নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Work, you’ll get the next preferred option

সাইফুল ইসলাম নিপু

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে আমার প্রার্থনা... অধরা সেই সুখের অন্বেষণে ...আমি দিশেহারা এক পথিক পথ হারিয়ে যেন পথ খুঁজে পাই ...................................

সাইফুল ইসলাম নিপু › বিস্তারিত পোস্টঃ

Challenge to Einstein

০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩২

তো ঘটনা এমন ....



একবার আইনষ্টাইনকে এক লোক চ্যালেঞ্জ করলো সে আইনষ্টাইন থেকে পদার্থবিদ্যা বেশি বুঝে ....আইনষ্টাইন ভাবলো নেন সারছে এই লোক জানি কেডা :( তো কোন একদিন এক মিলনায়তনে আইনষ্টাইন এবং তার সাঙ্গ পাঙ্গ ওই দলের মোকাবেলা করার জন্য উপস্হিত হলো ।



প্রথম থেকেই বিপক্ষ দল দুনিয়ার সব আজগুবি প্রশ্ন করা শুরু করলো পদার্থ বিদ্যা নিয়ে :( আইষ্টাইন ভাবলো নেন সারছে আমিতো দেখি কিছুই জানিনা মন খারাপ করে বাড়ী ফিরে গেলো এবং তার কিছু লোককে বিপক্ষ দল সম্পর্কে খোজ নিতে পাঠালো । তারা ফিরে এসে যা শুনালো এতে আইষ্টাইন পুরাই পাগল হয়ে গেলো



""স্যার বিপক্ষ দল আসলে বাংলা বিভাগের ছাত্র ,সপ্তাহে একদিন, বছরে দুইদিন একটু পদার্থ বিদ্যা নিয়ে পড়াশুনা করে ""



এ ঘটনার পর আইষ্টাইন কষ্টে দু:খে আর কোনদিন পদার্থ বিদ্যা নিয়া পড়াশুনা করেনাই



অত:পর বাংলা বিভাগের ছাত্ররাই দেশে পদার্থ বিদ্যা শিক্ষা দিতে শুরু করিলো ..........







কৃতজ্ঞতাঃ মাসুম বিল্লাহ via লালসালু(বিবাহিত)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৫০

আলবিরুনী বলেছেন: ভাই, ঝাইরা কাসেন। কি কইতে চান সেটা খোলাসা কোইরা কন!!! :-& :-& :-& :-& :-& :-&

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭

সাইফুল ইসলাম নিপু বলেছেন: যা বুচ্ছেন. অইটাই কইতে চাইছি

২| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৫০

আলবিরুনী বলেছেন: ভাই, ঝাইরা কাসেন। কি কইতে চান সেটা খোলাসা কোইরা কন!!! :-& :-& :-& :-& :-& :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.