![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমপোকা
- যাযাবর জীবন
দেহ দরে ভালোবাসার নিত্য বিকিকিনি
চব্বিশ ঘণ্টার কেনাবেচার হাঁটে
কোন এক কালে হত শুধুই রাতে;
আমি তো সেই কবেই
মনদরে ভালোবাসা বেঁচে দিয়েছিলাম তোকে
তুই কিনেছিলি নগদ মূল্যে দেহদরে
মন আর দেহের মূল্য পার্থক্যের
সুদ দিয়ে যাচ্ছিস আজো লবণে;
ঝুল জমা প্রেমের কড়িকাঠে
প্রেমপোকা হয়তো এখনো ইতিহাস রচে
লবণে চোখ ক্ষয়ে গেছে আমার,
কে দেখে?
©somewhere in net ltd.