![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুই হয়নি। শুধু এই দিবস সেই দিবসে শুধু যোগ হয়েছে নতুন আরেকটি দিবস। রানা প্লাজা ট্রাজেডি দিবস!!
দিবস পেরিয়ে রাত্রি আসবে। তারপর নতুন দিবসে সবাই ভুলে যাবে রানা প্লাজার কথা, ভুলে যাবে কঠিন ব্যাথায় পিষে মরে যাওয়া অনেকগুলো ক্ষুদ্রাতিক্ষুদ্র স্বপ্নের কথা!!
আন্দোলনের মাঠে হিসেবের খাতা খোলা হবে নতুন ইস্যুর অপেক্ষায়!! সিজনাল কিছু ছেলেমেয়ে নিজেদের মোবাইলের ক্যামেরা নিয়ে উদ্বিগ্ন হবে একদিন আন্দোলনে যেয়ে নিজেদের সেলফি তুলে ফেইসবুক সেলিব্রেটি হওয়া কিংবা কিছু সস্তা লাইকের আশায়, রানারা আবার গোঁফে তা দিয়ে গজিয়ে উঠবে এখানে সেখানে।
কেউ তাঁর হিসেব রাখবেনা। ইলেকশনে কে কতো খরচ করছে, দন্তহীন বৃদ্ধা হায়েনার ইঞ্জিন চালিত খাঁচায় কে কয়টা ঢিল ছুড়ল, নিজের খেয়ে কার ঘড়ের হাঁড়ি ভেঙ্গে কতটুকু রস আহরন করা যায়, ময়দানে বাঘের পালে নতুন কয়টি বাঘ যোগ হল সেই হিসেবের আনন্দে চাপা পরে যাবে রানা প্লাজা!!
©somewhere in net ltd.