নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলয় ভূঁইয়া

আমি বাঙালী আর কিছু নয় এই হোক মোর পরিচয়

নিলয় ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

প্রায়শ্চিত্ত

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৫

দূর আকাশে নক্ষত্রেরা চলে গেছে অনেক আগেই
কি, বিশ্বাস হল নাতো?
খুঁজে দেখো, এখনো এই মাটির বুকেই
তুমি পাবে তাঁদের জীবাশ্ম! যদি থাকে চোখ!
তবু,
তাঁদের মঙ্গল দীপখানি জ্বেলে
আজো ইতিউতি ঘুড়ে বেড়ায় জোনাকি
তুমি তারে পতঙ্গ ভেবে-
খেলাচ্ছলে কাঁচের পাষাণে কর বন্দী,
তবু জোনাকিরা দীপ জ্বালে, দুরুদুরু বুকে
তবু তোমারই আশেপাশে পথ দেখিয়ে হারায় নিজেরে!
হয়তো একদিন মিলায়ে যাবে
মঙ্গল আলোর এই নাবিকেরা
তোমাদের কাঁচের খেলাঘড়ে,
তারপর গিয়ে ঠাই নেবে দূর আকাশে!
তোমায় যে আলো জ্বেলে দিল
তারে নিয়েই কর খেলা!
দিশেহারা হয়ে হোঁচট খাবে তুমি
তবু পাবেনা ফিরে সে আলো
তোমারই করা আঁধারে যদি
নাশে মঙ্গলদীপ জ্বালা!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.