![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিএসসিতে নারীদের উপর আক্রমণের পর এবার ৭১ এর সাংবাদিক ফারজানা রুপাকে হত্যার হুমকি। দেশ দুটি হিজড়া সংগঠনের দৌরাত্বে অতিষ্ঠ! ছাত্রশিবির (রগ কাটা বাহিনী), ছাত্রলীগ (চরিত্রহীন আমলাপোষ্য গুন্ডা বাহিনী)!! এগুলোকে নিজ নিজ বাড়ি থেকে বের করে দেয়না কেন? কেমন বাপ মা আর কেমন পরিবারের সন্তান এগুলো?
অনেক আগে একবার বলেছিলাম, আবারো বলছি, পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারী কলেজ ক্যাম্পাসগুলোতে শুধু মেধা নয়, মেধার সাথে আচরন ও মানুষিকতার উপর পরীক্ষা নেয়া উচিৎ। এরপর পারিবারিক ইতিহাস জেনে তারপর ভর্তি করানো উচিৎ। কথাটা ধনতান্ত্রিক হয়ে গেল।
কিন্তু নিভৃত পল্লীর কোন দিনমজুর বা শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা বেশীরভাগ ছেলেগুলোই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিজেদের "হাম কি হনুরে" হিসেবে যা তুলনামূলক শিক্ষিত পরিবার কিংবা শহরে বড় হওয়া ছেলেদের মধ্যে দ্যাখা যায়না।
গ্রাম থেকে আসাটা সমস্যা না। গ্রামে শহরের চেয়ে অনেক বড় বড় বনেদী পরিবার থাকে। কিন্তু কথাটা হচ্ছে প্রতিটি গ্রামে বনেদী পরিবার কয়টি, থাকলেও সু শিক্ষায় শিক্ষিত কয়টি পরিবার?
তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শিক্ষার্থীর নিজস্ব আচরন ও মানুষিকতার বহিঃপ্রকাশের পরীক্ষা ও পারিবারিক ইতিহাস আর পারিবারিক শিক্ষা, তাঁর বেড়ে ওঠার সমাজ ব্যাবস্থা এসব যাচাই করা উচিৎ। আর এটা অসম্ভবও নয়। সেনাবাহিনীতে জুনিয়র কমিশন দেয়ার আগে প্রতিটি আবেদনকারীর পারিবারিক ইতিহাস খতিয়ে দ্যাখা হয়।
মেয়েদের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা ভিন্ন হতে পারে। কারন বিশ্বজিৎ হত্যা, টিএসসিতে নারীদের যৌন আক্রমন, রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরদের প্রশিক্ষিত চাপাটি বাহিনীর দৌরাত্ব, বিএনপির আমলে ছাত্রদলের অনুরূপ আজকের ছাত্রলীগজাতীয় কর্মকাণ্ড, এসব আর যাই হোক মেয়েদের দ্বারা হচ্ছেনা। যারা করছে তাঁরা বেশীরভাগ ক্ষেত্রে নিম্নবিত্ত শ্রেণী থেকে উঠে আসা তিনটি বড় দলীয় ছাত্রসংগঠনের সদস্য বা নেতা বনে যাওয়া পাগলা কুকুর শ্রেণীর নপুংসক!!
সে ক্ষেত্রে মেধা থাকা সত্ত্বেও নিজস্ব ব্যাক্তিত্বহীনতার কারনে যেসব ছেলেরা ছিটকে পরবে তাঁরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক যেখানে রাজনীতি দূরে থাক টিজ করা বা গুণ্ডামি করার জন্যে ক্যাম্পাসও পাবেনা। কারন আমাদের সু শিক্ষিত সমাজ দরকার। সার্টিফিকেটধারী চাষাভুষা আর দলীয় গুণ্ডার দরকার নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮
এন.এ.আনসারী বলেছেন: ভাই ৭১ আর প্রথম আলো টিএসসির ঘটনার ৪দিন পর ক্লিন সেভ করা মানুষদের মাঝে কিভাবে দাড়ীয়ালা মানুষকে খুজে পায়?
আসলে এরা নিজের কর্ম'র জন্য নিজেই দায়ী.... সব সময় দাড়ীয়ালার দোষ দেশ কি উত্তরাধীকার সূত্রে পাইসেন?