নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলয় ভূঁইয়া

আমি বাঙালী আর কিছু নয় এই হোক মোর পরিচয়

নিলয় ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

জানি, খুবই বিতর্কিত একটি পোস্ট লিখলাম। কিন্তু আমার প্রশ্নগুলোর উত্তর আছে কি?

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩

নেপালে বাংলাদেশী প্রবাসীরা কর্মসংস্থানের জন্যে না গেলেও প্রচুর বাংলাদেশী টুরিস্ট সেখানে যায়, যদিও এখন ট্যুরিজম এর সিজন না। তথাপি অনেক নেপালি শিক্ষার্থী বাংলাদেশে অধ্যায়নরত আছে। তাঁদের এখন প্রতি মুহূর্তে বাড়িতে কথা বলা দরকার। আর মোবাইল অপারেটরদের কাছে নিশ্চয়ই নেপালি শিক্ষার্থীদের জাতীয়তার পরিচয় আছে তাঁদের সিম নিবন্ধন ফর্মে।
কিন্তু সকল গ্রাহকদের জন্যেই নেপালে বাংলাদেশ থেকে ফোন কল ফ্রি করা হয়েছে ৪৮ ঘণ্টার জন্যে!! মহৎ উদ্যোগ!! উদ্যোগটি সম্পর্কে কোন দ্বিতীয় কথা নাই।
কথা আছে মানবিকতা আর ধান্দাবাজির অন্য একটি প্রবনতা নিয়ে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে সিডর, আইলা, নার্গিস কিংবা মহাসেন যখন আঘাত হেনে গোটা উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছিল, মানুষ পশুপাখি মরে গাছের সাথে বাঁদুরের মতো ঝুলে ছিল, তখন আমাদের দেশের মাটিতে বানিজ্য করা এই বিদেশী মোবাইল কোম্পানিগুলো জনস্বার্থে কি করেছিল???? অথচ সেইদিনগুলোতে নিজ দেশের ভিতরেই স্বজনদের খোঁজ নেয়া কিংবা নানান সাহায্যের জন্যে কল করতে করতে গোটা জাতির নাভিশ্বাস উঠেছিলো। আর মোটা ফায়দা গুনেছিল মোবাইল কোম্পানিগুলো।
তাহলে এই ফ্রী কল সার্ভিস কি মানবতার জন্যে নাকি আন্তর্জাতিকভাবে নিজেদের ব্র্যান্ডিং করার জন্যে????
জানি, খুবই বিতর্কিত একটি পোস্ট লিখলাম। কিন্তু আমার প্রশ্নগুলোর উত্তর আছে কি?

https://www.amarblog.com/Niloy-Bhuiyan/posts/185404

http://banglanews24.com/fullnews/bn/388748.html

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: দেখুন আপনি কিন্তু মাত্র একটি দিক অর্থাৎ মোবাইল কল চার্জ এর সমালোচনা করেছেন।

মোবাইল কোম্পানির বিপক্ষে হাজার হাজার বিষয় নিয়ে হাজার হাজার জন সমালোচনা করছেন।
আমিও তাদের পক্ষে।আপনারও পক্ষে।


তাই বলে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায়,সাঙ্কৃতিক অনুষ্টানুকতায়,খেলা দোলা ইত্যাদিতে মোবাইল কোম্পানি গুলি যে কোন অবধান রাখেনি তা কিন্তু নয়।

মোবাইল কোম্পানি গুলি সম্ভবত অনেক দেশিও প্রতিষ্টিত কোম্পানিতে ছাড়িয়ে যাবে মানবিকতায়।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১

সেতু আমিন বলেছেন: Click This Link

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪

মাঘের নীল আকাশ বলেছেন: সব দায়িত্ব মোবাইল কোম্পানির কেন হবে বলে মনে করছেন...আর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে তারা কিছুই করে নাই বললে মিথ্যা বলা হবে...

আর আপনার পোস্টকে আপনি যেভাবে বির্তকিত হবে বলে ভাবছেন, তেমন কোন কন্টেন্ট আসলে এখানে নেই... |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.