানী শুনতে হয় যা শুনতে হয় রাজাকারের ফাঁসীর দাবীর কারনে জামাতিদের কাছ থেকে।
এই নব্য হাইব্রিড লীগারগুলোর কারনেই আওয়ামীলীগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। হাঁ, অনেক সিনিওর ত্যাগী নেতাকে আমরাও চিনি, যাদের সাথে রাজাকার ইস্যু নিয়ে আলাপ করলে যুক্তিযুক্ত কিছু উত্তর জানা যায় কিংবা বিলম্বিত সাজার প্রেক্ষিতে তাঁদের কোন আশাজনক ও রাজনৈতিক বিচক্ষনশীল মতামত পাওয়া যায়। আসলে ইশপের উপদেশমূলক গল্পেইতো আছে যে, কিছু গাধা সব সময়ই সমাজে থাকবে যে কি না তার মালিককে কেউ সম্মান করলে সেটা তাঁর নিজেকে করা হচ্ছে ভেবে নিজের মদ্ধে একটা হামবড়া ভাবের চলন আনতে যেয়ে একটা সময় নিযেতো হোঁচট খেয়ে পরবেই সাথে মালিককেও সেই হোঁচটের আঘাত সইতে হবে।
Click This Link ফাঁসী নিয়ে খুব সংশয়ে ছিলাম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। বঙ্গবন্ধুর আদর্শকে হাই ব্রীড লীগাররা বানিজ্যে পরিনত করলেও আপনার মাঝে বেঁচে থাকুক তাঁর আদর্শ!! জয় বাংলা!!
https://www.amarblog.com/index.php
©somewhere in net ltd.